হায়দরাবাদ, 22 মার্চ: তিন মিনিটে 184 'সেলফি' তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেও 'সেলফি' মোটেও বক্স অফিসে জায়গা করতে পারেনি ৷ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া অক্ষয় কুমার (Bollywood actor Akshay Kumar) ও ইমরান হাসমির এই ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে ৷ তবে থেমে নেই খিলাড়ি ৷ দক্ষিণী একটি ছবির বলিউড রিমেকের মুক্তির দিন ঘোষণার পাশাপাশি সামনে আনলেন প্রথম পোস্টার ৷
দক্ষিণী অভিনেতা সূর্য ৷ ঝুলিতে হিট ছবির সংখ্যা নেহাত কম নয় ৷ 2020 সালে মুক্তি পায় 'সুরারাই পোত্রু' (Suriya's Soorarai Pottru) ৷ ছবির চিত্রনাট্য ক্যাপ্টেন জিআর গোপিনাথ (Captain GR Gopinath)-এর জীবনী ও সংঘর্ষকে ঘিরে তৈরি হয়েছিল ৷ তিনি 'সিম্পিলিফাই ডেকন' (The founder of Simplify Deccan)-এর প্রতিষ্ঠাতা, যে সংস্থা মধ্যবিত্তদের জন্য বিমানে চড়ার পরিষেবা শুরু করেছিল ৷ সাউথের হিট এই ছবিরই রিমেক তৈরি হয়েছে আরব সাগরের তীরে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোশাল মাধ্যমে অভিনেতা অক্ষয় কুমার অনুরাগীদের ছবি মুক্তির দিনের কথা জানিয়েছেন ৷ ছবির নাম এখন পর্যন্ত ঠিক হয়নি ৷ তবে পয়লা সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে অক্ষয় কুমার, রাধিকা মদন ও পরেশ রাওয়াল অভিনীত এই ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ৷
-
“ There is nothing like a dream to create the future.” @vikramix @akshaykumar @Sudha_Kongara @Suriya_offl @radhikamadan01 @rajsekarpandian https://t.co/s5hhVefmkv
— Capt GR Gopinath (@CaptGopinath) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“ There is nothing like a dream to create the future.” @vikramix @akshaykumar @Sudha_Kongara @Suriya_offl @radhikamadan01 @rajsekarpandian https://t.co/s5hhVefmkv
— Capt GR Gopinath (@CaptGopinath) March 22, 2023“ There is nothing like a dream to create the future.” @vikramix @akshaykumar @Sudha_Kongara @Suriya_offl @radhikamadan01 @rajsekarpandian https://t.co/s5hhVefmkv
— Capt GR Gopinath (@CaptGopinath) March 22, 2023
আরও পড়ুন: ভূমিকম্পে কাশ্মীরে শ্যুটিং, কেমন আছেন নায়ক বিজয়ের টিম ?
ছবিটি পরিচালনা করেছেন সুধা কোনগারা ৷ অরজিনাল ভার্সনে দক্ষিণী সুপারস্টার সূর্য-র বিপরীতে ছিলেন অপর্ণা বালামুরালি (Aparna Balamurali ) ও পরেশ রাওয়াল ( Paresh Rawal) ৷ 2021 সালেই 'সুরারাই পোত্রু'-র হিন্দি রিমেকের কথা ঘোষণা হয়েছিল ৷ অক্ষয়, রাধিকা ও পরেশ রাওয়ালের পাশাপাশি হিন্দি রিমেকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সাউথ সুপার স্টার সূর্য-কেও ৷ উল্লেখ্য, 'সুরারাই পোত্রু'-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সূর্য ও অপর্ণা ৷ বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও সূর্য-কে জাতীয় পুরস্কার সম্মানে সম্মানিত হওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছিলেন (Suriya and Aparna won National Film Awards) ৷
প্রসঙ্গত, এই ছবির পাশাপাশি অক্ষয় কুমারের হাতে রয়েছে 'হেরাফেরি-3' ৷ সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের বিপরীতে কমেডি ড্রামা 'হেরাফেরি'-র তৃতীয় প্রোডাকশনের শুটিং শুরু হবে খুব শীঘ্রই ৷ এছাড়াও রয়েছে 'ওহ মাই গড 2' ও 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷