ETV Bharat / entertainment

Alia Bhatt returns to work : শেষ বিয়ের ছুটি, কাজে ফিরলেন আলিয়া - শেষ বিবাহ পর্বের ছুটি কাজে ফিরলেন আলিয়া

বিয়ের পর রণবীর কাজে ফিরেছেন আগেই । এবার কাজে ফিরলেন আলিয়া ৷ খবর অনুযায়ী, করণ জোহরের নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির জন্য় এবার জয়সলমিরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি (Alia Bhatt Back to Work After Wedding) ৷

Alia Bhatt returns to work
শেষ বিবাহ পর্বের ছুটি কাজে ফিরলেন আলিয়া
author img

By

Published : Apr 19, 2022, 3:37 PM IST

হায়দরাবাদ, 19 এপ্রিল : গত কয়েকদিন ধরেই হট টপিক রণবীর কাপুর এবং আলিয়া ভাটের চার হাতের মিলন ৷ রণলিয়া জুটি সাতপাকে বাঁধা পড়েছে গত 14 এপ্রিল ৷ তারপর ইতিমধ্যেই কাজে ফিরেছেন রণবীর কাপুর ৷ এবার ফের রুপোলি পর্দায় ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন আলিয়াও ৷ মঙ্গলবারই কলিঙ্গ বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তিনি (Alia Bhatt Back to Work After Wedding) ৷

ঝলমলে গোলাপী সালোয়ার কামিজে বিয়ের পর প্রথমবার সামনে এলেন এই রূপসী ৷ খবর অনুযায়ী, করণ জোহরের নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির জন্য় এবার জয়সলমিরের উদ্দেশ্যে রওনা দিলেন আলিয়া ৷ বিয়ের দুই দিন আগেও মুম্বইয়ে এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন আলিয়া ৷ ইতিমধ্যে কাজ শুরু করেছেন রণবীরও ৷ নিজের নতুন ছবি 'অ্যানিম্যাল'-এর কাজের জন্য 17 এপ্রিল টি সিরিজের অফিসে গিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : কনের বান্ধবীদের নিয়ে আসর জমালেন রণবীর, দেখুন কিছু ঝলক

আলিয়া-রণবীরের প্রেম কাহিনি শুরু হয়েছিল তাঁদের আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর সেট থেকে ৷ অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির সেটে 2018 সালে প্রেম শুরু করেন রণলিয়া ৷ অবশেষে 14 এপ্রিল নতুন জীবন শুরু করলেন এই নবদম্পতি ৷ আগামি 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে রণলিয়ার জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' ৷ এই ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনার মত মহাতারকাদেরও ৷

হায়দরাবাদ, 19 এপ্রিল : গত কয়েকদিন ধরেই হট টপিক রণবীর কাপুর এবং আলিয়া ভাটের চার হাতের মিলন ৷ রণলিয়া জুটি সাতপাকে বাঁধা পড়েছে গত 14 এপ্রিল ৷ তারপর ইতিমধ্যেই কাজে ফিরেছেন রণবীর কাপুর ৷ এবার ফের রুপোলি পর্দায় ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন আলিয়াও ৷ মঙ্গলবারই কলিঙ্গ বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তিনি (Alia Bhatt Back to Work After Wedding) ৷

ঝলমলে গোলাপী সালোয়ার কামিজে বিয়ের পর প্রথমবার সামনে এলেন এই রূপসী ৷ খবর অনুযায়ী, করণ জোহরের নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির জন্য় এবার জয়সলমিরের উদ্দেশ্যে রওনা দিলেন আলিয়া ৷ বিয়ের দুই দিন আগেও মুম্বইয়ে এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন আলিয়া ৷ ইতিমধ্যে কাজ শুরু করেছেন রণবীরও ৷ নিজের নতুন ছবি 'অ্যানিম্যাল'-এর কাজের জন্য 17 এপ্রিল টি সিরিজের অফিসে গিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : কনের বান্ধবীদের নিয়ে আসর জমালেন রণবীর, দেখুন কিছু ঝলক

আলিয়া-রণবীরের প্রেম কাহিনি শুরু হয়েছিল তাঁদের আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর সেট থেকে ৷ অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির সেটে 2018 সালে প্রেম শুরু করেন রণলিয়া ৷ অবশেষে 14 এপ্রিল নতুন জীবন শুরু করলেন এই নবদম্পতি ৷ আগামি 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে রণলিয়ার জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' ৷ এই ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনার মত মহাতারকাদেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.