ETV Bharat / entertainment

Ram Setu First Glimpse: মুক্তি পেল অক্ষয়ের নতুন ছবি 'রাম-সেতু'-র টিজার - Ram Setu First Glimpse

সোমবার মুক্তি পেল অক্ষয়ের নতুন ছবি 'রাম-সেতু'-র টিজার (Akshay Kumar shares Ram Setu first glimpse )৷

Ram Setu First Glimpse
মুক্তি পেল অক্ষয়ের নতুন ছবি 'রাম-সেতু'-র টিজার
author img

By

Published : Sep 26, 2022, 12:47 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর : সেভাবে সফলতা পায়নি তাঁর শেষ ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ সম্রাট পৃথ্বীরাজ-এর হালও তথৈবচ ৷ বক্স সেভাবে সাফল্য পায়নি 'রক্ষাবন্ধন'-ও ৷ তবে সেসব এখন অতীত ৷ সিনেমার ভাষায় যাকে বলে, 'রাত গ্যায়ি বাত গ্যায়ি'৷ কারণ ফের নতুন ছবির খবর নিয়ে দর্শকের দরবারে হাজির অক্ষয় কুমার ৷ দিওয়ালিতেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'রাম-সেতু' (Akshay Kumar Upcoming Film Ram Setu)৷ সোমবার মুক্তি পেল অক্ষয়ের এই নতুন ছবির টিজার (Akshay Kumar shares Ram Setu first glimpse )৷

এই ছবিতে দেখা যাবে একজন প্রত্নতাত্ত্বিকের গল্প ৷ যিনি ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় মিথ রাম-সেতু নিয়ে গবেষণা করতে বদ্ধপরিকর ৷ এদিন নিজেই ছবির টিজার শেয়ার করেছেন অক্ষয়(Ram Setu first look ) ৷ ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে তিনি লেখেন, "রাম সেতুর প্রথম ঝলক…শুধু আপনাদের জন্য। অনেক ভালোবাসা দিয়ে বানানো, আশা করি ভালো লাগবে। বলবেন কিন্তু (Ram Setu first glimpse)৷"

ছবির টিজারে গল্পের খুব বেশি আভাস মেলেনি ঠিকই তবে এটুকু ভালোই বোঝা গিয়েছে যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সফর ৷ ভিডিয়োতে প্রথমেই অক্ষয়কে বলতে শোনা যায়, "রামসেতু বাঁচানোর জন্য় আমাদের হাতে আর মাত্র তিনদিন সময় আছে ৷" অর্থাৎ শুরুতেই মেলে থ্রিলার আর চক্রান্তের আভাস ৷ কাউন্ট ডাউনের ফাঁকে গোলা বারুদেরও ব্যবহার হয়েছে যথেষ্ট ৷ আদর্শ অ্যাকশন ছবির প্রায় সমস্ত মশলাই থাকছে ছবিতে ৷

আরও পড়ুন: নয়ের দশকের কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে 'ক্যালকাটা 99'

ছবিতে অক্ষয় ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ সত্য দেব এবং নুসরাত ভারুচ্চাকে ৷ 'রাম-সেতু' পরিচালনার দায়িত্ব রয়েছে অভিষেক শর্মার কাঁধে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অরুণা ভাটিয়া এবং বিক্রম মালহোত্রা ৷ ছবিটি প্রথম মুক্তি পেতে চলেছে বড় পর্দায় ৷ 25 অক্টোবর বড় পর্দায় আসবে এই ছবি ৷ তারপর ছবিটি আসতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতেও ৷

মুম্বই, 26 সেপ্টেম্বর : সেভাবে সফলতা পায়নি তাঁর শেষ ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ সম্রাট পৃথ্বীরাজ-এর হালও তথৈবচ ৷ বক্স সেভাবে সাফল্য পায়নি 'রক্ষাবন্ধন'-ও ৷ তবে সেসব এখন অতীত ৷ সিনেমার ভাষায় যাকে বলে, 'রাত গ্যায়ি বাত গ্যায়ি'৷ কারণ ফের নতুন ছবির খবর নিয়ে দর্শকের দরবারে হাজির অক্ষয় কুমার ৷ দিওয়ালিতেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'রাম-সেতু' (Akshay Kumar Upcoming Film Ram Setu)৷ সোমবার মুক্তি পেল অক্ষয়ের এই নতুন ছবির টিজার (Akshay Kumar shares Ram Setu first glimpse )৷

এই ছবিতে দেখা যাবে একজন প্রত্নতাত্ত্বিকের গল্প ৷ যিনি ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় মিথ রাম-সেতু নিয়ে গবেষণা করতে বদ্ধপরিকর ৷ এদিন নিজেই ছবির টিজার শেয়ার করেছেন অক্ষয়(Ram Setu first look ) ৷ ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে তিনি লেখেন, "রাম সেতুর প্রথম ঝলক…শুধু আপনাদের জন্য। অনেক ভালোবাসা দিয়ে বানানো, আশা করি ভালো লাগবে। বলবেন কিন্তু (Ram Setu first glimpse)৷"

ছবির টিজারে গল্পের খুব বেশি আভাস মেলেনি ঠিকই তবে এটুকু ভালোই বোঝা গিয়েছে যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সফর ৷ ভিডিয়োতে প্রথমেই অক্ষয়কে বলতে শোনা যায়, "রামসেতু বাঁচানোর জন্য় আমাদের হাতে আর মাত্র তিনদিন সময় আছে ৷" অর্থাৎ শুরুতেই মেলে থ্রিলার আর চক্রান্তের আভাস ৷ কাউন্ট ডাউনের ফাঁকে গোলা বারুদেরও ব্যবহার হয়েছে যথেষ্ট ৷ আদর্শ অ্যাকশন ছবির প্রায় সমস্ত মশলাই থাকছে ছবিতে ৷

আরও পড়ুন: নয়ের দশকের কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে 'ক্যালকাটা 99'

ছবিতে অক্ষয় ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ সত্য দেব এবং নুসরাত ভারুচ্চাকে ৷ 'রাম-সেতু' পরিচালনার দায়িত্ব রয়েছে অভিষেক শর্মার কাঁধে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অরুণা ভাটিয়া এবং বিক্রম মালহোত্রা ৷ ছবিটি প্রথম মুক্তি পেতে চলেছে বড় পর্দায় ৷ 25 অক্টোবর বড় পর্দায় আসবে এই ছবি ৷ তারপর ছবিটি আসতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.