কলকাতা, 29 জুন: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ও অভিনেতা উদয় প্রতাপ সিং ৷ প্রেম পর্ব পেরিয়ে এবার তা পা গলালেন সংসার ধর্মে ৷ 28 জুন খুব সাধারণভাবে বিয়ে পর্ব সেরেছেন টলিউডের এই লাভবার্ড ৷ সোশাল মিডিয়ায় জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিতারকারাও ৷
টলিপাড়ায় যেন বিয়ের মরশুম ৷ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়- সৌম্য বক্সী, মিষ্টি সিং-রেমো দাস, দুর্নিবার-মোহর, সুদীপ্তা চক্রবর্তী-স্বর্ণশেখর জোয়ারদারের পর এবার বিয়ে সারলেন 'এখানে আকাশ নীল' খ্যাত অভিনেত্রী অনামিকা। নিম ফুলের মধুর চয়ন ওরফে উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে 28 জুন সারলেন আইনি বিয়ে। বিয়ের ছবি মাঝরাতে আসলেও অনুরাগী ও অভিনেতা-অভিনেত্রীর কাছের বন্ধুরা কমেন্ট ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছায় ৷ মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু জানিয়েছেন শুভেচ্ছা ৷ লিখেছেন, 'খুব সুখী হও তোমরা।' সঙ্গে জুড়ে দিয়েছিলেন লাভ ইমোজি ৷ বিক্রম চট্টোপাধ্যায়, মিশমী দাস, প্রিয়াঙ্কা ভট্টাচার্যের মতো টেলি তারকারা নবদম্পতিকে জানিয়েছেন অভিনন্দন ও শুভেচ্ছা ৷
নববধূর সাজ তথা অনামিকার সাজ ছিল সিম্পল অথচ এলিগ্যান্ট ৷ আইনি বিয়ের দিন তিনি বেছে নিয়েছিলেন হালকা পিচ রঙের ডিজাইনার শাড়ি। গলায়, কানে ও হাতে ছিল মানানসই ছিমছাম গয়না। খোলা চুলের মাঝখানে ঝলমল করছে লাল সিঁদুর। পাশাপাশি বিশে, দিনে উদয় প্রতাপ পরেছিলেন হাসকা আকাশী রঙের পাঞ্জাবি ৷ বর ও বধূ দু'জনের গলাতেই ছিল গোলাপের মালা। সিঁদুরদান করে আইনি বিয়ে সারেন দুজনেই। আর তারপরে জাস্ট ম্যারেড লেখা কেক কাটেন। সোশাল মিডিয়ায় বিয়ের আদুরে ছবি শেয়ার করে নিয়েছেন অনামিকা। পোস্টে লিখেছেন, "আমাদের জীবনের একটা নতুন শুরু। আমরা অবশেষে এটা করতে পারলাম।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
প্রসঙ্গত, সিরিয়ালের শুটিং সেটেই পরিচয় হয়েছিল অনামিকা ও উদয়ের ৷ সেখান থেকেই ভালোলাগা থেকে ভালোবাসার শুরু ৷ কোনও দিন নিজেদের প্রেম নিয়ে লুকাছুপি খেলেননি তাঁরা ৷ বরং সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁদের খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানোর নানা ছবি ৷ একসঙ্গে সেই শেয়ারিং-কেয়ারিং পর্বের আরও এক ধাপ এগোল নবদম্পতি অনামিকা-উদয় ৷
আরও পড়ুন: বিশ্রাম শব্দটা অভিধানে নেই, নতুন সিরিজের শ্য়ুটিং শুরু অরিন্দমের
উল্লেখ্য, সামনেই মুক্তি পাচ্ছে অনামিকার নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়কে। ছবিতে রয়েছেন অনামিকা চক্রবর্তীও। সোশাল মিডিয়ায় নিজের লুক ও চরিত্র সম্পর্কে নানা কথা শেয়ার করে নিয়েছিলেন তিনিও।