মুম্বই, 23 জানুয়ারি: তাঁর প্রথম ছবি 'কেদারনাথ' থেকেই তিনি যে একা কাঁধে করে একটি কাহিনিকে টেনে নিয়ে যেতে পারেন তা প্রমাণ করে দিয়েছিলেন সারা আলি খান ৷ এবার তাঁর নতুন ছবিতেও তাঁকে দেখা যাবে সেইরকমই একটি চরিত্রে ৷ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যাঁদের অবদান আমরা প্রায় ভুলতে বশেছি তাঁদের একজন একজন উষা মেহতা ৷ তাঁর নতুন ছবি 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন'-এ এই কিংবদন্তির চরিত্রেই অভিনয় করবেন সারা ৷ নির্মাতারা সোমবার প্রকাশ্যে আনলেন ছবির টিজার (Sara Ali Khan to play usha mehta) ৷
'সিম্বা', 'কুলি নং 1' এবং 'আতরঙ্গি রে'-র মতো ছবিতে এতদিন কাল্পনিক চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন সারা এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন কোনও ঐতিহাসিক নারীর চরিত্রে ৷ তাই রোলটি যে বেশ চ্যালেঞ্জিং তাঁর জন্য তা বলাই বাহুল্য ৷ এই বায়োপিকে সারা কীভাবে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন সেই দিকে নজর থাকবে সকলেরই ৷ গত ডিসেম্বরেই এই ছবির শুটিং শেষ করেছিলেন নির্মাতারা(Ae Watan Mere Watan teaser ) ৷
ছবির কাহিনি লিখেছেন দারাব ফারুকি এবং কন্নন আইয়ার ৷ 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে তৈরি হয়েছে এই কাহিনিটি ৷ বীরাঙ্গনা এই নারীর সংগ্রাম এবং দৃঢ়চেতা মানসিকতার ছবিই ফুটে উঠতে চলেছে এই গল্পে ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কন্নন আইয়ার ৷ আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহরের ধর্মাটিক প্রোডাকশন ৷ ওটটি প্লার্টফর্ম আমাজন প্রাইম ওরিজিনাল ভিডিয়ো-তে আসতে চলেছে এই কাহিনি ৷
আরও পড়ুন : সিরিয়াল সিনেমার পর ওয়েবেও নজরকাড়া; কেরিয়ার নিয়ে কী বললেন রুকমা
সারার হাতে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' এখন রয়েছে বেশ কয়েকটি ছবি ৷ ইতিমধ্যেই ভিকি কৌশলের সঙ্গে লক্ষণ উটেকরের ছবিতে কাজ সেরে ফেলেছেন তিনি ৷ এছাড়া পবন কৃপলানির ছবি গ্যাসলাইট-ও রয়েছে তাঁর কিটি ব্যাগে ৷ এই প্রজেক্টে তিনি স্ক্রিন শেয়ার করবেন বিক্রান্ত মেসির সঙ্গে ৷ অন্যদিকে অনুরাগ বসু এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁকে দেখা যাবে 'মেট্রো: ইন দিনো' ছবিতে ৷