মুম্বই, 31 মে: এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে বলিউডের খিলাড়ি কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ বিশেষত 'বচ্চন পাণ্ডে' ছবিটি সেভাবে ব্যবসায়িক সফলতা না পাওয়ায় এই ছবির দিকেই এখন তাকিয়ে আছেন অক্ষয় ৷ ছবি মুক্তির আগে এবার কাশীর ঘাটে পুজো দিতেও দেখা গেল তাঁকে ৷ শুধু অক্ষয় একা নয় পর্দার পৃথ্বীরাজের সঙ্গে ছিলেন রাজকন্যা সংযুক্তাও ৷ এই ছবির হাত ধরেই পর্দায় অভিষেক করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী এদিন তিনিও প্রার্থনা করলেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে (Akshay Manushi in Kashi )৷
সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন অক্ষয় ৷ সেখানে আরতির পর তাঁকে গঙ্গায় ডুব দিতেও দেখা যায় ৷ এই ঐতিহাসিক পিরিয়ড ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ৷ এই প্রথমবার এধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷ ছবির ট্রেলারও ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ৷ ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লেখেন, "হর হর মহাদেব ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একইসঙ্গে কাশী থেকে বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মানুষীও ৷ এই তাঁকে দেখা ট্র্যাডিশনাল পিচ রঙের পোশাকে ৷ এর আগে, 'ভুল ভুলাইয়া-2' মুক্তির আগে কাশীর ঘাটে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকেও । এই ছবি বক্স অফিসে 100 কোটি ছুঁয়েছে । এটি কার্তিক আরিয়ানের প্রথম ছবি, যা 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে । এবার কাশীর বিশ্বনাথের আশির্বাদে অক্ষয়ের ভাগ্য় ফেরে কি না সেটাই দেখার ৷
আরও পড়ুন:করণি সেনার রোষ, নাম পরিবর্তন হচ্ছে অক্ষয়ের 'পৃথ্বীরাজ'-এর
আগামী 3 জুন পর্দায় আসতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷