মুম্বই, 5 জুলাই : কয়েকদিন আগেই অভিনেত্রী আলিয়া ভাট খুব মজার একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছিলেন, নেটফ্লিক্সেই প্রিমিয়ার হতে চলেছে তাঁর আগামী ডার্ক কমেডি 'ডার্লিংস'-এর ৷ অবশেষে সামনে এল এই ছবির টিজার ৷ সুপারস্টার শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে হাত মিলিয়ে এই ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশনের ওপর । মুক্তি পেতে না পেতেই বেশ সাড়া ফেলেছে এই টিজারটি ৷
আলিয়া ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে (Alia Bhatt Shares Darlings Teaser) লিখেছেন, "এটা শুধুই টিজার ডার্লিংস.. আসছি 5 অগস্ট নেটফ্লিক্সে.."৷ এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে অভিষেক হতে চলেছে লেখক জসমিত কেরিন-এর ৷ এদিন টিজার শেয়ার করে নেটফ্লিক্সের তরফে লেখা হয়, "সাপ আর বিছে কি কখনও বন্ধু হতে পারে ?" এই গল্প গড়ে উঠেছে এক মা এবং মেয়েকে কেন্দ্র করে ৷ বিশাল শহরে সমস্ত প্রতিকূলতার মধ্যে যাঁরা নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টায় রত ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: আরআরআর 'সমকামী' প্রেমের গল্প, বেফাঁস মন্তব্য অস্কার জয়ী রেসুল পুকুট্টির
আলিয়ার সঙ্গে ছবিতে আরও দেখা যাবে শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে । মুম্বই শহরের ওপরে ভিত্তি করেই তৈরি হয়েছে এই কাহিনী ৷ আলিয়ার শেষ ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' বেশ প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের ৷ 'ডার্লিংস' এবছরের দ্বিতীয় রিলিজ হতে চলেছে আলিয়ার ৷ বিশেষত গঙ্গু চরিত্রে অভিনয়ের পর যে উচ্চতায় পৌঁছেছেন আলিয়া তা ধরে রাখতে পারবেন কি এই ছবিতেও ? সেটাই এখন দেখার ৷