হায়দরাবাদ, 7 নভেম্বর: ডিপফেকের শিকার হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ এবার বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফও ৷ 'পুষ্পা' অভিনেত্রীর ফেক ভিডিয়ো ভাইরাল নিয়ে তোলপাড় হয়েছে নেট দুনিয়া ৷ এবার ক্যাটরিনা কাইফের একটি ছবি ডিপফেকের মাধ্যমে আপত্তিকর হিসাবে শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷
-
I WILL NOT WASTE MONEY ON SALMAN KHAN pic.twitter.com/nvxjAT3Vtb
— Ahmed (FAN) (@AhmedSrkMan2) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I WILL NOT WASTE MONEY ON SALMAN KHAN pic.twitter.com/nvxjAT3Vtb
— Ahmed (FAN) (@AhmedSrkMan2) November 6, 2023I WILL NOT WASTE MONEY ON SALMAN KHAN pic.twitter.com/nvxjAT3Vtb
— Ahmed (FAN) (@AhmedSrkMan2) November 6, 2023
দিওয়ালিতে মুক্তির অপেক্ষায় 'টাইগার 3' ৷ সেই ছবিতেই ক্যাটরিনার 'জোয়া' হয়ে ওঠার জার্নি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে ৷ শারীরিক কসরতের ভিডিয়ো থেকে শুরু করে আলোচনায় উঠে আসা 'টাওয়েল' ফাইটের ছবিও শেয়ার করেন তিনি ৷ সেই টাওয়েল পড়া ছবিকেই ডিপফেক এআই টুলের মাধ্যমে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে ৷ যাকে ঘিরে ফের তোলপাড় নেটদুনিয়া ৷
-
Bhai ase logo kadi se kadi saja de aur jis koi kisi ki image kharb krne se phele soch Li koi ki peesnal life se khilavad na kre please 🙏🙏🙏🙏 sakkt karvai kre police aur un logo koe sakkt se sakkt saja de
— Mohit raj (@Mohitra61475292) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bhai ase logo kadi se kadi saja de aur jis koi kisi ki image kharb krne se phele soch Li koi ki peesnal life se khilavad na kre please 🙏🙏🙏🙏 sakkt karvai kre police aur un logo koe sakkt se sakkt saja de
— Mohit raj (@Mohitra61475292) November 7, 2023Bhai ase logo kadi se kadi saja de aur jis koi kisi ki image kharb krne se phele soch Li koi ki peesnal life se khilavad na kre please 🙏🙏🙏🙏 sakkt karvai kre police aur un logo koe sakkt se sakkt saja de
— Mohit raj (@Mohitra61475292) November 7, 2023
অভিনেত্রী যে ছবিটা শেয়ার করেছিলেন, তাতে দেখা গিয়েছে হলিউডের স্টান্টওম্যানের সঙ্গে টাওয়েল-ক্ল্যাড ফাইট করছেন ক্যাটরিনা ৷ সেখানেই টাওয়েলের জায়গায় ডিপফেকের মাধ্যমে ক্যাটরিনার পোশাক হিসাবে শুধুমাত্র অন্তর্বাস ব্যবহার করা হয়েছে ৷ রশ্মিকার পর এইভাবে ক্যাটরিনার ছবির ব্যবহার আরও বেশি ভয় দেখাচ্ছে ৷
ডিপফেক টেকনোলজির মাধ্যমে যেভাবে সোশাল মিডিয়া থেকে ছবি নিয়ে তা বিকৃত করা হচ্ছে, তা সমাজের কাছে বড়ই চিন্তার বিষয় ৷ সোশাল মিডিয়ায় এই ছবি আসার পরেই চিন্তিত নেটিজেনরাও ৷ তাঁদের মতে এইভাবে প্রযুক্তির অপব্যবহার সমাজকে নিয়ে যাবে অবনতির পথে ৷ পাশাপাশি মহিলাদের সম্মান রক্ষাটাও বিপদের মুখে পড়বে ৷ যে কারোর ছবি ডিপফেকের মাধ্যমে বিকৃত করে তা আপত্তিজনক সাইটে দেওয়া অনেক সহজ হয়ে যাচ্ছে ৷ যার ফলে তা আরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷
আরও পড়ুন: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা
সোমবার থেকেই রশ্মিকা মন্দানার ফেক ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সব জায়গাতেই ৷ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিগবি অমিতাভ বচ্চনও ৷ মুখ খুলেছেন রশ্মিকা নিজেও ৷ তিনি ভয় প্রকাশ করেছেন, যে ঘটনা তাঁর সঙ্গে হয়েছে, তা যদি স্কুল বা কলেজে পড়াকালীন হতো, কী করে সামলাতেন ৷ অন্যদিকে, অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, নাগা চৈতন্যর মতো তারকারাও এই ধরনের প্রযুক্তির অপব্যবহার বন্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷