ETV Bharat / entertainment

Samrat Prithviraj Box Office Collection : প্রথমদিনেই প্রায় 11 কোটি টাকা ঘরে তুলে ফেলল খিলাড়ি কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ' - akshay kumars samrat prithviraj mints rs 10 dot 70 crore on day one

প্রথমদিনেই 10.70 কোটি টাকা ঘরে তুলে ফেলল খিলাড়ি কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj Box Office Collection ও) ৷ এমনটাই জানালেন নির্মাতারা ৷

Samrat Prithviraj Box Office Collection
প্রথমদিনেই প্রায় 11 কোটি টাকা ঘরে তুলে ফেলল খিলাড়ি কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ'
author img

By

Published : Jun 4, 2022, 5:45 PM IST

মুম্বই, 4 জুন : প্রথমদিনেই প্রায় 11 কোটি টাকা ঘরে তুলে ফেলল খিলাড়ি কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ 'বচ্চন পাণ্ডে' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এখন এই ছবির দিকেই তাকিয়ে আছে অক্ষয় প্রেমীরা (Samrat Prithviraj Box Office Collection At the First Day)৷ প্রথম দিনে অন্তত খুব আশাহত করেনি এই 'হিস্টোরিকাল ড্রামা'৷ প্রথম দিনেই 10.70 কোটি আয় দেখে খুশি পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীও ৷ চন্দ্রপ্রকাশ জানিয়েছেন প্রথম দিনের আয় এটাই প্রমাণ করে যে দর্শকদের আত্মত্যাগ এবং সাহসিকতার কাহিনির উপর এখনও ভরসা রয়েছে ৷

ফিল্ম ক্রিটিক তরণ আদর্শও জানিয়েছেন এই ছবি প্রথমদিনের আয়ের নিরিখে আপাতত চার নম্বরে রয়েছে ৷ ছবিটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে করমুক্ত করা হয়েছে ইতিমধ্য়েই ৷ এই ছবির হাত ধরেই ছবির জগতে পা দিয়েছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার ৷ তাঁর সঙ্গে অক্ষয়ের কেমিস্ট্রিও যে বেশ পছন্দ হচ্ছে দর্শকদের তেমনটাই ধারণা করা যেতে পারে এই আয় থেকে ৷

আরও পড়ুন : টেলিভিশনে জামাইষষ্ঠী স্পেশাল হাজির থাকছেন অনীকও

সামনে রয়েছে প্রথম উইকএন্ড ৷ এই ঐতিহাসিক থ্রিলার প্রথম সপ্তাহান্তে কেমন সফলতা পায় সেদিকেই আপাতত নজর থাকবে সকলের ৷ হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ ছবিটির পিছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

মুম্বই, 4 জুন : প্রথমদিনেই প্রায় 11 কোটি টাকা ঘরে তুলে ফেলল খিলাড়ি কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ 'বচ্চন পাণ্ডে' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এখন এই ছবির দিকেই তাকিয়ে আছে অক্ষয় প্রেমীরা (Samrat Prithviraj Box Office Collection At the First Day)৷ প্রথম দিনে অন্তত খুব আশাহত করেনি এই 'হিস্টোরিকাল ড্রামা'৷ প্রথম দিনেই 10.70 কোটি আয় দেখে খুশি পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীও ৷ চন্দ্রপ্রকাশ জানিয়েছেন প্রথম দিনের আয় এটাই প্রমাণ করে যে দর্শকদের আত্মত্যাগ এবং সাহসিকতার কাহিনির উপর এখনও ভরসা রয়েছে ৷

ফিল্ম ক্রিটিক তরণ আদর্শও জানিয়েছেন এই ছবি প্রথমদিনের আয়ের নিরিখে আপাতত চার নম্বরে রয়েছে ৷ ছবিটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে করমুক্ত করা হয়েছে ইতিমধ্য়েই ৷ এই ছবির হাত ধরেই ছবির জগতে পা দিয়েছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার ৷ তাঁর সঙ্গে অক্ষয়ের কেমিস্ট্রিও যে বেশ পছন্দ হচ্ছে দর্শকদের তেমনটাই ধারণা করা যেতে পারে এই আয় থেকে ৷

আরও পড়ুন : টেলিভিশনে জামাইষষ্ঠী স্পেশাল হাজির থাকছেন অনীকও

সামনে রয়েছে প্রথম উইকএন্ড ৷ এই ঐতিহাসিক থ্রিলার প্রথম সপ্তাহান্তে কেমন সফলতা পায় সেদিকেই আপাতত নজর থাকবে সকলের ৷ হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ ছবিটির পিছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.