হায়দরাবাদ, 16 জুন: তাঁকে ভালোবাসা যায় আবার তাঁকে ঘৃণাও করা যায় ৷ কিন্তু উপেক্ষা করা যায় না ৷ তিনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ কেরিয়ারের শিখরে থাকলেও 2017 পর থেকে তাঁর অধিকাংশ ছবি পেয়েছে ফ্লপের তকমা ৷ কিন্তু তাঁর অভিনয় নজর কেড়েছে ৷ আবারও তিনি চর্চায় ৷ বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ কঙ্গনার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে 'টিকু ওয়েডস শেরু' ৷ তারই প্রোমোশনে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী কঙ্গনা ৷ সেখানেই তিনি জানালেন কবে বসছেন বিয়ের পিঁড়িতে ৷
সাই কবীর শ্রীবাস্তব পরিচালিত 'টিকু ওয়েডস শেরু' ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অভনীত কৌর ৷ ছবির মুক্তি 23 জুন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সম্প্রতি এই ছবির ট্রেলার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷ ছবির প্রমোশনে সাংবাদিককদের মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা ৷ বিয়ে নিয়ে যখন ছবির গল্প, স্বাভাবিকভাবেই উঠে এসেছে কঙ্গনার বিয়ের প্রসঙ্গও ৷
কবে বিয়ে করছেন এই প্রশ্ন উঠতেই কঙ্গনা বলেন, "প্রত্যেক কিছুর নির্দিষ্ট একটা সময় থাকে ৷ যখন বিয়ের সময় আসবে তখন নিশ্চই বিয়ে নিয়ে ভাবব ৷ আমিও চাই বিয়ে করতে, নিজের পরিবার তৈরি করতে ৷ কিন্তু সঠিক সময় আসলেই সেটা হবে ৷" যদি টিকু ওয়েডস শেরু ছবির চিত্রনাট্যের কথা বলা হয় তাহলে, ডার্ক কমেডির মজা পাবেন দর্শক এই ছবির মাধ্যমে ৷ আরব সাগরের তীরে একজন উঠতি জুনিয়র আর্টিস্ট ও একজন অভিনেত্রী হতে ইচ্ছুক দুই যুগলের জার্নি তুলে ধরা হয়েছে মজার ছলে ৷
-
#WATCH | Mumbai: "Everything happens at the right time and if it is meant to come in my life, it will surely come," says actress Kangana Ranaut when asked about her plans to get married pic.twitter.com/EGzrzFVFsN
— ANI (@ANI) June 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Mumbai: "Everything happens at the right time and if it is meant to come in my life, it will surely come," says actress Kangana Ranaut when asked about her plans to get married pic.twitter.com/EGzrzFVFsN
— ANI (@ANI) June 16, 2023#WATCH | Mumbai: "Everything happens at the right time and if it is meant to come in my life, it will surely come," says actress Kangana Ranaut when asked about her plans to get married pic.twitter.com/EGzrzFVFsN
— ANI (@ANI) June 16, 2023
ছবিতে অভিনয় প্রসঙ্গে নওয়াজ বলেন, "এই ছবিতে কমেডির মোড়কে একটা লড়াই তুলে ধরা হয়েছে ৷ নিজের স্বপ্নকে সফল করার জার্নি তুলে ধরা হয়েছে ৷ টিকু আর শেরু দুজনেই আলাদা ব্যক্তিত্বের ৷ কিন্তু তাঁদের স্বপ্ন এক ৷"
আরও পড়ুন: অগ্রিম বুকিংয়ে কেজিএফ 2'কে পিছনে ফেলল আদিপুরুষ, সামনে কেবল পাঠান
প্রসঙ্গত, প্রযোজনার পাশাপাশি কঙ্গনা ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং ছবি নিয়েও ৷ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন তিনি ৷ ছবির নাম 'এমারজেন্সি' ৷ এই ছবির হাত ধরেই প্রথম একক পরিচালক হিসাবে হাত পাকিয়েছেন কঙ্গনা ৷ কঙ্গনা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরী, শ্রেয়স তলপড়ে ৷ এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে 'চন্দ্রমুখী-টু' ৷ তামিলের ব্লকব্লাস্টার ছবি 'চন্দ্রমুখী'র সিক্যুয়েল হতে চলেছে এই ছবি ৷ 'চন্দ্রমুখী'তে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও জ্যোথিকা ৷