ETV Bharat / entertainment

Kangana Ranaut Buys Luxury Car: 'ধাকড়' মুক্তির আগেই নিজেকে 3 কোটির গাড়ি উপহার কঙ্গনার - Kangana Ranaut Buys Mercedes Maybach S680

নতুন ছবি 'ধাকড়'-এর মুক্তির আগেই নিজেকে 3 কোটির বিলাসবহুল গাড়ি উপহার দিলেন কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut Buys Mercedes Maybach S680) ৷

Kangana Ranaut New Car
'ধাকড়' মুক্তির আগেই নিজেকে 3 কোটির গাড়ি উপহার কঙ্গনার
author img

By

Published : May 20, 2022, 11:18 AM IST

হায়দরাবাদ, 20 মে : শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'ধাকড়' ৷ তার আগেই নিজেকে 3 কোটির বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পর্দার এজেন্ট অগ্নি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির প্রিমিয়ারের ঠিক আগেই এই বিলাসবহুল গাড়িটি কেনেন কঙ্গনা ৷ গাড়ির শোরুম থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো এখন রীতিমত ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷

ভাইরাল এই ভিডিয়োতে অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ৷ এবার নিজের জন্য় একটি 'মার্সেডিজ মে ব্যাচ এস680' বেছে নিয়েছেন কঙ্গনা (Kangana Ranaut Buys Mercedes Maybach S680) ৷ যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা ৷ গাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজও দিয়েছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন : ল্যাভেন্ডার রঙা গাউনে কানে ফের ঝড় তুললেন হিনা খান

'ধাকড়' ছবিতে কঙ্গনাকে দেখা যাবে একজন গুপ্তচরের চরিত্রে ৷ এজেন্ট অগ্নির মধ্যে রয়েছে দুধর্ষ ক্ষিপ্রতা এবং অসীম সাহস ৷ এই স্পাই থ্রিলারে অন্যান্য় চরিত্রে দেখা যাবে অর্জুন রামপাল, দিব্যা দত্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কেও ৷ বুদাপেস্ট, মুম্বই এবং ভোপাল জুড়ে শ্যুট করা হয়েছে এই ছবি ৷ যার দায়িত্বে ছিলেন বিভিন্ন পুরস্কার জয়ী জাপানি সিনেমাটোগ্রাফার তেতসুও নাগাতা ৷ ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছে রজনীশ গাজির উপর ৷

হায়দরাবাদ, 20 মে : শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'ধাকড়' ৷ তার আগেই নিজেকে 3 কোটির বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পর্দার এজেন্ট অগ্নি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির প্রিমিয়ারের ঠিক আগেই এই বিলাসবহুল গাড়িটি কেনেন কঙ্গনা ৷ গাড়ির শোরুম থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো এখন রীতিমত ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷

ভাইরাল এই ভিডিয়োতে অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ৷ এবার নিজের জন্য় একটি 'মার্সেডিজ মে ব্যাচ এস680' বেছে নিয়েছেন কঙ্গনা (Kangana Ranaut Buys Mercedes Maybach S680) ৷ যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা ৷ গাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজও দিয়েছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন : ল্যাভেন্ডার রঙা গাউনে কানে ফের ঝড় তুললেন হিনা খান

'ধাকড়' ছবিতে কঙ্গনাকে দেখা যাবে একজন গুপ্তচরের চরিত্রে ৷ এজেন্ট অগ্নির মধ্যে রয়েছে দুধর্ষ ক্ষিপ্রতা এবং অসীম সাহস ৷ এই স্পাই থ্রিলারে অন্যান্য় চরিত্রে দেখা যাবে অর্জুন রামপাল, দিব্যা দত্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কেও ৷ বুদাপেস্ট, মুম্বই এবং ভোপাল জুড়ে শ্যুট করা হয়েছে এই ছবি ৷ যার দায়িত্বে ছিলেন বিভিন্ন পুরস্কার জয়ী জাপানি সিনেমাটোগ্রাফার তেতসুও নাগাতা ৷ ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছে রজনীশ গাজির উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.