ETV Bharat / entertainment

Alia Bhatt: শ্যুটিং শেষে রণবীরের 'চান্না মেরে আ'-য় কোমর দোলালেন আলিয়া - করণের ছবির শ্যুটিং শেষে রণবীরের চান্না মেরে আয় কোমর দোলালেন আলিয়া

করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ সেটে শেষ দিনে আলিয়াকে 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা এখন রীতিমতো ভাইরাল নেট পাড়ায় ৷

Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani
করণের ছবির শ্যুটিং শেষে রণবীরের 'চান্না মেরে আ'-য় কোমর দোলালেন আলিয়া
author img

By

Published : Jul 26, 2022, 7:10 PM IST

মুম্বই, 26 জুলাই: করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি সুন্দর ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেছেন পরিচালক করণ জোহর ৷ ক্লিপটিতে দেখা যায় সেটে তাঁর শেষ দিনটি পুরোপুরি উপভোগ করছেন আলিয়া (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ আলিয়াকে এদিন 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা দেখে হাত তালি দিয়ে ওঠেন স্বয়ং রণবীর সিং ৷

আলিয়াকে এদিন তাঁর স্বামী রণবীর কাপুরের 'অ্যায় দিল হ্য়ায় মুশকিল' ছবির বিখ্যাত এই গানে নাচতে দেখে মেতে উঠেছেন নেটিজেনরাও ৷ তাঁর এই মজাদার ক্লিপিংটি শেয়ার করে করণ লেখেন, "আমার রানির জন্য একটা টকি র‍্যাপ, দেখুন তাঁকে চিয়ার করছেন রকি ! আর আমার ক্রেজি ক্যামেরা নড়াচড়াটা একটু মাপ করে দিন ! রানি এই প্রেম কাহিনিতে তার কাজ করে দিয়েছেন এবার রকি এস র‍্যাপের ময়দানে...৷"

এই ছবিতে রণবীর আলিয়া মুখ্য আকর্ষণ তবে থাকছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির অভিনেতা অভিনেত্রী ৷ আগামী বছর 10 ফেব্রুয়ারি সিনেমা হলে আসতে চলেছে এই প্রেমের কাহিনি ৷

আরও পড়ুন: সাহসী ক্রপ টপ, উন্মুক্ত বক্ষবিভাজিকায় উষ্ণতার নয়া পাঠ পড়ালেন দিশা

তবে তার আগেই ভক্তরা বেশ কয়েকবার পর্দায় দেখতে পাবেন আলিয়া ৷ একদিকে যেমন বিজয় বর্মা এবং শেফালি শাহের সঙ্গে 'ডার্লিংস' ছবিতে স্ক্রিনশেয়ার করবেন তিনি তেমনই তাঁকে দেখা যাবে হলিউডি ছবি 'হার্ট অব স্টোন'-এও ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে গ্যাল গ্যাডটকে ৷ অন্যদিকে রণবীরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জয়েশভাই জোরদার' ছবিতে ৷ যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এই ছবি ৷

মুম্বই, 26 জুলাই: করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি সুন্দর ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেছেন পরিচালক করণ জোহর ৷ ক্লিপটিতে দেখা যায় সেটে তাঁর শেষ দিনটি পুরোপুরি উপভোগ করছেন আলিয়া (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ আলিয়াকে এদিন 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা দেখে হাত তালি দিয়ে ওঠেন স্বয়ং রণবীর সিং ৷

আলিয়াকে এদিন তাঁর স্বামী রণবীর কাপুরের 'অ্যায় দিল হ্য়ায় মুশকিল' ছবির বিখ্যাত এই গানে নাচতে দেখে মেতে উঠেছেন নেটিজেনরাও ৷ তাঁর এই মজাদার ক্লিপিংটি শেয়ার করে করণ লেখেন, "আমার রানির জন্য একটা টকি র‍্যাপ, দেখুন তাঁকে চিয়ার করছেন রকি ! আর আমার ক্রেজি ক্যামেরা নড়াচড়াটা একটু মাপ করে দিন ! রানি এই প্রেম কাহিনিতে তার কাজ করে দিয়েছেন এবার রকি এস র‍্যাপের ময়দানে...৷"

এই ছবিতে রণবীর আলিয়া মুখ্য আকর্ষণ তবে থাকছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির অভিনেতা অভিনেত্রী ৷ আগামী বছর 10 ফেব্রুয়ারি সিনেমা হলে আসতে চলেছে এই প্রেমের কাহিনি ৷

আরও পড়ুন: সাহসী ক্রপ টপ, উন্মুক্ত বক্ষবিভাজিকায় উষ্ণতার নয়া পাঠ পড়ালেন দিশা

তবে তার আগেই ভক্তরা বেশ কয়েকবার পর্দায় দেখতে পাবেন আলিয়া ৷ একদিকে যেমন বিজয় বর্মা এবং শেফালি শাহের সঙ্গে 'ডার্লিংস' ছবিতে স্ক্রিনশেয়ার করবেন তিনি তেমনই তাঁকে দেখা যাবে হলিউডি ছবি 'হার্ট অব স্টোন'-এও ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে গ্যাল গ্যাডটকে ৷ অন্যদিকে রণবীরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জয়েশভাই জোরদার' ছবিতে ৷ যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.