ETV Bharat / entertainment

Har Har Mahadev Song: নটরাজ নৃত্যে মাতলেন অক্ষয়, মুক্তি পেল 'ওএমজি 2'র গান 'হর হর মহাদেব' - ওএমজি 2 ছবির গান হর হর মহাদেব

মুক্তি পেল অক্ষয়ের 'ওএমজি 2' ছবির নতুন গান 'হর হর মহাদেব' ৷ গানটি গেয়েছেন বিক্রম মন্ত্রোসে ৷

Har Har Mahadev Song
ওএমজি 2 ছবির গান হর হর মহাদেব
author img

By

Published : Jul 27, 2023, 1:47 PM IST

হায়দরাবাদ, 27 জুলাই: 11 অগস্ট একইসঙ্গে মুক্তি সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' এবং অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠীর ছবি 'ওএমজি 2' ৷ দু'টি ছবিই আদতে বলিউডের অতি পরিচিত দু'টি ছবির সিক্যুয়াল ৷ বুধবার 'গদর 2' ছবির ট্রেলার সামনে এনেছিলেন সানি দেওল ৷ কাহিনি গড়ে উঠেছে তারা-সাকিনার ছেলে চরণজিতের পাকিস্তান আর্মির হাতে আটকে পড়াকে কেন্দ্র করে ৷ তাকে বাঁচাতেই ফের পাকিস্তানে আগমন হয় তারা সিংয়ের ৷ এরপর কীভাবে এগোয় কাহিনি সেটাই এখন দেখার ৷ ইতিমধ্যেই ট্রেলারটি দেখে ফেলেছেন 26 মিলিয়নেরও বেশি মানুষ ৷ আর এবার 'গদর 2' ছবির ট্রেলারের সঙ্গে পাল্লা দিতে অক্ষয় সামনে আনলেন তাঁর নতুন ছবির গান 'হর হর মহাদেব' ৷

এর আগে আমিরের ছবি 'লাল সিং চাড্ডা'র সঙ্গে বক্স অফিস ব্যাটেলে নেমেছিল অক্ষয়ের 'রক্ষা বন্ধন' ৷ দু'টি ছবিই দর্শকের মন জয় করতে ব্যর্থ হয় ৷ এবার কিন্তু 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির যে যে ঝলক সামনে এসেছে তা বেশ আশা জাগিয়েছে অনুরাগীদের মনে ৷ বৃহস্পতিবার মুক্তি পাওয়া 'হর হর মহাদেব' গানটিতে রয়েছে ব়্যাপের মেজাজ ৷ আর গানের তালে তালে জমিয়ে নেচেছেন মহাদেব রূপী অক্ষয় ৷ তাঁর নাচের ভঙ্গি বেশ পছন্দ হয়েছে অনেকেরই ৷

শেখর অস্তিত্ব জানান, এই গানটি গেয়েছেন বিক্রম মন্ত্রোসে ৷ গানের সুরও দিয়েছেন তিনিই ৷ এর আগে সামনে এসেছিল ছবির প্রথম গান 'উঁচি উঁচি ওয়াদি' ৷ আর এবার দ্বিতীয় গানেও বেশ মন কাড়লেন অক্ষয় ৷ 'ওএমজি 2' ছবিতে উঠে আসবে কান্তি শরণ মুদগলের কাহিনি ৷ সে একজন শিবভক্ত ৷ কিন্তু তার জীবনে হঠাৎই নেমে আসে সংকট ৷ এরপর কোনদিকে এগোবে এই কাহিনি সেটাই দেখার ছবিতে ৷
আরও পড়ুন: 'একেই বলে শুটিং'! জিতু শ্রাবন্তীর সঙ্গে ইংল্যান্ডে ক্যামেরাবন্দি কমলেশ্বর
ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অক্ষয় কুমার এবং ইয়ামি গৌতম ৷ 'ওএমজি 2' ছবির কাহিনি রচনা এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত রাই ৷ ছবিটি প্রযোজনা করছে ভায়াকম18 স্টুডিয়োস ৷ সঙ্গে রয়েছে কেপ অফ গুড ফিল্মস ৷ অন্য়দিকে 'গদর 2' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিল শর্মা ৷

হায়দরাবাদ, 27 জুলাই: 11 অগস্ট একইসঙ্গে মুক্তি সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' এবং অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠীর ছবি 'ওএমজি 2' ৷ দু'টি ছবিই আদতে বলিউডের অতি পরিচিত দু'টি ছবির সিক্যুয়াল ৷ বুধবার 'গদর 2' ছবির ট্রেলার সামনে এনেছিলেন সানি দেওল ৷ কাহিনি গড়ে উঠেছে তারা-সাকিনার ছেলে চরণজিতের পাকিস্তান আর্মির হাতে আটকে পড়াকে কেন্দ্র করে ৷ তাকে বাঁচাতেই ফের পাকিস্তানে আগমন হয় তারা সিংয়ের ৷ এরপর কীভাবে এগোয় কাহিনি সেটাই এখন দেখার ৷ ইতিমধ্যেই ট্রেলারটি দেখে ফেলেছেন 26 মিলিয়নেরও বেশি মানুষ ৷ আর এবার 'গদর 2' ছবির ট্রেলারের সঙ্গে পাল্লা দিতে অক্ষয় সামনে আনলেন তাঁর নতুন ছবির গান 'হর হর মহাদেব' ৷

এর আগে আমিরের ছবি 'লাল সিং চাড্ডা'র সঙ্গে বক্স অফিস ব্যাটেলে নেমেছিল অক্ষয়ের 'রক্ষা বন্ধন' ৷ দু'টি ছবিই দর্শকের মন জয় করতে ব্যর্থ হয় ৷ এবার কিন্তু 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির যে যে ঝলক সামনে এসেছে তা বেশ আশা জাগিয়েছে অনুরাগীদের মনে ৷ বৃহস্পতিবার মুক্তি পাওয়া 'হর হর মহাদেব' গানটিতে রয়েছে ব়্যাপের মেজাজ ৷ আর গানের তালে তালে জমিয়ে নেচেছেন মহাদেব রূপী অক্ষয় ৷ তাঁর নাচের ভঙ্গি বেশ পছন্দ হয়েছে অনেকেরই ৷

শেখর অস্তিত্ব জানান, এই গানটি গেয়েছেন বিক্রম মন্ত্রোসে ৷ গানের সুরও দিয়েছেন তিনিই ৷ এর আগে সামনে এসেছিল ছবির প্রথম গান 'উঁচি উঁচি ওয়াদি' ৷ আর এবার দ্বিতীয় গানেও বেশ মন কাড়লেন অক্ষয় ৷ 'ওএমজি 2' ছবিতে উঠে আসবে কান্তি শরণ মুদগলের কাহিনি ৷ সে একজন শিবভক্ত ৷ কিন্তু তার জীবনে হঠাৎই নেমে আসে সংকট ৷ এরপর কোনদিকে এগোবে এই কাহিনি সেটাই দেখার ছবিতে ৷
আরও পড়ুন: 'একেই বলে শুটিং'! জিতু শ্রাবন্তীর সঙ্গে ইংল্যান্ডে ক্যামেরাবন্দি কমলেশ্বর
ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অক্ষয় কুমার এবং ইয়ামি গৌতম ৷ 'ওএমজি 2' ছবির কাহিনি রচনা এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত রাই ৷ ছবিটি প্রযোজনা করছে ভায়াকম18 স্টুডিয়োস ৷ সঙ্গে রয়েছে কেপ অফ গুড ফিল্মস ৷ অন্য়দিকে 'গদর 2' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিল শর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.