হায়দরাবাদ, 14 জুলাই: 2019 সালে চাঁদের মাটি স্পর্শ করতে ব্যর্থ হয়েছিল 'চন্দ্রযান 2' ৷ 4 বছর পর এবার ইসরোর নতুন বাজি 'চন্দ্রযান 3' ৷ চাঁদের মাটি স্পর্শ করার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ করছে ভারত ৷ শুক্রবার সারা দেশ তাই শুভেচ্ছা জানাচ্ছে ইসরোর বিজ্ঞানীদের ৷ তাঁদের অক্লান্ত পরিশ্রমেই তৈরি হয়েছে ভারতের এই নতুন মহাকাশ যান 'চন্দ্রযান 3' ৷ এবার ইসরোকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এল বলিউডও ৷
-
Excitement levels reaching the MOON! 🌕 Sending my virtual cheers to #Chandrayaan3 for its upcoming mission! 🎉 Can't wait to witness India's tech prowess soar to new heights! 🇮🇳 May the journey be smooth, discoveries be mind-blowing, and success be astronomical! 🙌 #ProudIndian… pic.twitter.com/2XGFwllv2h
— Suniel Shetty (@SunielVShetty) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Excitement levels reaching the MOON! 🌕 Sending my virtual cheers to #Chandrayaan3 for its upcoming mission! 🎉 Can't wait to witness India's tech prowess soar to new heights! 🇮🇳 May the journey be smooth, discoveries be mind-blowing, and success be astronomical! 🙌 #ProudIndian… pic.twitter.com/2XGFwllv2h
— Suniel Shetty (@SunielVShetty) July 13, 2023Excitement levels reaching the MOON! 🌕 Sending my virtual cheers to #Chandrayaan3 for its upcoming mission! 🎉 Can't wait to witness India's tech prowess soar to new heights! 🇮🇳 May the journey be smooth, discoveries be mind-blowing, and success be astronomical! 🙌 #ProudIndian… pic.twitter.com/2XGFwllv2h
— Suniel Shetty (@SunielVShetty) July 13, 2023
একসময় মিশন মঙ্গল ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ৷ তাই রিল লাইফে হলেও তাঁকে বিজ্ঞানীদের কঠিন জীবনকে কাছ থেকে অনুভব করতে হয়েছে ৷ এদিন তিনি লেখেন, "এবার ওড়ার সময় এসেছে ৷ চন্দ্রযান 3-এর সঙ্গে জড়িত ইসরো প্রত্যেক বিজ্ঞানীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ কোটি কোটি মানুষ আজ আপনাদের জন্য প্রার্থনা করছে ৷"
-
And the time has come to rise! Great luck to all our scientists at @isro for #Chandrayaan3. A billion hearts are praying for you. 🙏 https://t.co/Lbcp1ayRwQ
— Akshay Kumar (@akshaykumar) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And the time has come to rise! Great luck to all our scientists at @isro for #Chandrayaan3. A billion hearts are praying for you. 🙏 https://t.co/Lbcp1ayRwQ
— Akshay Kumar (@akshaykumar) July 14, 2023And the time has come to rise! Great luck to all our scientists at @isro for #Chandrayaan3. A billion hearts are praying for you. 🙏 https://t.co/Lbcp1ayRwQ
— Akshay Kumar (@akshaykumar) July 14, 2023
অভিনেতা অনুপম খেরও ইসরোকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ টুইটারে তিনি এদিন লেখেন, "তৃতীয় চন্দ্র অভিযানের জন্য ভারত একেবারে তৈরি ৷ চন্দ্রযান উৎক্ষেপণের জন্য আমি ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই ৷ ঝান্ডা উঁচা রহে হামারা (সর্বদা বজায় থাকুক জাতীয় পতাকার সম্মান) ৷ জয় হিন্দ ৷"
-
India all set for its 3rd mission on the moon. Wishing our scientists at #ISRO all the very best for the launch of #Chandrayaan3 . झंडा ऊँचा रहे हमारा. जय हिन्द! 🇮🇳 @isro #Chandrayaan3 #IndiaontheMoon #ProudIndian #WorldwatchingIndia #SurgingIndia pic.twitter.com/AHSi8wZj2T
— Anupam Kher (@AnupamPKher) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India all set for its 3rd mission on the moon. Wishing our scientists at #ISRO all the very best for the launch of #Chandrayaan3 . झंडा ऊँचा रहे हमारा. जय हिन्द! 🇮🇳 @isro #Chandrayaan3 #IndiaontheMoon #ProudIndian #WorldwatchingIndia #SurgingIndia pic.twitter.com/AHSi8wZj2T
— Anupam Kher (@AnupamPKher) July 14, 2023India all set for its 3rd mission on the moon. Wishing our scientists at #ISRO all the very best for the launch of #Chandrayaan3 . झंडा ऊँचा रहे हमारा. जय हिन्द! 🇮🇳 @isro #Chandrayaan3 #IndiaontheMoon #ProudIndian #WorldwatchingIndia #SurgingIndia pic.twitter.com/AHSi8wZj2T
— Anupam Kher (@AnupamPKher) July 14, 2023
সুনীল শেট্টি তো 'চন্দ্রযান 3'-এর একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই প্রয়াসকে ৷ তিনি লেখেন, "উত্তেজনার পারদ আজ চাঁদ ছুঁয়েছে ৷ চন্দ্রযান 3-এর সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানাই ৷ ভারতের টেকনোলজি নতুন উচ্চতায় পৌঁছবে এটা দেখার জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷ এই যাত্রা সহজ ও সুন্দর হোক ৷ আরও নতুন নতুন আবিস্কার সামনে আসুক ৷ আসুক দুরন্ত সাফল্য ৷"
আরও পড়ুন: 'তোমার উত্তরাধিকার বহন করতে পেরে গর্বিত', দাদুর জন্মদিনে আবেগে ভাসলেন হৃতিক
অভিনয়ের কথা বলতে গেলে অক্ষয় খুব তাড়াতাড়ি পর্দায় ফিরতে চলেছেন তাঁর 'ওএমজি 2' ছবির হাত ধরে ৷ এছাড়া 'হেরা ফেরি 3' ছবির কাজও শুরু করেছেন অভিনেতা ৷ এই ছবিতে দেখা যাবে সুনীল শেট্টিকেও ৷ অন্যদিকে, অনুপম খেরের হাতেও এই মুহূর্তে অনেকগুলি ছবির কাজ রয়েছে ৷ একটি ছবিতে তিনি অভিনয় করছেন রবি ঠাকুরের চরিত্রেও ৷