ETV Bharat / entertainment

RRKPK Twitter Review: কী বলছে নেটপাড়া ? কেমন জমল রণবীর-আলিয়ার 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ? - Rocky Aur Rani Kii Prem Kahaani in theatres

নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া পেল রণবীর-আলিয়ার 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ৷ যদিও ভালোর দিকেই পাল্লা ভারী ৷

RRKPK Twitter Review
রকি অউর রানি কি প্রেম কাহানি নিয়ে কী বলছে নেটপাড়ার রিভিউ
author img

By

Published : Jul 28, 2023, 9:20 PM IST

হায়দরাবাদ, 28 জুলাই: অবশেষে মুক্তি পেল রণবীর সিং এবং আলিয়া ভাটের বহু প্রতিক্ষীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ প্রায় ছয় বছর পর এই ছবির হাত ধরে ফের একবার পরিচালনায় কামব্যাক করেছেন করণ জোহর ৷ 'গালি বয়' ছবির পর এই ছবির হাত ধরে ফের জুটি বেঁধেছেন রণবীর-আলিয়া ৷ ইতিমধ্যেই এই তরণ আদর্শের মতো সমালোচকদেরও মন জয় করেছে ৷ এক কথায় ছবিটিকে 'টেরিফিক' বলে রায় দিয়েছেন তিনি ৷

ফ্যানেরাও উচ্ছ্বসিত করণের এই নতুন ছবি নিয়ে ৷ আলিয়া-রণবীরের কেমিস্ট্রিও বেশ জমে গিয়েছে ছবিতে ৷ আর তা দেখেই কেউ বলছেন, "এই ছবি বক্স অফিসে প্রচুর রেকর্ড ভাঙবে ৷" আর এক সিনে অনুরাগী লেখেন, "ছবিটি দেখার অভিজ্ঞতা নিয়ে লিখতে হলে বলতেই হবে, হেসেওছি আর কেঁদেওছি এই ছবিতে সবকিছুই ছিল ৷ রকি অউর রানি কি প্রেম কাহানি এককথায় আবেগের রোলার কোস্টার ৷"

আরও একজন ফ্যানের বক্তব্যও একই ৷ তিনি লিখেছেন, "রণবীর-আলিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ এক ম্যাজিক তৈরি করেছে ৷ দর্শনীয় ছবি ৷ মিস করবেন না ৷" আবার কেউ কেউ কিন্তু করণের এই 'ফিলগুড' ছবিকে ঠিক ততখানি পছন্দ করেননি ৷ তাঁদেরই একজনের মতে, "জঘন্য় ছবি ৷ আলিয়া তো সবসময় ওভারঅ্যাক্টিং করে গেলেন আর রণবীরের কথা আর কী বলব ৷ পয়সা খরচ করে প্লিজ এই জঞ্জালটি দেখতে আসবেন না ৷"

  • #RockyAurRaniKiiPremKahaani
    Bakwass movie now interval , Alia as always overacting and what to say about ranveer singh 🤮.
    STARS 1/5. Please don't waste your money and watch this crap.

    Disaster : ⭐️

    — Tejas (@Tejas01679537) July 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো', দেবের ব্যোমকেশকে প্রশংসায় ভরালেন অনির্বাণ

  • #RockyAurRaniKiiPremKahaani
    Bakwass movie now interval , Alia as always overacting and what to say about ranveer singh 🤮.
    STARS 1/5. Please don't waste your money and watch this crap.

    Disaster : ⭐️

    — Tejas (@Tejas01679537) July 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাঙালি এবং পঞ্জাবি পরিবারের দ্বন্দ্ব নিয়ে গড়ে উঠেছে এই ছবি ৷ এই ছবিতে রকির ভূমিকায় রয়েছেন রণবীর সিং ৷ তিনি পঞ্জাবি পরিবারের সন্তান ৷ অন্য়দিকে রানি অর্থাৎ আলিয়া বাঙালি ৷ দু'জনে জড়িয়ে প্রেমের মধুর বন্ধনে ৷ কিন্তু দু'জনের পারিবারিক সংস্কৃতি একেবারে আলাদা ৷ কীভাবে তারা একসঙ্গে থাকবে? তাই তারা ঠিক করে তারা প্রথমে একে অপরের বাড়িতে গিয়ে ছ মাস করে থাকবে ৷ মানিয়ে নেওয়ার চেষ্টা করবে পরিবারের সঙ্গে আর তারপর বিয়ে ৷ সেই কারণেই রকি আসে বাঙালি পরিবারে আর রানি থাকতে শুরু করে রকির পরিবারের সঙ্গে ৷ এবার কী হয় সেটাই দেখার এই ছবিতে ৷

হায়দরাবাদ, 28 জুলাই: অবশেষে মুক্তি পেল রণবীর সিং এবং আলিয়া ভাটের বহু প্রতিক্ষীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ প্রায় ছয় বছর পর এই ছবির হাত ধরে ফের একবার পরিচালনায় কামব্যাক করেছেন করণ জোহর ৷ 'গালি বয়' ছবির পর এই ছবির হাত ধরে ফের জুটি বেঁধেছেন রণবীর-আলিয়া ৷ ইতিমধ্যেই এই তরণ আদর্শের মতো সমালোচকদেরও মন জয় করেছে ৷ এক কথায় ছবিটিকে 'টেরিফিক' বলে রায় দিয়েছেন তিনি ৷

ফ্যানেরাও উচ্ছ্বসিত করণের এই নতুন ছবি নিয়ে ৷ আলিয়া-রণবীরের কেমিস্ট্রিও বেশ জমে গিয়েছে ছবিতে ৷ আর তা দেখেই কেউ বলছেন, "এই ছবি বক্স অফিসে প্রচুর রেকর্ড ভাঙবে ৷" আর এক সিনে অনুরাগী লেখেন, "ছবিটি দেখার অভিজ্ঞতা নিয়ে লিখতে হলে বলতেই হবে, হেসেওছি আর কেঁদেওছি এই ছবিতে সবকিছুই ছিল ৷ রকি অউর রানি কি প্রেম কাহানি এককথায় আবেগের রোলার কোস্টার ৷"

আরও একজন ফ্যানের বক্তব্যও একই ৷ তিনি লিখেছেন, "রণবীর-আলিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ এক ম্যাজিক তৈরি করেছে ৷ দর্শনীয় ছবি ৷ মিস করবেন না ৷" আবার কেউ কেউ কিন্তু করণের এই 'ফিলগুড' ছবিকে ঠিক ততখানি পছন্দ করেননি ৷ তাঁদেরই একজনের মতে, "জঘন্য় ছবি ৷ আলিয়া তো সবসময় ওভারঅ্যাক্টিং করে গেলেন আর রণবীরের কথা আর কী বলব ৷ পয়সা খরচ করে প্লিজ এই জঞ্জালটি দেখতে আসবেন না ৷"

  • #RockyAurRaniKiiPremKahaani
    Bakwass movie now interval , Alia as always overacting and what to say about ranveer singh 🤮.
    STARS 1/5. Please don't waste your money and watch this crap.

    Disaster : ⭐️

    — Tejas (@Tejas01679537) July 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো', দেবের ব্যোমকেশকে প্রশংসায় ভরালেন অনির্বাণ

  • #RockyAurRaniKiiPremKahaani
    Bakwass movie now interval , Alia as always overacting and what to say about ranveer singh 🤮.
    STARS 1/5. Please don't waste your money and watch this crap.

    Disaster : ⭐️

    — Tejas (@Tejas01679537) July 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাঙালি এবং পঞ্জাবি পরিবারের দ্বন্দ্ব নিয়ে গড়ে উঠেছে এই ছবি ৷ এই ছবিতে রকির ভূমিকায় রয়েছেন রণবীর সিং ৷ তিনি পঞ্জাবি পরিবারের সন্তান ৷ অন্য়দিকে রানি অর্থাৎ আলিয়া বাঙালি ৷ দু'জনে জড়িয়ে প্রেমের মধুর বন্ধনে ৷ কিন্তু দু'জনের পারিবারিক সংস্কৃতি একেবারে আলাদা ৷ কীভাবে তারা একসঙ্গে থাকবে? তাই তারা ঠিক করে তারা প্রথমে একে অপরের বাড়িতে গিয়ে ছ মাস করে থাকবে ৷ মানিয়ে নেওয়ার চেষ্টা করবে পরিবারের সঙ্গে আর তারপর বিয়ে ৷ সেই কারণেই রকি আসে বাঙালি পরিবারে আর রানি থাকতে শুরু করে রকির পরিবারের সঙ্গে ৷ এবার কী হয় সেটাই দেখার এই ছবিতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.