ETV Bharat / entertainment

Akshay Manushi Ganga Puja : ছবির সাফল্য কামনায় গঙ্গা মায়ের কাছে প্রার্থনা পৃথ্বীরাজ-সংযুক্তার - Akshay Manushi in Kashi

'সম্রাট পৃথ্বীরাজ' ছবির সাফল্য কামনায় এবার কাশীর ঘাটে খিলাড়ি কুমার ৷ শুধু অক্ষয় একা নয় পর্দার পৃথ্বীরাজের সঙ্গে ছিলেন রাজকন্যা সংযুক্তা মানুষীও (Akshay Manushi in Kashi )৷

akshay kumar kashi pictures
ছবির সাফল্য কামনায় গঙ্গা মায়ের কাছে প্রার্থনা পৃথ্বীরাজ-সংযুক্তার
author img

By

Published : May 31, 2022, 10:31 AM IST

মুম্বই, 31 মে: এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে বলিউডের খিলাড়ি কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ বিশেষত 'বচ্চন পাণ্ডে' ছবিটি সেভাবে ব্যবসায়িক সফলতা না পাওয়ায় এই ছবির দিকেই এখন তাকিয়ে আছেন অক্ষয় ৷ ছবি মুক্তির আগে এবার কাশীর ঘাটে পুজো দিতেও দেখা গেল তাঁকে ৷ শুধু অক্ষয় একা নয় পর্দার পৃথ্বীরাজের সঙ্গে ছিলেন রাজকন্যা সংযুক্তাও ৷ এই ছবির হাত ধরেই পর্দায় অভিষেক করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী এদিন তিনিও প্রার্থনা করলেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে (Akshay Manushi in Kashi )৷

akshay kumar kashi pictures
ছবি মুক্তির আগে এবার কাশীর ঘাটে পুজো দিতেও দেখা গেল অক্ষয়কে
akshay kumar kashi pictures
একইসঙ্গে কাশী থেকে বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মানুষীও

সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন অক্ষয় ৷ সেখানে আরতির পর তাঁকে গঙ্গায় ডুব দিতেও দেখা যায় ৷ এই ঐতিহাসিক পিরিয়ড ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ৷ এই প্রথমবার এধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷ ছবির ট্রেলারও ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ৷ ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লেখেন, "হর হর মহাদেব ৷"

একইসঙ্গে কাশী থেকে বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মানুষীও ৷ এই তাঁকে দেখা ট্র্যাডিশনাল পিচ রঙের পোশাকে ৷ এর আগে, 'ভুল ভুলাইয়া-2' মুক্তির আগে কাশীর ঘাটে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকেও । এই ছবি বক্স অফিসে 100 কোটি ছুঁয়েছে । এটি কার্তিক আরিয়ানের প্রথম ছবি, যা 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে । এবার কাশীর বিশ্বনাথের আশির্বাদে অক্ষয়ের ভাগ্য় ফেরে কি না সেটাই দেখার ৷

akshay kumar kashi pictures
শুধু অক্ষয় একা নয় পর্দার পৃথ্বীরাজের সঙ্গে ছিলেন রাজকন্যা সংযুক্তাও

আরও পড়ুন:করণি সেনার রোষ, নাম পরিবর্তন হচ্ছে অক্ষয়ের 'পৃথ্বীরাজ'-এ

আগামী 3 জুন পর্দায় আসতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

মুম্বই, 31 মে: এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে বলিউডের খিলাড়ি কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ বিশেষত 'বচ্চন পাণ্ডে' ছবিটি সেভাবে ব্যবসায়িক সফলতা না পাওয়ায় এই ছবির দিকেই এখন তাকিয়ে আছেন অক্ষয় ৷ ছবি মুক্তির আগে এবার কাশীর ঘাটে পুজো দিতেও দেখা গেল তাঁকে ৷ শুধু অক্ষয় একা নয় পর্দার পৃথ্বীরাজের সঙ্গে ছিলেন রাজকন্যা সংযুক্তাও ৷ এই ছবির হাত ধরেই পর্দায় অভিষেক করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী এদিন তিনিও প্রার্থনা করলেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে (Akshay Manushi in Kashi )৷

akshay kumar kashi pictures
ছবি মুক্তির আগে এবার কাশীর ঘাটে পুজো দিতেও দেখা গেল অক্ষয়কে
akshay kumar kashi pictures
একইসঙ্গে কাশী থেকে বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মানুষীও

সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন অক্ষয় ৷ সেখানে আরতির পর তাঁকে গঙ্গায় ডুব দিতেও দেখা যায় ৷ এই ঐতিহাসিক পিরিয়ড ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ৷ এই প্রথমবার এধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷ ছবির ট্রেলারও ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ৷ ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লেখেন, "হর হর মহাদেব ৷"

একইসঙ্গে কাশী থেকে বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মানুষীও ৷ এই তাঁকে দেখা ট্র্যাডিশনাল পিচ রঙের পোশাকে ৷ এর আগে, 'ভুল ভুলাইয়া-2' মুক্তির আগে কাশীর ঘাটে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকেও । এই ছবি বক্স অফিসে 100 কোটি ছুঁয়েছে । এটি কার্তিক আরিয়ানের প্রথম ছবি, যা 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে । এবার কাশীর বিশ্বনাথের আশির্বাদে অক্ষয়ের ভাগ্য় ফেরে কি না সেটাই দেখার ৷

akshay kumar kashi pictures
শুধু অক্ষয় একা নয় পর্দার পৃথ্বীরাজের সঙ্গে ছিলেন রাজকন্যা সংযুক্তাও

আরও পড়ুন:করণি সেনার রোষ, নাম পরিবর্তন হচ্ছে অক্ষয়ের 'পৃথ্বীরাজ'-এ

আগামী 3 জুন পর্দায় আসতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.