ETV Bharat / entertainment

HBD Akshay Kumar: অক্ষয়ের জন্মদিনে ফিরে দেখা তাঁর 100 কোটির ক্লাবে স্থান পাওয়া ছবির তালিকা

অক্ষয় কুমারের আজ 55তম জন্মদিন (Akshay Kumar Birthday )৷ দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে (100 crore Box Office Collection Movies List )৷

HBD Akshay Kumar
অক্ষয়ের জন্মদিনে ফিরে দেখা তাঁর 100 কোটির ক্লাবে স্থান পাওয়া ছবির তালিকা
author img

By

Published : Sep 9, 2022, 11:40 AM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর: বলিউডের খিলাড়ি কুমার আজ 55 বছর পূর্ন করলেন (Akshay Kumar Birthday )৷ হিন্দি ছবির জগতে একজন অ্যাকশন হিরো হিসাবেই অক্ষয়ের শিরোনামে উঠে আসা ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর অসামান্য কমিক টাইমিং ৷ ফ্য়ানেদেরও খুবই পছন্দ তাঁর এই দুই অবতারের মিশেল ৷ অক্ষয় এমন এক নায়ক যিনি দর্শককে হাসাতেও পারেন আবার চোখে জলও এনে দেন খুব সহজে ৷ আসুন আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে(Akshay Kumar Blockbuster Movies ) ৷

সাম্প্রতিক অতীতে পরপর বক্স অফিসে ব্যর্থ হয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ', 'বচ্চন পাণ্ডে', 'রক্ষা বন্ধন'-এর মতো ছবিগুলি ৷ এখন ওটিটিতে সদ্য় মুক্তি পাওয়া তাঁর 'কাঠপুতলি' ছবিটি কেমন সাফল্য পায় সেটাই দেখার ৷ এরই মাঝে আসুন দেখে নিই তাঁর সেই হিট ছবির একটি তালিকা ৷ অক্ষয়ের ফিল্মি কেরিয়ারে মোট 13টি ছবি রয়েছে যা 100 কোটিরও বেশি ব্যবসা করেছে বক্স অফিসে ৷ তালিকায় রয়েছে 'গুড নিউজ', 'হাউসফুল-4', 'মিশন মঙ্গল', '2.0', 'গোল্ড', 'টয়লেট-এক প্রেম কথা', 'জলি এলএলবি-2', 'রুস্তম', 'হাউসফুল-3, 'এয়ারলিফ্ট', 'হলিডেজ', 'রাউডি রাঠোর' এবং 'হাউসফুল 2'(100 crore Box Office Collection Movies List )৷

HBD Akshay Kumar
জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে

অক্ষয় কুমারের আসল নাম কিন্তু রাজীব হরি ওম ভাটিয়া(HBD Akshay Kumar ) ৷ 1967 সালের 9 সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে তাঁর জন্ম । অক্ষয় নয়াদিল্লির চাঁদনি চক এলাকায় ছেলেবেলা কাটানোর পর মুম্বই চলে আসেন ৷ ডন বস্কো স্কুল এবং গুরু নানক খালসা কলেজে পড়াশোনা শেষ করেন তিনি । মার্শাল আর্টের প্রতিও তাঁর ভীষণ আগ্রহ ছিল । আর তাই মার্শাল আর্ট শিখতে তিনি সুদূর ব্যাংককেও পাড়ি দেন ৷ আর অবসর সময়ে সেখানে ওয়েটারের চাকরিও করতে হয় তাঁকে ।

HBD Akshay Kumar
বলিউডের খিলাড়ি কুমার আজ 55 বছর পূর্ন করলেন

আরও পড়ুুন: ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের জল্পনায় মুখ খুললেন করণ

প্রমোদ চক্রবর্তীর 'দিদার' ছবিতে প্রথমবার নায়কের ভূমিকায় অভিনয় করেন অক্ষয় । আসলে তাঁর চেহারা এবং লুক দেখে তাঁকে প্রথম ছবি বা বিজ্ঞাপনের জগতে কাজের চেষ্টা করার কথা বলেছিলেন একজন ফটোগ্রাফার ৷ তারপরও ঝড় বয়ে গিয়েছে অনেক ৷ মুম্বই এসে তিনি প্রথম মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া শুরু করেন ৷ আর একইসঙ্গে মডেলিংয়ের কাজেরও খোঁজ করতে থাকেন ৷ অনেক চেষ্টার পর ধীরে ধীরে উত্থানের শুরু ৷ আর আজ ইন্ডাস্ট্রির একটি বড় নাম হয়ে উঠেছেন খিলাড়ি কুমার ৷

মুম্বই, 9 সেপ্টেম্বর: বলিউডের খিলাড়ি কুমার আজ 55 বছর পূর্ন করলেন (Akshay Kumar Birthday )৷ হিন্দি ছবির জগতে একজন অ্যাকশন হিরো হিসাবেই অক্ষয়ের শিরোনামে উঠে আসা ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর অসামান্য কমিক টাইমিং ৷ ফ্য়ানেদেরও খুবই পছন্দ তাঁর এই দুই অবতারের মিশেল ৷ অক্ষয় এমন এক নায়ক যিনি দর্শককে হাসাতেও পারেন আবার চোখে জলও এনে দেন খুব সহজে ৷ আসুন আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে(Akshay Kumar Blockbuster Movies ) ৷

সাম্প্রতিক অতীতে পরপর বক্স অফিসে ব্যর্থ হয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ', 'বচ্চন পাণ্ডে', 'রক্ষা বন্ধন'-এর মতো ছবিগুলি ৷ এখন ওটিটিতে সদ্য় মুক্তি পাওয়া তাঁর 'কাঠপুতলি' ছবিটি কেমন সাফল্য পায় সেটাই দেখার ৷ এরই মাঝে আসুন দেখে নিই তাঁর সেই হিট ছবির একটি তালিকা ৷ অক্ষয়ের ফিল্মি কেরিয়ারে মোট 13টি ছবি রয়েছে যা 100 কোটিরও বেশি ব্যবসা করেছে বক্স অফিসে ৷ তালিকায় রয়েছে 'গুড নিউজ', 'হাউসফুল-4', 'মিশন মঙ্গল', '2.0', 'গোল্ড', 'টয়লেট-এক প্রেম কথা', 'জলি এলএলবি-2', 'রুস্তম', 'হাউসফুল-3, 'এয়ারলিফ্ট', 'হলিডেজ', 'রাউডি রাঠোর' এবং 'হাউসফুল 2'(100 crore Box Office Collection Movies List )৷

HBD Akshay Kumar
জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে

অক্ষয় কুমারের আসল নাম কিন্তু রাজীব হরি ওম ভাটিয়া(HBD Akshay Kumar ) ৷ 1967 সালের 9 সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে তাঁর জন্ম । অক্ষয় নয়াদিল্লির চাঁদনি চক এলাকায় ছেলেবেলা কাটানোর পর মুম্বই চলে আসেন ৷ ডন বস্কো স্কুল এবং গুরু নানক খালসা কলেজে পড়াশোনা শেষ করেন তিনি । মার্শাল আর্টের প্রতিও তাঁর ভীষণ আগ্রহ ছিল । আর তাই মার্শাল আর্ট শিখতে তিনি সুদূর ব্যাংককেও পাড়ি দেন ৷ আর অবসর সময়ে সেখানে ওয়েটারের চাকরিও করতে হয় তাঁকে ।

HBD Akshay Kumar
বলিউডের খিলাড়ি কুমার আজ 55 বছর পূর্ন করলেন

আরও পড়ুুন: ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের জল্পনায় মুখ খুললেন করণ

প্রমোদ চক্রবর্তীর 'দিদার' ছবিতে প্রথমবার নায়কের ভূমিকায় অভিনয় করেন অক্ষয় । আসলে তাঁর চেহারা এবং লুক দেখে তাঁকে প্রথম ছবি বা বিজ্ঞাপনের জগতে কাজের চেষ্টা করার কথা বলেছিলেন একজন ফটোগ্রাফার ৷ তারপরও ঝড় বয়ে গিয়েছে অনেক ৷ মুম্বই এসে তিনি প্রথম মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া শুরু করেন ৷ আর একইসঙ্গে মডেলিংয়ের কাজেরও খোঁজ করতে থাকেন ৷ অনেক চেষ্টার পর ধীরে ধীরে উত্থানের শুরু ৷ আর আজ ইন্ডাস্ট্রির একটি বড় নাম হয়ে উঠেছেন খিলাড়ি কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.