ETV Bharat / entertainment

Alia poses with Ranbir: অনুরাগীদের সুখবর শোনানোর পর প্রথমবার একসঙ্গে দেখা মিলল 'রণলিয়া'-র - মা হওয়ার খবর দেওয়ার পর প্রথমবার একসঙ্গে রণলিয়া

মা হওয়ার খবর সামনে আসার পর থেকে একসঙ্গে ক্য়ামেরার সামনে দেখা যায়নি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে ৷ অবশেষে শনিবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন এই পাওয়ার কাপেল (Alia Bhatt Spotted with Ranbir Kapoor) ৷

Alia poses with Ranbir
আলিয়ার মা হওয়ার খবর দেওয়ার পর প্রথমবার একসঙ্গে তারকা দম্পতি
author img

By

Published : Aug 6, 2022, 8:30 PM IST

মুম্বই, 6 অগস্ট: মা হচ্ছেন ৷ অনুরাগীদের সুখবর শোনানোর পর একসঙ্গে আর ক্য়ামেরার সামনে দেখা যায়নি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে ৷ অবশেষে শনিবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন এই পাওয়ার কাপল (Alia Bhatt Spotted with Ranbir Kapoor) ৷ গত জুন মাসে সন্তানসম্ভবা হওয়ার খবর অনুরাগীদের জানিয়েছিলেন আলিয়া ৷ ইতিমধ্য়েই অভিনেত্রীর শরীরে মাতৃত্বের লক্ষণ বেশ দৃশ্য়মান ৷

আলিয়া এবং রণবীরকে এদিন একসঙ্গে দেখা গিয়েছে মুম্বইতে ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির একটির গানের প্রিভিউয়ের জন্য পরিচালকের সঙ্গেই এসেছিলেন এই তারকা দম্পতিও ৷ 'দেবা দেবা' নামক এই গানটি মুক্তি পেতে চলেছে আগামী 8 অগস্ট ৷ এই ছবিতেই প্রথমবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন রণলিয়া জুটি ৷ আলিয়াকে এদিন দেখা গিয়েছে সুন্দর বাদামী মিনি ড্রেসে ৷ অন্যদিকে রণবীর কাপুর সামনে এসেছেন কালো টি শার্ট এবং কালো ট্রাউজারে ৷

যেহেতু এই ছবির সেট থেকেই গড়ে ওঠে দুজনের সম্পর্কের রসায়ন তাই 'ব্রহ্মাস্ত্র' ছবি নিয়ে খানিকটা আলাদা আবেগ তো রয়েছেই রণলিয়া জুটির ৷ অভিনয়ের কথা বলতে গেলে আলিয়াকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের 'ডার্লিংস' ছবিতে ৷ গতকাল মুক্তির পর থেকেই প্রশংসা কুড়োচ্ছে এই ছবি ৷ অন্যদিকে রণবীরের 'শামশেরা' কিন্তু বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ৷

আরও পড়ুন: কিলার লুকে র‍্যাম্পে ঝড় তুললেন ঈশা, দেখুন ভিডিয়ো

তাই রণলিয়া জুটি একসঙ্গে স্ক্রিনে কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার ৷ আগামী 9 সেপ্টেম্বর পর্দায় আসছে 'ব্রহ্মাস্ত্র' ৷ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট তো বটেই দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং টেলি তারকা মৌনি রায়কেও ৷ স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্সে থাকছেন শাহরুখ খান ৷

মুম্বই, 6 অগস্ট: মা হচ্ছেন ৷ অনুরাগীদের সুখবর শোনানোর পর একসঙ্গে আর ক্য়ামেরার সামনে দেখা যায়নি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে ৷ অবশেষে শনিবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন এই পাওয়ার কাপল (Alia Bhatt Spotted with Ranbir Kapoor) ৷ গত জুন মাসে সন্তানসম্ভবা হওয়ার খবর অনুরাগীদের জানিয়েছিলেন আলিয়া ৷ ইতিমধ্য়েই অভিনেত্রীর শরীরে মাতৃত্বের লক্ষণ বেশ দৃশ্য়মান ৷

আলিয়া এবং রণবীরকে এদিন একসঙ্গে দেখা গিয়েছে মুম্বইতে ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির একটির গানের প্রিভিউয়ের জন্য পরিচালকের সঙ্গেই এসেছিলেন এই তারকা দম্পতিও ৷ 'দেবা দেবা' নামক এই গানটি মুক্তি পেতে চলেছে আগামী 8 অগস্ট ৷ এই ছবিতেই প্রথমবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন রণলিয়া জুটি ৷ আলিয়াকে এদিন দেখা গিয়েছে সুন্দর বাদামী মিনি ড্রেসে ৷ অন্যদিকে রণবীর কাপুর সামনে এসেছেন কালো টি শার্ট এবং কালো ট্রাউজারে ৷

যেহেতু এই ছবির সেট থেকেই গড়ে ওঠে দুজনের সম্পর্কের রসায়ন তাই 'ব্রহ্মাস্ত্র' ছবি নিয়ে খানিকটা আলাদা আবেগ তো রয়েছেই রণলিয়া জুটির ৷ অভিনয়ের কথা বলতে গেলে আলিয়াকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের 'ডার্লিংস' ছবিতে ৷ গতকাল মুক্তির পর থেকেই প্রশংসা কুড়োচ্ছে এই ছবি ৷ অন্যদিকে রণবীরের 'শামশেরা' কিন্তু বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ৷

আরও পড়ুন: কিলার লুকে র‍্যাম্পে ঝড় তুললেন ঈশা, দেখুন ভিডিয়ো

তাই রণলিয়া জুটি একসঙ্গে স্ক্রিনে কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার ৷ আগামী 9 সেপ্টেম্বর পর্দায় আসছে 'ব্রহ্মাস্ত্র' ৷ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট তো বটেই দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং টেলি তারকা মৌনি রায়কেও ৷ স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্সে থাকছেন শাহরুখ খান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.