ETV Bharat / entertainment

Goodbye Wishes Amitabh: সামনেই 80তম জন্মদিন অমিতাভের, ভিডিয়ো বার্তায় আগাম শুভেচ্ছা টিম গুডবাইয়ের - অমিতাভ বচ্চনের জন্মদিন

সামনেই 80তম জন্মদিন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)৷ তার আগে বিশেষ ভিডিয়ো বার্তায় (Amitabh Bachchan 80th birthday) তাঁকে আগাম শুভেচ্ছা জানাল টিম গুডবাই (Goodbye Wishes Amitabh)৷

Ahead of Amitabh Bachchan 80th birthday, team Goodbye wishes megastar with a special gesture
সামনেই 80তম জন্মদিন অমিতাভের, ভিডিয়ো বার্তায় আগাম শুভেচ্ছা টিম গুডবাইয়ের
author img

By

Published : Oct 9, 2022, 12:40 PM IST

মুম্বই, 9 অক্টোবর: 11 অক্টোবর 80তে পড়ছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)৷ কিংবদন্তি অভিনেতার এই বিশেষ জন্মদিনে বিশেষ শুভেচ্ছার ডালি নিয়ে হাজির সদ্য মুক্তি পাওয়া ফিল্ম 'গুডবাই'-এর কুশীলবরা (Goodbye Wishes Amitabh)৷

টিম গুডবাই বিগ বি-কে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিয়ো তৈরি করেছে ৷ যেখানে বলিউডের শাহেনশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ভক্তরা ৷ সব প্রজন্মের কাছে অমিতাভ কতটা গ্রহণযোগ্য তা-ই তুলে ধরা হয়েছে সেই ভিডিয়োতে ৷ গোটা ভিডিয়োজুড়ে দেশের ও দেশের বাইরে অমিতাভ বচ্চনের অগণিত ভক্ত নানা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আইডলকে ৷ ভিডিয়োর পরতে পরতে বিগ বি-র জন্য ভক্তদের ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদের বন্যা বয়েছে (Amitabh Bachchan 80th birthday)৷

গুডবাই ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন দক্ষিণি সেনসেশন রশ্মিকা মন্দানা ৷ তিনিও এই স্পেশাল ভিডিয়োতে শুভেচ্ছা জানিয়েছেন বড়ে মিঞাঁকে ৷

দশকের পর দশক ধরে ভক্তদের মনে রাজত্ব করে চলেছেন অমিতাভ বচ্চন ৷ আট থেকে আশি - সব বয়সের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা অপরিসীম ৷ এই বয়সেও তাঁর ক্যারিশমা সব অভিনেতাদের পিছনে ফেলে দেয় ৷ তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি গুডবাইতে তিনি ও রশ্মিকা ছাড়াও রয়েছেন নীনা গুপ্তা ৷

আরও পড়ুন: শ্যুটিংকে 'গুডবাই', অমিতাভ-নীনাদের নিয়ে আবেগে ভাসলেন রশ্মিকা

ভারতীয় সিনেমায় বিগ বি-র অবদানকে সেলিব্রেট করতে সম্প্রতি তাঁর কালজয়ী ছবিগুলিকে বাছাই করা প্রেক্ষাগৃহে স্ক্রিনিং করাচ্ছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ৷ বিগ বি ঘোষণা করেছিলেন, "শুরুতে ফিরে যাই...যে ফিল্মগুলি দিয়ে সিনেমায় আমার যাত্রা শুরু হয়েছিল ৷ ডন ও মিলির মুক্তি প্রায় 50 বছর হতে চলল ৷ সেগুলি এখন সিনেমা হলে দেখানো হচ্ছে...আশা রাখি বড় পর্দায় আরও ক্লাসিক তুলে ধরা হবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রে শেষ দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে ৷ তাঁর আপকামিং ফিল্ম দ্য ইন্টার্ন রিমেক ৷ এই ছবিতে দীপিকা পাড়ুকোনও রয়েছেন ৷ তিনি দীপিকা ও প্রভাসের সঙ্গে প্রজেক্ট-কে-তেও থাকছেন ৷

মুম্বই, 9 অক্টোবর: 11 অক্টোবর 80তে পড়ছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)৷ কিংবদন্তি অভিনেতার এই বিশেষ জন্মদিনে বিশেষ শুভেচ্ছার ডালি নিয়ে হাজির সদ্য মুক্তি পাওয়া ফিল্ম 'গুডবাই'-এর কুশীলবরা (Goodbye Wishes Amitabh)৷

টিম গুডবাই বিগ বি-কে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিয়ো তৈরি করেছে ৷ যেখানে বলিউডের শাহেনশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ভক্তরা ৷ সব প্রজন্মের কাছে অমিতাভ কতটা গ্রহণযোগ্য তা-ই তুলে ধরা হয়েছে সেই ভিডিয়োতে ৷ গোটা ভিডিয়োজুড়ে দেশের ও দেশের বাইরে অমিতাভ বচ্চনের অগণিত ভক্ত নানা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আইডলকে ৷ ভিডিয়োর পরতে পরতে বিগ বি-র জন্য ভক্তদের ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদের বন্যা বয়েছে (Amitabh Bachchan 80th birthday)৷

গুডবাই ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন দক্ষিণি সেনসেশন রশ্মিকা মন্দানা ৷ তিনিও এই স্পেশাল ভিডিয়োতে শুভেচ্ছা জানিয়েছেন বড়ে মিঞাঁকে ৷

দশকের পর দশক ধরে ভক্তদের মনে রাজত্ব করে চলেছেন অমিতাভ বচ্চন ৷ আট থেকে আশি - সব বয়সের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা অপরিসীম ৷ এই বয়সেও তাঁর ক্যারিশমা সব অভিনেতাদের পিছনে ফেলে দেয় ৷ তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি গুডবাইতে তিনি ও রশ্মিকা ছাড়াও রয়েছেন নীনা গুপ্তা ৷

আরও পড়ুন: শ্যুটিংকে 'গুডবাই', অমিতাভ-নীনাদের নিয়ে আবেগে ভাসলেন রশ্মিকা

ভারতীয় সিনেমায় বিগ বি-র অবদানকে সেলিব্রেট করতে সম্প্রতি তাঁর কালজয়ী ছবিগুলিকে বাছাই করা প্রেক্ষাগৃহে স্ক্রিনিং করাচ্ছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ৷ বিগ বি ঘোষণা করেছিলেন, "শুরুতে ফিরে যাই...যে ফিল্মগুলি দিয়ে সিনেমায় আমার যাত্রা শুরু হয়েছিল ৷ ডন ও মিলির মুক্তি প্রায় 50 বছর হতে চলল ৷ সেগুলি এখন সিনেমা হলে দেখানো হচ্ছে...আশা রাখি বড় পর্দায় আরও ক্লাসিক তুলে ধরা হবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রে শেষ দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে ৷ তাঁর আপকামিং ফিল্ম দ্য ইন্টার্ন রিমেক ৷ এই ছবিতে দীপিকা পাড়ুকোনও রয়েছেন ৷ তিনি দীপিকা ও প্রভাসের সঙ্গে প্রজেক্ট-কে-তেও থাকছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.