মুম্বই, 8 অক্টোবর: যুদ্ধে বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচা ৷ আজ দুপুরে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁর চোখে-মুখে ধরা পড়েছে আতঙ্কের ছাপ ৷ হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন অভিনেত্রী ৷ তবে হামাসের বেনজির আক্রমণে ইজরায়েলে যুদ্ধ শুরু হওয়ায় সেখানে আটকে পড়েছিলেন তিনি ৷
রবিবার দুপুরে যখন নুসরত মুম্বই বিমানবন্দরে পৌঁছন, তখন তাঁর মধ্যে স্পষ্ট ছিল আতঙ্কের ছায়া ৷ রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে ৷ ইজরায়েলে তাঁর অভিজ্ঞতার কথা জানতে বিমানবন্দরে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ তবে সেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিনেত্রী ৷ তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে ভিড়ের মধ্যে থেকে নিরাপদে বের করে নিয়ে যান ৷ সাংবাদিকদের উদ্দেশে নুসরত এটুকু বুঝিয়ে দেন, এই আতঙ্ক কাটাতে তাঁর একটু সময় লাগবে ৷ আগে তিনি বাড়ি ফিরতে চান ৷ পরে নিজের প্রতিক্রিয়া জানাবেন ৷
হামাস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে অগ্নিগর্ভ ইজরায়েলে আটকে পড়েছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ শনিবার তাঁর দলের এক সদস্য এ কথা জানান ৷ তিনি জানিয়েছিলেন যে, প্রাথমিকভাবে বেশ কিছুক্ষণ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ পরে জানানো হয় যে, নুসরতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দূতাবাসের চেষ্টায় তাঁকে নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা চলছে ৷
আরও পড়ুন: দূতাবাসের চেষ্টায় যুদ্ধ-দীর্ণ ইজরায়েল থেকে দেশে ফেরানো হচ্ছে নুসরতকে
নুসরত ভারুচার দলের একজন সদস্য প্রথমে জানান, "শনিবার বেলা সাড়ে 12টার দিকে যখন আমি শেষবারের মতো তাঁর সঙ্গে যোগাযোগ করি, তখন জানতে পারি যে তিনি একটি বেসমেন্টে নিরাপদে আছেন ।" অভিনেত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সময় এর থেকে বেশি কিছু জানানো হয়নি ।
পরে তাঁর দলের সদস্য জানান, "আমরা অবশেষে নুসরতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে । আমরা সরাসরি বিমান পাইনি ৷ তাই তিনি একটি সংযোগকারী বিমানে দেশে ফিরছেন ৷ তাঁর সুরক্ষার জন্য, আরও বিশদ তথ্য জানানো যাবে না ৷ তবে তিনি ভারতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাব ৷ আমরা স্বস্তি পেয়েছি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি নিরাপদে আছেন এবং ভারতে ফিরছেন ৷" নুসরতের দেশে ফেরার খবর স্বস্তি দিয়েছে তাঁর অনুরাগীদের ৷