ETV Bharat / entertainment

Akshay Radhika New Film: নারকেল ভেঙে নতুন ছবির কাজ শুরু করলেন অক্ষয়-রাধিকা - Soorarai Pottru Hindi Remake Shoot Begins

শুরু হল তামিল ছবি 'সোরারাই পোত্রু'-র হিন্দি রিমেকের শ্য়ুটিং পর্ব ৷ এই ছবিতে পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাধিকা মাদন এবং অক্ষয় কুমার (Soorarai Pottru Hindi Remake Shoot Begins) ৷

Soorarai Pottru Hindi Remake Shoot Begins
নারকেল ভেঙে নতুন ছবির কাজ শুরু করলেন অক্ষয়-রাধিকা
author img

By

Published : Apr 25, 2022, 1:30 PM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল : দক্ষিণী ছবির প্রতি বলিউডের টান যে ঠিক কতখানি বেড়েছে, তার সাম্প্রতিকতম উদাহরণ ছিল 'জার্সি' ৷ শাহিদ কাপুরের এই ছবি ছিল একই নামের একটি দক্ষিণী ছবির রিমেক ৷ এবার ফের একটি তামিল ছবির রিমেকের শ্যুটিং পর্ব শুরু হল বলিউডে ৷ দক্ষিণী সুপারস্টার সূর্য অভিনীত এই তামিল ছবির নাম ছিল 'সোরারাই পোত্রু' ৷ ছবির হিন্দি রিমেকটির পরিচালনাও অবশ্য করতে চলেছেন মূল তামিল ছবির পরিচালক সুধা কোঙ্গারাই ৷

এই ছবিতে পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাধিকা মাদন এবং অক্ষয় কুমার ৷ সোমবার শুরু হল ছবির শ্যুটিং (Soorarai Pottru Hindi Remake Shoot Begins) ৷ নিজেই শ্যুটিং শুরুর মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউডের খিলাড়ি কুমার ৷ তিনি লেখেন, "শুভ মুহূর্তে নারকেল ভেঙে এবং আমাদের হৃদয়ের একটি ছোট্ট প্রার্থনা সঙ্গে নিয়ে আমরা আমাদের এখনও পর্যন্ত শিরোনামহীন এই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু করছি ৷ যা স্বপ্ন এবং স্বপ্নের শক্তির সঙ্গে সম্পর্কিত ৷ যদি আপনার শিরোনাম সম্পর্কে কোনও পরামর্শ থাকে, তাহলে তা শেয়ার করুন এবং অবশ্যই আপনার শুভকামনা ।"

আরও পড়ুন : আজ শুরু ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বিক্রম মালহোত্রার অ্যাবুন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট এবং সূর্য, জ্যোতিকা সাদানাহ এবং রাজসেকর পান্ডিয়ানের নেতৃত্বে টুডি এন্টারটেইনমেন্ট ৷ 2020 সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল তামিল ছবি সোরারাই পোত্রু (সাহসীর প্রশংসা করুন) ৷ এটি নেদুমারন রাজাঙ্গম নামক ব্যক্তির গল্প ৷ যিনি সাধারণ মানুষের বিমানে ওড়ার স্বপ্নকে সত্যি শুরু করেন ৷ ছবিটি এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জি আর গোপীনাথের জীবনী থেকে খানিকটা অনুপ্রাণিত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হায়দরাবাদ, 25 এপ্রিল : দক্ষিণী ছবির প্রতি বলিউডের টান যে ঠিক কতখানি বেড়েছে, তার সাম্প্রতিকতম উদাহরণ ছিল 'জার্সি' ৷ শাহিদ কাপুরের এই ছবি ছিল একই নামের একটি দক্ষিণী ছবির রিমেক ৷ এবার ফের একটি তামিল ছবির রিমেকের শ্যুটিং পর্ব শুরু হল বলিউডে ৷ দক্ষিণী সুপারস্টার সূর্য অভিনীত এই তামিল ছবির নাম ছিল 'সোরারাই পোত্রু' ৷ ছবির হিন্দি রিমেকটির পরিচালনাও অবশ্য করতে চলেছেন মূল তামিল ছবির পরিচালক সুধা কোঙ্গারাই ৷

এই ছবিতে পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাধিকা মাদন এবং অক্ষয় কুমার ৷ সোমবার শুরু হল ছবির শ্যুটিং (Soorarai Pottru Hindi Remake Shoot Begins) ৷ নিজেই শ্যুটিং শুরুর মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউডের খিলাড়ি কুমার ৷ তিনি লেখেন, "শুভ মুহূর্তে নারকেল ভেঙে এবং আমাদের হৃদয়ের একটি ছোট্ট প্রার্থনা সঙ্গে নিয়ে আমরা আমাদের এখনও পর্যন্ত শিরোনামহীন এই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু করছি ৷ যা স্বপ্ন এবং স্বপ্নের শক্তির সঙ্গে সম্পর্কিত ৷ যদি আপনার শিরোনাম সম্পর্কে কোনও পরামর্শ থাকে, তাহলে তা শেয়ার করুন এবং অবশ্যই আপনার শুভকামনা ।"

আরও পড়ুন : আজ শুরু ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বিক্রম মালহোত্রার অ্যাবুন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট এবং সূর্য, জ্যোতিকা সাদানাহ এবং রাজসেকর পান্ডিয়ানের নেতৃত্বে টুডি এন্টারটেইনমেন্ট ৷ 2020 সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল তামিল ছবি সোরারাই পোত্রু (সাহসীর প্রশংসা করুন) ৷ এটি নেদুমারন রাজাঙ্গম নামক ব্যক্তির গল্প ৷ যিনি সাধারণ মানুষের বিমানে ওড়ার স্বপ্নকে সত্যি শুরু করেন ৷ ছবিটি এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জি আর গোপীনাথের জীবনী থেকে খানিকটা অনুপ্রাণিত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.