ETV Bharat / entertainment

Madhabi Mukherjee Hospitalized: অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, হাসপাতালে ভরতি পর্দার 'চারুলতা' - অসুস্থ মাধবী মুখোপাধ্যায়

অসুস্থ পর্দার 'চারুলতা' মাধবী মুখোপাধ্যায় ৷ পায়ের সংক্রমণ নিয়ে ভরতি হয়েছিলেন হাসপাতালে ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে সুস্থ আছেন অভিনেত্রী ৷

Etv Bharat
হাসপাতালে ভরতি পর্দার 'চারুলতা'
author img

By

Published : Jul 13, 2023, 6:02 PM IST

কলকাতা, 13 জুলাই: গুরুতর অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। পায়ে সংক্রমণ নিয়ে তিনি ভরতি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৷ জানা গিয়েছে, প্রথমে এই বর্ষীয়ান অভিনেত্রীকে জেনারেল বেডে রাখা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে । ডা: বিশ্বজিৎ ঘোষদস্তিদারের অধীনে চিকিৎসারত অভিনেত্রী।

হাসপাতাল সূত্রে খবর, সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও বিপদ কাটেনি এখনও। তাই এখনও তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে। জানা গিয়েছে, তিনি উচ্চ রক্তচাপে ভোগেন এবং সুগার রয়েছে তাঁর। তবে, এই মুহূর্তে তাঁর সুগারের মাত্রা আয়ত্ত্বের মধ্যে।

উল্লেখ্য, সেলুলাইটিসের কারণে তাঁর দুই পা জুড়ে র‍্যাশ বেরিয়েছিল। এরপর বেশ কিছু টেস্টের পর জানা যায় প্রবীণ অভিনেত্রীর পায়ে সংক্রমণ হয়েছে। আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা বাকি রয়েছে ৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে কবে নাগাদ ছাড়া হতে পারে তা নিয়ে ৷ আপাতত মেডিক্যাল বোর্ড গঠন করে প্রতিটা মুহূর্তে নজর রাখা হচ্ছে অভিনেত্রীর ওপর। সূত্রের খবর, বুধবার রাতে ঠিকভাবে ঘুম হয়নি বর্ষীয়ান অভিনেত্রীর। তবে বৃহস্পতিবার সকাল থেকে ভালো ঘুম হয়েছে তাঁর ৷

ETV Bharat
মাধবী মুখোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন

প্রসঙ্গত, মাধবী মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর একপ্রকার অজানাই ছিল সকলের। গত 21 জুন গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভরতি হয়েছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতাল থেকেই প্রাপ্ত বুলেটিন মারফত বৃহস্পতিবার জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছু টেস্টের পর দিন কয়েকের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হবে তাঁকে।

আরও পড়ুন: বাংলা ছবিতে রাইসিনা হিলসের দৃশ্য, জল থইথই দিল্লিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন শিবপ্রসাদ

প্রসঙ্গত, দিনকয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল 'বালিঝড়' ধারাবাহিকে তৃণা সাহার ঠাকুমার চরিত্রে। এরপর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি বর্ষীয়ান এই অভিনেত্রীকে। তবে পর্দার চারুলতা সুস্থ হয়ে ফিরে আসুন, এই কামনাই করছেন অনুরাগীরা ৷

কলকাতা, 13 জুলাই: গুরুতর অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। পায়ে সংক্রমণ নিয়ে তিনি ভরতি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৷ জানা গিয়েছে, প্রথমে এই বর্ষীয়ান অভিনেত্রীকে জেনারেল বেডে রাখা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে । ডা: বিশ্বজিৎ ঘোষদস্তিদারের অধীনে চিকিৎসারত অভিনেত্রী।

হাসপাতাল সূত্রে খবর, সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও বিপদ কাটেনি এখনও। তাই এখনও তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে। জানা গিয়েছে, তিনি উচ্চ রক্তচাপে ভোগেন এবং সুগার রয়েছে তাঁর। তবে, এই মুহূর্তে তাঁর সুগারের মাত্রা আয়ত্ত্বের মধ্যে।

উল্লেখ্য, সেলুলাইটিসের কারণে তাঁর দুই পা জুড়ে র‍্যাশ বেরিয়েছিল। এরপর বেশ কিছু টেস্টের পর জানা যায় প্রবীণ অভিনেত্রীর পায়ে সংক্রমণ হয়েছে। আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা বাকি রয়েছে ৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে কবে নাগাদ ছাড়া হতে পারে তা নিয়ে ৷ আপাতত মেডিক্যাল বোর্ড গঠন করে প্রতিটা মুহূর্তে নজর রাখা হচ্ছে অভিনেত্রীর ওপর। সূত্রের খবর, বুধবার রাতে ঠিকভাবে ঘুম হয়নি বর্ষীয়ান অভিনেত্রীর। তবে বৃহস্পতিবার সকাল থেকে ভালো ঘুম হয়েছে তাঁর ৷

ETV Bharat
মাধবী মুখোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন

প্রসঙ্গত, মাধবী মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর একপ্রকার অজানাই ছিল সকলের। গত 21 জুন গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভরতি হয়েছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতাল থেকেই প্রাপ্ত বুলেটিন মারফত বৃহস্পতিবার জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছু টেস্টের পর দিন কয়েকের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হবে তাঁকে।

আরও পড়ুন: বাংলা ছবিতে রাইসিনা হিলসের দৃশ্য, জল থইথই দিল্লিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন শিবপ্রসাদ

প্রসঙ্গত, দিনকয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল 'বালিঝড়' ধারাবাহিকে তৃণা সাহার ঠাকুমার চরিত্রে। এরপর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি বর্ষীয়ান এই অভিনেত্রীকে। তবে পর্দার চারুলতা সুস্থ হয়ে ফিরে আসুন, এই কামনাই করছেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.