ETV Bharat / entertainment

Ram Charan Buys 10000 Tickets: 'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কিনলেন রাম চরণ - prabhas latest news

রণবীর কাপুরের পর এবার 'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কিনলেন 'আরআরআর' স্টার রাম চরণ ৷ তাঁর ভক্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছোটদের মধ্যে এই টিকিট বণ্টন করবেন অভিনেতা ৷

Ram Charan Buys 10000 Tickets
10 হাজার টিকিট কিনলেন রাম চরণ
author img

By

Published : Jun 10, 2023, 1:28 PM IST

Updated : Jun 10, 2023, 3:29 PM IST

হায়দরাবাদ, 10 জুন: প্রভাস এবং কৃতি স্যাননের 'আদিপুরুষ' ছবিটি মুক্তি পেতে বাকি আর মাত্র 6 দিন ৷ 16 জুন পর্দায় আসতে চলেছে ছবিটি ৷ পরিচালক ওম রাউত এই ছবিটি বানিয়েছেন রামায়ণের কাহিনির উপর ভিত্তি করে ৷ আর সেই ছবি আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুদের কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিলেন 'আরআরআর' স্টার রাম চরণ ৷ এর আগে একই কারণে 'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কেনেন রণবীর কাপুর ৷ এবার একই পথে হাঁটলেন রাম চরণ ৷

সপ্তাহের প্রথম দিকেই রণবীরের টিকিট কেনার খবরটি ছড়িয়ে পড়েছিল ৷ যদিও এই নিয়ে অভিনেতা কোনও মন্তব্য করেননি ৷ অন্য়দিকে, 'আরআরআর' স্টার রাম চরণ সম্পর্কেও খবর ছড়িয়েছে, তিনিও 10 হাজার টিকিট কিনেছেন ৷ রণবীরের মতো একইভাবে এই নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেননি রাম চরণও ৷

শুধু এই দুই অভিনেতাই নন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সহ-্প্রযোজক অভিষেক আগরওয়াল এর আগে ছবির 10 হাজার টিকিট কেনার কথা ঘোষণা করেন ৷ তিনি এই টিকিটগুলি সরকারি স্কুলের পড়ুয়াদের মধ্য়ে বণ্টন করবেন বলে জানিয়েছিলেন ৷ তিনি টুইটেই জানিয়েছিলেন বিভিন্ন বৃদ্ধাশ্রম, সরকারি স্কুলে ছবির টিকিট বিলি করবেন তিনি ৷ এর আগে 'আদিপুরুষ' ছবির ট্রেলার তিরুপতিতে প্রকাশ করেছিলেন নির্মাতারা ৷ সেই অনুষ্ঠানে পরিচালক ওম জানান, প্রতিটি সিনেমাহলে যেন একটি আসন ভগবান বজরংবলীর কথা মাথায় রেখে খালি রাখা হয় ৷

আরও পড়ুন: রাজা পৃথু রাই হিসাবে শাহিদ কাপুরই প্রথম পছন্দ, আসন্ন ছবির পরিকল্পনা নিয়ে অকপট শৈলেন্দ্র

এরইমাঝে ভেঙ্কটশ্বর মন্দির চত্বর থেকে বের হওয়ার সময় কৃতিকে আলিঙ্গন করে গুডবাই কিস করেন ওম। তা নিয়েও কম বিতর্ক হয়নি ৷ সব মিলিয়ে 'আদিপুরুষ' ছবির গোটা দলের জন্য় শেষ ক'টা দিন ছিল ঘটনাবহুল ৷ এবার 'আদিপুরুষ' কি দর্শকের মন আদৌ জয় করতে পারবে ? উত্তর দেবে সময় ৷ ছবিতে রাঘবের ভূমিকায় রয়েছেন রয়েছেন প্রভাস, লক্ষণের ভূমিকায় রয়েছেন সানি সিং ৷ ছবিতে জানকী হতে চলেছেন কৃতি আর রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে ৷

হায়দরাবাদ, 10 জুন: প্রভাস এবং কৃতি স্যাননের 'আদিপুরুষ' ছবিটি মুক্তি পেতে বাকি আর মাত্র 6 দিন ৷ 16 জুন পর্দায় আসতে চলেছে ছবিটি ৷ পরিচালক ওম রাউত এই ছবিটি বানিয়েছেন রামায়ণের কাহিনির উপর ভিত্তি করে ৷ আর সেই ছবি আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুদের কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিলেন 'আরআরআর' স্টার রাম চরণ ৷ এর আগে একই কারণে 'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কেনেন রণবীর কাপুর ৷ এবার একই পথে হাঁটলেন রাম চরণ ৷

সপ্তাহের প্রথম দিকেই রণবীরের টিকিট কেনার খবরটি ছড়িয়ে পড়েছিল ৷ যদিও এই নিয়ে অভিনেতা কোনও মন্তব্য করেননি ৷ অন্য়দিকে, 'আরআরআর' স্টার রাম চরণ সম্পর্কেও খবর ছড়িয়েছে, তিনিও 10 হাজার টিকিট কিনেছেন ৷ রণবীরের মতো একইভাবে এই নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেননি রাম চরণও ৷

শুধু এই দুই অভিনেতাই নন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সহ-্প্রযোজক অভিষেক আগরওয়াল এর আগে ছবির 10 হাজার টিকিট কেনার কথা ঘোষণা করেন ৷ তিনি এই টিকিটগুলি সরকারি স্কুলের পড়ুয়াদের মধ্য়ে বণ্টন করবেন বলে জানিয়েছিলেন ৷ তিনি টুইটেই জানিয়েছিলেন বিভিন্ন বৃদ্ধাশ্রম, সরকারি স্কুলে ছবির টিকিট বিলি করবেন তিনি ৷ এর আগে 'আদিপুরুষ' ছবির ট্রেলার তিরুপতিতে প্রকাশ করেছিলেন নির্মাতারা ৷ সেই অনুষ্ঠানে পরিচালক ওম জানান, প্রতিটি সিনেমাহলে যেন একটি আসন ভগবান বজরংবলীর কথা মাথায় রেখে খালি রাখা হয় ৷

আরও পড়ুন: রাজা পৃথু রাই হিসাবে শাহিদ কাপুরই প্রথম পছন্দ, আসন্ন ছবির পরিকল্পনা নিয়ে অকপট শৈলেন্দ্র

এরইমাঝে ভেঙ্কটশ্বর মন্দির চত্বর থেকে বের হওয়ার সময় কৃতিকে আলিঙ্গন করে গুডবাই কিস করেন ওম। তা নিয়েও কম বিতর্ক হয়নি ৷ সব মিলিয়ে 'আদিপুরুষ' ছবির গোটা দলের জন্য় শেষ ক'টা দিন ছিল ঘটনাবহুল ৷ এবার 'আদিপুরুষ' কি দর্শকের মন আদৌ জয় করতে পারবে ? উত্তর দেবে সময় ৷ ছবিতে রাঘবের ভূমিকায় রয়েছেন রয়েছেন প্রভাস, লক্ষণের ভূমিকায় রয়েছেন সানি সিং ৷ ছবিতে জানকী হতে চলেছেন কৃতি আর রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে ৷

Last Updated : Jun 10, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.