ETV Bharat / entertainment

Katrina DeepFake Image Viral: রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল - ফেক ভিডিয়ো

Katrina Kaif towel scene morphed: রশ্মিকা মন্দানার পর ক্যাটরিনা কাইফের ফেক ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ডিপফেক প্রযুক্তির মাধ্যমে অভিনেত্রীর টাওয়েল ফাইটের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করা হয়েছে বিকৃত করে ৷

Etv Bharat
ক্যাটরিনা কাইফের আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 4:30 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: ডিপফেকের শিকার হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ এবার বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফও ৷ 'পুষ্পা' অভিনেত্রীর ফেক ভিডিয়ো ভাইরাল নিয়ে তোলপাড় হয়েছে নেট দুনিয়া ৷ এবার ক্যাটরিনা কাইফের একটি ছবি ডিপফেকের মাধ্যমে আপত্তিকর হিসাবে শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷

দিওয়ালিতে মুক্তির অপেক্ষায় 'টাইগার 3' ৷ সেই ছবিতেই ক্যাটরিনার 'জোয়া' হয়ে ওঠার জার্নি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে ৷ শারীরিক কসরতের ভিডিয়ো থেকে শুরু করে আলোচনায় উঠে আসা 'টাওয়েল' ফাইটের ছবিও শেয়ার করেন তিনি ৷ সেই টাওয়েল পড়া ছবিকেই ডিপফেক এআই টুলের মাধ্যমে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে ৷ যাকে ঘিরে ফের তোলপাড় নেটদুনিয়া ৷

  • Bhai ase logo kadi se kadi saja de aur jis koi kisi ki image kharb krne se phele soch Li koi ki peesnal life se khilavad na kre please 🙏🙏🙏🙏 sakkt karvai kre police aur un logo koe sakkt se sakkt saja de

    — Mohit raj (@Mohitra61475292) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী যে ছবিটা শেয়ার করেছিলেন, তাতে দেখা গিয়েছে হলিউডের স্টান্টওম্যানের সঙ্গে টাওয়েল-ক্ল্যাড ফাইট করছেন ক্যাটরিনা ৷ সেখানেই টাওয়েলের জায়গায় ডিপফেকের মাধ্যমে ক্যাটরিনার পোশাক হিসাবে শুধুমাত্র অন্তর্বাস ব্যবহার করা হয়েছে ৷ রশ্মিকার পর এইভাবে ক্যাটরিনার ছবির ব্যবহার আরও বেশি ভয় দেখাচ্ছে ৷

ডিপফেক টেকনোলজির মাধ্যমে যেভাবে সোশাল মিডিয়া থেকে ছবি নিয়ে তা বিকৃত করা হচ্ছে, তা সমাজের কাছে বড়ই চিন্তার বিষয় ৷ সোশাল মিডিয়ায় এই ছবি আসার পরেই চিন্তিত নেটিজেনরাও ৷ তাঁদের মতে এইভাবে প্রযুক্তির অপব্যবহার সমাজকে নিয়ে যাবে অবনতির পথে ৷ পাশাপাশি মহিলাদের সম্মান রক্ষাটাও বিপদের মুখে পড়বে ৷ যে কারোর ছবি ডিপফেকের মাধ্যমে বিকৃত করে তা আপত্তিজনক সাইটে দেওয়া অনেক সহজ হয়ে যাচ্ছে ৷ যার ফলে তা আরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

আরও পড়ুন: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা

সোমবার থেকেই রশ্মিকা মন্দানার ফেক ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সব জায়গাতেই ৷ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিগবি অমিতাভ বচ্চনও ৷ মুখ খুলেছেন রশ্মিকা নিজেও ৷ তিনি ভয় প্রকাশ করেছেন, যে ঘটনা তাঁর সঙ্গে হয়েছে, তা যদি স্কুল বা কলেজে পড়াকালীন হতো, কী করে সামলাতেন ৷ অন্যদিকে, অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, নাগা চৈতন্যর মতো তারকারাও এই ধরনের প্রযুক্তির অপব্যবহার বন্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: ডিপফেকের শিকার হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ এবার বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফও ৷ 'পুষ্পা' অভিনেত্রীর ফেক ভিডিয়ো ভাইরাল নিয়ে তোলপাড় হয়েছে নেট দুনিয়া ৷ এবার ক্যাটরিনা কাইফের একটি ছবি ডিপফেকের মাধ্যমে আপত্তিকর হিসাবে শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷

দিওয়ালিতে মুক্তির অপেক্ষায় 'টাইগার 3' ৷ সেই ছবিতেই ক্যাটরিনার 'জোয়া' হয়ে ওঠার জার্নি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে ৷ শারীরিক কসরতের ভিডিয়ো থেকে শুরু করে আলোচনায় উঠে আসা 'টাওয়েল' ফাইটের ছবিও শেয়ার করেন তিনি ৷ সেই টাওয়েল পড়া ছবিকেই ডিপফেক এআই টুলের মাধ্যমে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে ৷ যাকে ঘিরে ফের তোলপাড় নেটদুনিয়া ৷

  • Bhai ase logo kadi se kadi saja de aur jis koi kisi ki image kharb krne se phele soch Li koi ki peesnal life se khilavad na kre please 🙏🙏🙏🙏 sakkt karvai kre police aur un logo koe sakkt se sakkt saja de

    — Mohit raj (@Mohitra61475292) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী যে ছবিটা শেয়ার করেছিলেন, তাতে দেখা গিয়েছে হলিউডের স্টান্টওম্যানের সঙ্গে টাওয়েল-ক্ল্যাড ফাইট করছেন ক্যাটরিনা ৷ সেখানেই টাওয়েলের জায়গায় ডিপফেকের মাধ্যমে ক্যাটরিনার পোশাক হিসাবে শুধুমাত্র অন্তর্বাস ব্যবহার করা হয়েছে ৷ রশ্মিকার পর এইভাবে ক্যাটরিনার ছবির ব্যবহার আরও বেশি ভয় দেখাচ্ছে ৷

ডিপফেক টেকনোলজির মাধ্যমে যেভাবে সোশাল মিডিয়া থেকে ছবি নিয়ে তা বিকৃত করা হচ্ছে, তা সমাজের কাছে বড়ই চিন্তার বিষয় ৷ সোশাল মিডিয়ায় এই ছবি আসার পরেই চিন্তিত নেটিজেনরাও ৷ তাঁদের মতে এইভাবে প্রযুক্তির অপব্যবহার সমাজকে নিয়ে যাবে অবনতির পথে ৷ পাশাপাশি মহিলাদের সম্মান রক্ষাটাও বিপদের মুখে পড়বে ৷ যে কারোর ছবি ডিপফেকের মাধ্যমে বিকৃত করে তা আপত্তিজনক সাইটে দেওয়া অনেক সহজ হয়ে যাচ্ছে ৷ যার ফলে তা আরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

আরও পড়ুন: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা

সোমবার থেকেই রশ্মিকা মন্দানার ফেক ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সব জায়গাতেই ৷ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিগবি অমিতাভ বচ্চনও ৷ মুখ খুলেছেন রশ্মিকা নিজেও ৷ তিনি ভয় প্রকাশ করেছেন, যে ঘটনা তাঁর সঙ্গে হয়েছে, তা যদি স্কুল বা কলেজে পড়াকালীন হতো, কী করে সামলাতেন ৷ অন্যদিকে, অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, নাগা চৈতন্যর মতো তারকারাও এই ধরনের প্রযুক্তির অপব্যবহার বন্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.