হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: অস্বাভাবিক মৃত্যু ঘটল মালয়ালম টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী অপর্ণা নায়ারের ৷ তিরুবনন্তপুরমে তাঁর বাসভবনে উদ্ধার হয় তাঁর দেহ ৷ বৃহস্পতিবার সন্ধে 7টায় মৃত অবস্থায় পাওয়া যায় 31 বছর বয়সি এই অভিনেত্রীকে ।
জানা গিয়েছে, অভিনেত্রী অপর্ণা নায়ারকে যখন তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়, তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁর মা ও বোন । পুলিশ অভিনেত্রীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এই ঘটনায় করমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে । অপর্ণা নায়ারের মৃত্যুর মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃতার আত্মীয়স্বজন এবং পরিবারের কাছ থেকে বিবৃতি রেকর্ড করা হচ্ছে । অপর্ণা নায়ার তাঁর স্বামী সঞ্জিত এবং দুই মেয়ে থ্রায়া ও কৃত্তিকাকে রেখে গিয়েছেন ।
2005 সালে মায়োখাম দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে অপর্ণা নায়ারের । এর পরে তিনি অনেক চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে অভিনয় করেছেন । নায়ারের উল্লেখযোগ্য ছবিগুলি হল রান বেবি রান, সেকেন্ডস, আচায়ানস, মেঘতীর্থম, মুদ্দুগাউ, কার্ট সমক্ষম বলান ভকিল, কল্কি ৷ এ ছাড়াও চন্দনামাঝা ও আত্মসাখির মতো ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে ।
আরও পড়ুন: পিষে দিল ট্রাক ! মর্মান্তিক মৃত্যু টেলি অভিনেত্রী সুচন্দ্রার
(আত্মহত্যা কোনও সমাধান নয় । আপনার যদি আত্মহত্যার চিন্তা মাথায় আসে, বা আপনার কোনও বন্ধুর জন্য যদি এ ব্যাপারে চিন্তিত থাকেন বা মানসিক সমর্থনের প্রয়োজন হয়, তাহলে তা শোনার জন্য কেউ সবসময় আছে । স্নেহা ফাউন্ডেশন - 04424640050 (24x7 নম্বর) অথবা iCall, Tata Institute of Social Sciences-এ কল করুন ৷ হেল্পলাইন - 9152987821 ৷ এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে 10টা পর্যন্ত পাওয়া যায় ।)