ETV Bharat / entertainment

OMG 2 Budget Rumours: অক্ষয় কোনও টাকাই নেননি, আর 'ওএমজি 2' ছবির বাজেটও 150 কোটি নয়!; দাবি প্রযোজনা সংস্থার

অক্ষয়ের 'ওএমজি 2' ছবির বাজেট নিয়ে সামনে এসেছিল ভুল তথ্য ৷ ছবির বাজেট 150 কোটি নয় ৷ দাবি করলেন ভায়াকম 18 স্টুডিয়োস-এর প্রধান অজিত আন্ধারে ৷

OMG 2 Budget Rumours
ওএমজি 2 বাজেট নিয়ে মুখ খুলল প্রযোজনা সংস্থা
author img

By

Published : Aug 18, 2023, 4:22 PM IST

হায়দরাবাদ, 18 অগস্ট: বিভিন্ন প্রেক্ষাগৃহে বেশ ভালো ফল করেছে অক্ষয়ের নতুন ছবি 'ওএমজি 2' ৷ তাঁর শেষ কয়েকটি ছবি সেভাবে না চললেও এই ছবিটি সমালোচকদেরও মন কেড়েছে ৷ কিন্তু 7 দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে 84 কোটির কিছু বেশি ৷ সেখানে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল এই ছবির বাজেট নাকি 150 কোটি ৷ তাহলে কি এত প্রয়াসের পরেও ব্যর্থ এই ছবি ৷ এবার এই নিয়ে মুখ খুললেন ভায়াকম 18 স্টুডিয়োস-এর প্রধান অজিত আন্ধারে ৷ তাঁর দাবি, এই ছবির জন্য অক্ষয় কোনও পারিশ্রমিকই নেননি ৷

তাঁর মতে, ছবির বাজেট নিয়ে যেসব তথ্য সামনে এসেছে তা একেবারেই ভুল ৷ তিনি বলেন, "ওএমজি 2 ছবির বাজেট নিয়ে যেসব কথা সামনে এসেছে তা একেবারেই ভুল ৷ শুধু তাই নয়, অক্ষয় এই ছবির জন্য কোনও পারিশ্রমিকই নেননি ৷ সত্যি কথা বলতে এমন একটি সাহসী ছবি করতে যে ঝুঁকি থাকে সেখানে তিনি আমাদের সঙ্গই দিয়েছেন ৷"

অজিত এও জানান, অক্ষয় যদি তাঁর সঙ্গ না দিতেন তাহলে এই ছবিটি মুক্তির আলোই দেখত না ৷ সৃজনশীল ক্ষেত্রে তো বটেই অর্থনৈতিকভাবেও তিনি আমাদের সাহায্যের আশ্বাস দেন ৷ অজিতের দাবি এই ছবির আসল বাজেট মোটেই 150 কোটি নয় ৷ বরং ছবির মূল বাজেট মাত্র 50 কোটি টাকা ৷

আরও পড়ুন: অরিন্দমের 'সাহেব বিবি জোকার' সিরিজে অর্জুন অরুণিমা

ছবির গল্প শিব ভক্ত কান্তি শরণ মুদগলকে কেন্দ্র করে ৷ কান্তিভাইয়ের ছেলে স্কুলের বাথরুমে একটি নিষিদ্ধ কাজ করতে গিয়ে ধরা পড়ে ৷ তার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে স্কুলে ৷ যার জেরে সে রীতিমতো সমস্যার মুখে পড়ে ৷ তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় ৷ এরপরেই আদলতে মামলা করে কান্তি শরণ ৷ তার একটাই লক্ষ্য ছেলেকে নির্দোষ প্রমাণ করা ৷ বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি ৷ অক্ষয় কুমার অভিনীত এই ছবিতে আরও রয়েছে পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়াম্মি গৌতম ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত রাই ৷ গত 11 অগস্ট মুক্তি পায় এই ছবি ৷

হায়দরাবাদ, 18 অগস্ট: বিভিন্ন প্রেক্ষাগৃহে বেশ ভালো ফল করেছে অক্ষয়ের নতুন ছবি 'ওএমজি 2' ৷ তাঁর শেষ কয়েকটি ছবি সেভাবে না চললেও এই ছবিটি সমালোচকদেরও মন কেড়েছে ৷ কিন্তু 7 দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে 84 কোটির কিছু বেশি ৷ সেখানে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল এই ছবির বাজেট নাকি 150 কোটি ৷ তাহলে কি এত প্রয়াসের পরেও ব্যর্থ এই ছবি ৷ এবার এই নিয়ে মুখ খুললেন ভায়াকম 18 স্টুডিয়োস-এর প্রধান অজিত আন্ধারে ৷ তাঁর দাবি, এই ছবির জন্য অক্ষয় কোনও পারিশ্রমিকই নেননি ৷

তাঁর মতে, ছবির বাজেট নিয়ে যেসব তথ্য সামনে এসেছে তা একেবারেই ভুল ৷ তিনি বলেন, "ওএমজি 2 ছবির বাজেট নিয়ে যেসব কথা সামনে এসেছে তা একেবারেই ভুল ৷ শুধু তাই নয়, অক্ষয় এই ছবির জন্য কোনও পারিশ্রমিকই নেননি ৷ সত্যি কথা বলতে এমন একটি সাহসী ছবি করতে যে ঝুঁকি থাকে সেখানে তিনি আমাদের সঙ্গই দিয়েছেন ৷"

অজিত এও জানান, অক্ষয় যদি তাঁর সঙ্গ না দিতেন তাহলে এই ছবিটি মুক্তির আলোই দেখত না ৷ সৃজনশীল ক্ষেত্রে তো বটেই অর্থনৈতিকভাবেও তিনি আমাদের সাহায্যের আশ্বাস দেন ৷ অজিতের দাবি এই ছবির আসল বাজেট মোটেই 150 কোটি নয় ৷ বরং ছবির মূল বাজেট মাত্র 50 কোটি টাকা ৷

আরও পড়ুন: অরিন্দমের 'সাহেব বিবি জোকার' সিরিজে অর্জুন অরুণিমা

ছবির গল্প শিব ভক্ত কান্তি শরণ মুদগলকে কেন্দ্র করে ৷ কান্তিভাইয়ের ছেলে স্কুলের বাথরুমে একটি নিষিদ্ধ কাজ করতে গিয়ে ধরা পড়ে ৷ তার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে স্কুলে ৷ যার জেরে সে রীতিমতো সমস্যার মুখে পড়ে ৷ তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় ৷ এরপরেই আদলতে মামলা করে কান্তি শরণ ৷ তার একটাই লক্ষ্য ছেলেকে নির্দোষ প্রমাণ করা ৷ বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি ৷ অক্ষয় কুমার অভিনীত এই ছবিতে আরও রয়েছে পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়াম্মি গৌতম ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত রাই ৷ গত 11 অগস্ট মুক্তি পায় এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.