ETV Bharat / entertainment

Priyanka Bhattacharjee New Movie: মারাঠি ছবিতে বাংলার প্রিয়াঙ্কা, অভিনয়ের পরিধি বাড়ালেন ইন্ডাস্ট্রির চেনা মুখ - Marathi movie shooting

মারাঠি ছবির হাত ধরে বাংলার বাইরে কাজ করতে চলেছেন ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ৷ সামাজিক মাধ্যমে নিজের নতুন এই জার্নির কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী ৷

Etv Bharat
মারাঠি ছবিতে প্রিয়াঙ্কা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 9:29 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: মুম্বইয়ের সঙ্গে বং কানেকশন নতুন কোনও বিষয় নয়। কয়েকদিন আগেই শোনা গিয়েছে, সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। এবার জানা গেল, একটি মারাঠি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য ৷ যিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত বাবলি নামে। খুশির এই খবর সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা অভিনীত আসন্ন এই মারাঠি ছবির নাম 'জিলাবি'। 'আনন্দ পণ্ডিত মোশন পিকচার্স'-এর প্রযোজনায় আসছে এই ছবি। পরিচালক নীতিন কাম্বলে। ক্যামেরায় গণেশ উতেকার। ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা। ইটিভি ভারতের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ৷ তবে দূরাভাষ বন্ধ থাকায় অভিনেত্রীর প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি ৷ সূত্রের খবর, এই মুহূর্তে শুটিংয়ের কাজে মুম্বইতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। মায়ানগরীতে নিজের অস্থায়ী ঠিকানা থেকে ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তাঁর এই নতুন জার্নিতে খুশি অনুরাগীরাও ৷ সোশাল মিডিয়ায় দিয়েছেন শুভেচ্ছাবার্তা ৷

অভিনেত্রী প্রিয়াঙ্কা বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। পজিটিভ এবং নেগেটিভ দু'ধরনের চরিত্রেই সমান পারদর্শী তিনি। তাঁর শেষ ধারাবাহিক 'অপরাজিতা অপু'। একইসঙ্গে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। ব্যোমকেশ সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ওটিটির দিকেই বেশি ঝুঁকেছেন প্রিয়াঙ্কা। এর মাঝেই সামাজিক মাধ্যমে মারাঠি ছবির খবর দিলেন তিনি।

আরও পড়ুন: দেব-সোহমের সামনেই অজগরের ওপর দাঁড়িয়ে ছবি! ধিক্কার বন্যপ্রাণপ্রেমীদের

এর আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজে দর্শক প্রিয়াঙ্কাকে দেখেছেন। সৌভিক দে পরিচালিত ‘ব্রহ্মা অর্জুন’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। সৌভিক দে পরিচালিত, এই সিরিজ়ের শুটিং হয়েছে ঝাড়খণ্ডে। তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রোহন ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত। সিরিজে অভিনেত্রীর চরিত্রের নাম ‘পুষ্পা’। পাভেল পরিচালিত ‘মন খারাপ’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। ছবিটি সম্ভবত আগামী দীপাবলিতে মুক্তি পাবে।

আরও পড়ুন: 'মন্দার'-এর মজনু বুড়িই এবার দেবের ছবিতে ঋষি অরবিন্দ

কলকাতা, 14 সেপ্টেম্বর: মুম্বইয়ের সঙ্গে বং কানেকশন নতুন কোনও বিষয় নয়। কয়েকদিন আগেই শোনা গিয়েছে, সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। এবার জানা গেল, একটি মারাঠি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য ৷ যিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত বাবলি নামে। খুশির এই খবর সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা অভিনীত আসন্ন এই মারাঠি ছবির নাম 'জিলাবি'। 'আনন্দ পণ্ডিত মোশন পিকচার্স'-এর প্রযোজনায় আসছে এই ছবি। পরিচালক নীতিন কাম্বলে। ক্যামেরায় গণেশ উতেকার। ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা। ইটিভি ভারতের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ৷ তবে দূরাভাষ বন্ধ থাকায় অভিনেত্রীর প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি ৷ সূত্রের খবর, এই মুহূর্তে শুটিংয়ের কাজে মুম্বইতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। মায়ানগরীতে নিজের অস্থায়ী ঠিকানা থেকে ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তাঁর এই নতুন জার্নিতে খুশি অনুরাগীরাও ৷ সোশাল মিডিয়ায় দিয়েছেন শুভেচ্ছাবার্তা ৷

অভিনেত্রী প্রিয়াঙ্কা বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। পজিটিভ এবং নেগেটিভ দু'ধরনের চরিত্রেই সমান পারদর্শী তিনি। তাঁর শেষ ধারাবাহিক 'অপরাজিতা অপু'। একইসঙ্গে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। ব্যোমকেশ সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ওটিটির দিকেই বেশি ঝুঁকেছেন প্রিয়াঙ্কা। এর মাঝেই সামাজিক মাধ্যমে মারাঠি ছবির খবর দিলেন তিনি।

আরও পড়ুন: দেব-সোহমের সামনেই অজগরের ওপর দাঁড়িয়ে ছবি! ধিক্কার বন্যপ্রাণপ্রেমীদের

এর আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজে দর্শক প্রিয়াঙ্কাকে দেখেছেন। সৌভিক দে পরিচালিত ‘ব্রহ্মা অর্জুন’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। সৌভিক দে পরিচালিত, এই সিরিজ়ের শুটিং হয়েছে ঝাড়খণ্ডে। তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রোহন ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত। সিরিজে অভিনেত্রীর চরিত্রের নাম ‘পুষ্পা’। পাভেল পরিচালিত ‘মন খারাপ’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। ছবিটি সম্ভবত আগামী দীপাবলিতে মুক্তি পাবে।

আরও পড়ুন: 'মন্দার'-এর মজনু বুড়িই এবার দেবের ছবিতে ঋষি অরবিন্দ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.