লন্ডন, 17 জানুয়ারি: টুইঙ্কলকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন স্বামী অক্ষয় ৷ বউয়ের সুখবরে আদরে গদগদ বলিউড খিলাড়ি ৷ টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের 22 বছরের দাম্পত্য জীবন ৷ 2 সন্তান রয়েছে তাঁদের ৷ এরই মাঝে দাম্পত্য জীবনে এল গুডনিউজ ৷ বয়সের তোয়াক্কা না-করে টুইঙ্কলের এই 'প্রাপ্তি'র জন্য বউকে তকমা দিলেন সুপারওম্যান ৷ তাঁর যে এই খুশির খবর আসছে তা গত বছর সেপ্টেম্বরে জানিয়েছিলেন 48 বছর বয়সি অক্ষয়-ঘরণী ৷ অবশেষে নিজের পরিশ্রমের ফল হাতে ফেলেন রাজেশ- কন্যা ৷ বউকে সুুপারওম্যানয়ের তকমা দিয়ে এই সুখবরের কথা এক্সে জানিয়েছেন বলি সুপারস্টার অক্ষয় কুমার ৷
-
Two years ago when you told me you wanted to take up studies all over again, I wondered if you meant it. But the day I saw you work so hard and perfectly manage a full-fledged student life along with home, career, me and kids, I knew I had married a super woman. Today on your… pic.twitter.com/smHAHNlTWd
— Akshay Kumar (@akshaykumar) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Two years ago when you told me you wanted to take up studies all over again, I wondered if you meant it. But the day I saw you work so hard and perfectly manage a full-fledged student life along with home, career, me and kids, I knew I had married a super woman. Today on your… pic.twitter.com/smHAHNlTWd
— Akshay Kumar (@akshaykumar) January 16, 2024Two years ago when you told me you wanted to take up studies all over again, I wondered if you meant it. But the day I saw you work so hard and perfectly manage a full-fledged student life along with home, career, me and kids, I knew I had married a super woman. Today on your… pic.twitter.com/smHAHNlTWd
— Akshay Kumar (@akshaykumar) January 16, 2024
এদিন বউকে বাহুডোরে করে মাথায় নয়া মুকুট নিয়ে এক ছবি পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, "দু'বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছ! কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম কর, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, কেরিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছ- বুঝলাম আমি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বার করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন এবং আমার সমস্ত ভালোবাসা।" শেষে কালো হার্টের ইমোজিও দিয়েছেন 'খিলাড়ি 786' ৷
-
In an homage to Master Raju, I can finally call myself Master Twinkle :) @GoldsmithsUoL pic.twitter.com/1J0IrQ2cbA
— Twinkle Khanna (@mrsfunnybones) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In an homage to Master Raju, I can finally call myself Master Twinkle :) @GoldsmithsUoL pic.twitter.com/1J0IrQ2cbA
— Twinkle Khanna (@mrsfunnybones) January 16, 2024In an homage to Master Raju, I can finally call myself Master Twinkle :) @GoldsmithsUoL pic.twitter.com/1J0IrQ2cbA
— Twinkle Khanna (@mrsfunnybones) January 16, 2024
-
And it’s here. Graduation day. My first day at Goldsmiths feels like it was both yesterday and years ago. A sunny day, a pretty sari, and having my family with me make this day even more perfect than I ever imagined.
— Twinkle Khanna (@mrsfunnybones) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
There comes a stage when the easiest way to grow is… pic.twitter.com/vSfdr9YPoR
">And it’s here. Graduation day. My first day at Goldsmiths feels like it was both yesterday and years ago. A sunny day, a pretty sari, and having my family with me make this day even more perfect than I ever imagined.
— Twinkle Khanna (@mrsfunnybones) January 16, 2024
There comes a stage when the easiest way to grow is… pic.twitter.com/vSfdr9YPoRAnd it’s here. Graduation day. My first day at Goldsmiths feels like it was both yesterday and years ago. A sunny day, a pretty sari, and having my family with me make this day even more perfect than I ever imagined.
— Twinkle Khanna (@mrsfunnybones) January 16, 2024
There comes a stage when the easiest way to grow is… pic.twitter.com/vSfdr9YPoR
জীবনের নতুন মাইলস্টোন অর্জন করে উচ্ছ্বসিত টুইঙ্কলও। সমাবর্তনের দিন মঞ্চে উঠে শংসাপত্র হাতে নেওয়ার ভিডিয়োয় পোস্ট করেন টুইঙ্কল। ভিডিয়োর সঙ্গে যোগ করেন একটি ছোট্ট মেসেজ। তাতে লেখা- "অবশেষে আমার গ্র্যাজুয়েশন ডে। গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনও ভাবি না জানি কোন জন্মের ঘটনা! রৌদ্রজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার… এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।"
আরও পড়ুন: