ETV Bharat / entertainment

Adipurush B.O Collection: দু'দিনেই 240 কোটি ! বিতর্ককে সঙ্গী করেই আদিপুরুষের লক্ষ্মীলাভ - মহাকাব্য রামায়ণ

বিতর্ককে সঙ্গে নিয়েই আদিপুরুষ ছবির বক্সঅফিস কালেকশন দুর্দান্ত ৷ দু'দিনেই এই ছবির ঝুলিতে এসেছে 240 কোটি টাকা ৷ রবিবার টুইট করে জানিয়েছে প্রযোজনা সংস্থা ৷

Etv Bharat
বিতর্ক নিয়েই 'আদিপুরুষ'-এর লক্ষ্ণীলাভ
author img

By

Published : Jun 18, 2023, 9:48 PM IST

মুম্বই, 18 জুন: বিতর্ককে সঙ্গে নিয়েই বক্সঅফিসে 240 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ওম রাউতের 'আদিপুরুষ' ৷ রবিবার প্রযোজনা সংস্থা টি-সিরিজের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত এই ছবির ঝুলিতে দু'দিনে এসে গিয়েছে 240 কোটি টাকা ৷ ছবি মুক্তির দ্বিতীয় দিনেই এই ছবি ব্যবসা করেছে 100 কোটি টাকা ৷

মাইথোলজিক্যাল মহাকাব্য রামায়ণ-কে সেলুলয়েডের পর্দায় এমনভাবে তুলে ধরা হয়েছে যা লার্জার দ্যান লাইফ ৷ মুক্তির পরেও বিতর্ক এই ছবির পিছু ছাড়েনি ৷ ছবির পোশাক, গল্পের বুনন, সাজ সবকিছু নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর চর্চা ৷ তার মধ্যেও ছবির লক্ষ্মীলাভ অক্সিজেন জুগিয়েছে 'আদিপুরুষ' টিমকে ৷

রবিবার টি-সিরিজের অফিসিয়াল পেজে একটি টুইট করা হয় ৷ সেখানে জানানো হয়েছে এই ছবির কালেকশন নিয়ে ৷ বলা হয়েছে, "আদিপুরুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের মুগ্ধ করেছে ৷ ছবি মুক্তির দিনেই 140 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি ৷ দ্বিতীয় দিনে বক্সঅফিস কালেকশন 100 কোটি টাকা ৷ অর্থাৎ দুদিনেই এই ছবির লক্ষ্মীলাভ হয়েছে 240 কোটি টাকা ৷ জয় শ্রী রাম ৷"

আরও পড়ুন: বিতর্ক থামাতে আদিপুরুষের কিছু সংলাপ বদলে ফেলবেন নির্মাতারা

ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে প্রভাস (রাম), কৃতি শ্যানন (সীতা) ও সইফ আলি খান (রাবণ)-কে ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে টি-সিরিজের ভূষণ কুমার ৷ ছবিমুক্তির প্রথম দিন থেকেই প্রভাস অনুরাগীদের মধ্যে দেখা গিয়েছিল উত্তেজনা ৷ ভোররাত থেকেই প্রেক্ষাগৃহের সামনে প্রভাস ভক্তদের দেখা গিয়েছিল ৷ অন্যদিকে, সিনেমা হলে দেখা গিয়েছিল রামভক্ত হনুমানকেও ৷ সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, রবিবার আরও একটি তথ্য সামনে এসেছে ৷ সংলাপ রচয়িতা মনোজ মুন্তাশির জানিয়েছেন, বিতর্কের কারণে হিন্দি ছবির বেশ কিছু সংলাপ পরিবর্তন করা হবে ৷ আগামী সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷

মুম্বই, 18 জুন: বিতর্ককে সঙ্গে নিয়েই বক্সঅফিসে 240 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ওম রাউতের 'আদিপুরুষ' ৷ রবিবার প্রযোজনা সংস্থা টি-সিরিজের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত এই ছবির ঝুলিতে দু'দিনে এসে গিয়েছে 240 কোটি টাকা ৷ ছবি মুক্তির দ্বিতীয় দিনেই এই ছবি ব্যবসা করেছে 100 কোটি টাকা ৷

মাইথোলজিক্যাল মহাকাব্য রামায়ণ-কে সেলুলয়েডের পর্দায় এমনভাবে তুলে ধরা হয়েছে যা লার্জার দ্যান লাইফ ৷ মুক্তির পরেও বিতর্ক এই ছবির পিছু ছাড়েনি ৷ ছবির পোশাক, গল্পের বুনন, সাজ সবকিছু নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর চর্চা ৷ তার মধ্যেও ছবির লক্ষ্মীলাভ অক্সিজেন জুগিয়েছে 'আদিপুরুষ' টিমকে ৷

রবিবার টি-সিরিজের অফিসিয়াল পেজে একটি টুইট করা হয় ৷ সেখানে জানানো হয়েছে এই ছবির কালেকশন নিয়ে ৷ বলা হয়েছে, "আদিপুরুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের মুগ্ধ করেছে ৷ ছবি মুক্তির দিনেই 140 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি ৷ দ্বিতীয় দিনে বক্সঅফিস কালেকশন 100 কোটি টাকা ৷ অর্থাৎ দুদিনেই এই ছবির লক্ষ্মীলাভ হয়েছে 240 কোটি টাকা ৷ জয় শ্রী রাম ৷"

আরও পড়ুন: বিতর্ক থামাতে আদিপুরুষের কিছু সংলাপ বদলে ফেলবেন নির্মাতারা

ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে প্রভাস (রাম), কৃতি শ্যানন (সীতা) ও সইফ আলি খান (রাবণ)-কে ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে টি-সিরিজের ভূষণ কুমার ৷ ছবিমুক্তির প্রথম দিন থেকেই প্রভাস অনুরাগীদের মধ্যে দেখা গিয়েছিল উত্তেজনা ৷ ভোররাত থেকেই প্রেক্ষাগৃহের সামনে প্রভাস ভক্তদের দেখা গিয়েছিল ৷ অন্যদিকে, সিনেমা হলে দেখা গিয়েছিল রামভক্ত হনুমানকেও ৷ সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, রবিবার আরও একটি তথ্য সামনে এসেছে ৷ সংলাপ রচয়িতা মনোজ মুন্তাশির জানিয়েছেন, বিতর্কের কারণে হিন্দি ছবির বেশ কিছু সংলাপ পরিবর্তন করা হবে ৷ আগামী সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.