হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: সাফল্যের সঙ্গে জি20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাল বলিউড ৷ সোমবার একটি টুইটে অভিনন্দন বার্তা পাঠান আলিয়া ভাট ৷ আর মঙ্গলবার সকালে এই তালিকায় যুক্ত হল রণবীর সিংহের নাম ৷ রবিবার শেষ হয়েছে জি20 শীর্ষ সম্মেলন ৷ বাজেটের চেয়ে ঢের বেশি খরচ নিয়ে যখন সরব বিরোধী দলগুলি তখন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে এগিয়ে এল বলিউড ৷
বলাই যায়, ভারতের জন্য় বেশ কিছু প্রাপ্তি হয়েছে এই শীর্ষ সম্মেলনে ৷ মঙ্গলবার তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রণবীর লেখেন, "এত বড় জি20 শীর্ষ সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ৷ এই সামিটে যেভাবে গোটা বিশ্বকে আমাদের আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য় একত্রিত করা হয়েছে তা অসামান্য ৷ এক পৃথিবী, এক পরিবার আর এক ভবিষ্যত ৷"
জি20 শীর্ষ সম্মেলনের এই ট্যাগলাইনটি ব্যবহার করেছেন আলিয়াও ৷ আলিয়া লেখেন, "এক পৃথিবী, এক পরিবার আর এক ভবিষ্যত ৷ ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ৷ সাফল্যের সঙ্গে জি20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ৷ এই ধরনের একটি বিরাট অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে গর্বিত ৷ যা আর উন্নত এক ভবিষ্যতের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশকে একত্রিত করেছে ৷ এই শীর্ষ সম্মেলন বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের নেতৃত্বের প্রমাণ হয়ে থাকবে!"
-
One Earth. One Family. One Future 🫶🏼
— Alia Bhatt (@aliaa08) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A historic moment for India… Congratulations to Hon'ble PM @narendramodi ji for successfully hosting the G20 Summit. Such a proud moment to witness this monumental event that fosters unity between nations and bridges alliances for a better… https://t.co/WFcr0Ip9AV
">One Earth. One Family. One Future 🫶🏼
— Alia Bhatt (@aliaa08) September 11, 2023
A historic moment for India… Congratulations to Hon'ble PM @narendramodi ji for successfully hosting the G20 Summit. Such a proud moment to witness this monumental event that fosters unity between nations and bridges alliances for a better… https://t.co/WFcr0Ip9AVOne Earth. One Family. One Future 🫶🏼
— Alia Bhatt (@aliaa08) September 11, 2023
A historic moment for India… Congratulations to Hon'ble PM @narendramodi ji for successfully hosting the G20 Summit. Such a proud moment to witness this monumental event that fosters unity between nations and bridges alliances for a better… https://t.co/WFcr0Ip9AV
এই সম্মেলন থেকে একাধিক প্রাপ্তি হয়েছে ভারতের ৷ যার মধ্যে একটি অবশ্যই নিউ দিল্লি ডিক্লারেশন ৷ রাশিয়ার উপস্থিতিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা একটি ডিক্লারেশন পাস হয়েছে এই সামিটে ৷ বিষয়টিকে ভারতের সাফল্য রূপেই দেখছে বিশেষজ্ঞ মহল ৷ বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে বিনিয়োগের জন্য যেভাবে সম্মিলিত মঞ্চ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও ভারতের জন্য় বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ শুধু তাই নয়, ভারত-মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে নিয়ে একটি করিডর গঠনের আলোচনাও হয়েছে এই সম্মেলনে ৷
আরও পড়ুন: রাহুলের সেঞ্চুরি কামব্যাকে উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া, সোশাল মিডিয়ায় কী লিখলেন সুনীল-কন্যা ?