ETV Bharat / entertainment

Alia Bhatt: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসরে কেন তাঁর বিয়ের শাড়ি পরলেন আলিয়া - Alia Bhatt

Alia Bhatt at 69th National Film Awards: 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আলিয়া ভাট জানালেন যে, কেন তিনি জাতীয় পুরস্কার গ্রহণের অনুষ্ঠানের জন্য তাঁর বিয়ের শাড়ি বেছে নিয়েছিলেন । কারণ জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Alia Bhatt at 69th National Film Awards
আলিয়া ভাট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 10:57 AM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর: বলিউডের 'গাঙ্গুবাই' আলিয়া ভাট 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়েছেন । এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে এ দিন বিয়ের শাড়ি পরার সিদ্ধান্ত নেন তিনি । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি যখন সেরা অভিনেত্রীর পুরস্কার নেন, তখন বিয়ের শাড়ির সাজে মোহময়ী দেখাচ্ছিল আলিয়াকে ৷ তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বেড়ে যায় ৷ কেন তিনি এই বিশেষ দিনে বিয়েতে শাড়িটি আবার পরলেন, তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা ৷ তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই জানালেন তাঁর এই সিদ্ধান্তের কারণ ৷

কেন বিয়ের পোশাক : সেলেবরা সাধারণত কোনও বড় অনুষ্ঠানে একই পোশাকের পুনরাবৃত্তি করেন না ৷ আর যদি তা করেন, তা নিয়ে চর্চাও শুরু হয় ৷ জাতীয় পুরস্কার গ্রহণের মঞ্চে প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি রঙের শাড়িটি তিনি কেন আবার পরেছেন তা নিয়েও শুরু হয়েছিল কথাচালাচালি ৷ এ দিন আলিয়ার পোশাক রিপিট করার কারণ নিজের ইনস্টা স্টোরিতে জানালেন তিনি ৷ পুরষ্কার জেতার কয়েক ঘন্টা পরে, আলিয়া তাঁর ভাবনা শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে ৷

ওই শাড়ি পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "একটি বিশেষ দিনে একটি বিশেষ পোশাকের প্রয়োজন । এবং কখনও কখনও যে পরিচ্ছদ ইতিমধ্যে বিদ্যমান, একবার যা স্পেশাল ছিল, তা আবার স্পেশাল হতে পারে । এবং তারপর..."

আলিয়া তাঁর হাবি রণবীর সিং-এর সঙ্গেও তাঁর কিছু ছবি শেয়ার করেছেন, যা তাঁদের ভক্তদের মন জয় করে নিয়েছে ৷ রণবীর একটি কালো ব্লেজার পরে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । একটি ছবিতে আলিয়া গর্বিতভাবে তাঁর পদক দেখাচ্ছেন, আর রণবীর তাঁদের দুজনের একটি ছবি তুলছেন । তিনি রণবীরের সঙ্গে করিডোরে হাঁটার একটি ছবি দিয়ে ছবির সিরিজ শেষ করেন । ছবিটি শেয়ার করার সময় আলিয়া ক্যাপশনে লিখেছেন, "একটি ছবি, একটি মুহূর্ত, জীবনের জন্য একটি স্মৃতি ।"

আরও পড়ুন: রঙিন সিনে জগতের দীর্ঘ পথ পেরিয়ে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত ওয়াহিদা রহমান

মা সোনি রাজদান এবং শাশুড়ি নীতু কাপুরের প্রশংসা: আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর মা সোনি রাজদান ৷ আর শাশুড়ি নীতু কাপুর তো 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' তারকাকে নিয়ে আপ্লুত ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে নীতু লিখেছেন, "গর্বিত, খুব গর্বিত আলিয়া ভাট, ঈশ্বর তোমার মঙ্গল করুন ।" তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন এবং লিখেছেন, "আমার প্রিয় আলিয়া, জাতীয় পুরস্কারের জন্য তোমাকে অভিনন্দন । এ সবই তোমার শিল্পের প্রতি তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল । এটি সত্যিই আমাদের সকলের জন্য একটি গর্বের মুহূর্ত । কৃতজ্ঞতা এবং ভালোবাসা ৷"

Alia Bhatt at 69th National Film Awards
প্রশংসা শাশুড়ির

'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-এর জন্য আলিয়ার ঝুলিতে পুরষ্কার: 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার দুর্দান্ত অভিনয় তাঁকে আইফা 2023 এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2023-এ সেরা অভিনেত্রীর পুরস্কারও এনে দিয়েছে ৷ পরিচালক সঞ্জয় লীলা বনসালি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে সেরা সম্পাদনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ।

নয়াদিল্লি, 18 অক্টোবর: বলিউডের 'গাঙ্গুবাই' আলিয়া ভাট 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়েছেন । এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে এ দিন বিয়ের শাড়ি পরার সিদ্ধান্ত নেন তিনি । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি যখন সেরা অভিনেত্রীর পুরস্কার নেন, তখন বিয়ের শাড়ির সাজে মোহময়ী দেখাচ্ছিল আলিয়াকে ৷ তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বেড়ে যায় ৷ কেন তিনি এই বিশেষ দিনে বিয়েতে শাড়িটি আবার পরলেন, তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা ৷ তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই জানালেন তাঁর এই সিদ্ধান্তের কারণ ৷

কেন বিয়ের পোশাক : সেলেবরা সাধারণত কোনও বড় অনুষ্ঠানে একই পোশাকের পুনরাবৃত্তি করেন না ৷ আর যদি তা করেন, তা নিয়ে চর্চাও শুরু হয় ৷ জাতীয় পুরস্কার গ্রহণের মঞ্চে প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি রঙের শাড়িটি তিনি কেন আবার পরেছেন তা নিয়েও শুরু হয়েছিল কথাচালাচালি ৷ এ দিন আলিয়ার পোশাক রিপিট করার কারণ নিজের ইনস্টা স্টোরিতে জানালেন তিনি ৷ পুরষ্কার জেতার কয়েক ঘন্টা পরে, আলিয়া তাঁর ভাবনা শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে ৷

ওই শাড়ি পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "একটি বিশেষ দিনে একটি বিশেষ পোশাকের প্রয়োজন । এবং কখনও কখনও যে পরিচ্ছদ ইতিমধ্যে বিদ্যমান, একবার যা স্পেশাল ছিল, তা আবার স্পেশাল হতে পারে । এবং তারপর..."

আলিয়া তাঁর হাবি রণবীর সিং-এর সঙ্গেও তাঁর কিছু ছবি শেয়ার করেছেন, যা তাঁদের ভক্তদের মন জয় করে নিয়েছে ৷ রণবীর একটি কালো ব্লেজার পরে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । একটি ছবিতে আলিয়া গর্বিতভাবে তাঁর পদক দেখাচ্ছেন, আর রণবীর তাঁদের দুজনের একটি ছবি তুলছেন । তিনি রণবীরের সঙ্গে করিডোরে হাঁটার একটি ছবি দিয়ে ছবির সিরিজ শেষ করেন । ছবিটি শেয়ার করার সময় আলিয়া ক্যাপশনে লিখেছেন, "একটি ছবি, একটি মুহূর্ত, জীবনের জন্য একটি স্মৃতি ।"

আরও পড়ুন: রঙিন সিনে জগতের দীর্ঘ পথ পেরিয়ে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত ওয়াহিদা রহমান

মা সোনি রাজদান এবং শাশুড়ি নীতু কাপুরের প্রশংসা: আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর মা সোনি রাজদান ৷ আর শাশুড়ি নীতু কাপুর তো 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' তারকাকে নিয়ে আপ্লুত ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে নীতু লিখেছেন, "গর্বিত, খুব গর্বিত আলিয়া ভাট, ঈশ্বর তোমার মঙ্গল করুন ।" তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন এবং লিখেছেন, "আমার প্রিয় আলিয়া, জাতীয় পুরস্কারের জন্য তোমাকে অভিনন্দন । এ সবই তোমার শিল্পের প্রতি তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল । এটি সত্যিই আমাদের সকলের জন্য একটি গর্বের মুহূর্ত । কৃতজ্ঞতা এবং ভালোবাসা ৷"

Alia Bhatt at 69th National Film Awards
প্রশংসা শাশুড়ির

'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-এর জন্য আলিয়ার ঝুলিতে পুরষ্কার: 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার দুর্দান্ত অভিনয় তাঁকে আইফা 2023 এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2023-এ সেরা অভিনেত্রীর পুরস্কারও এনে দিয়েছে ৷ পরিচালক সঞ্জয় লীলা বনসালি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে সেরা সম্পাদনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.