ETV Bharat / entertainment

Sayan Ghosh: ব্লাড ক্যানসারে আক্রান্ত সায়ন ঘোষের বোন, অনুরাগীদের সাহায্য চাইলেন অভিনেতা - ব্লাড ক্যানসারে আক্রান্ত সায়ন ঘোষের বোন

ব্লাড ক্যানসারে ভুগছেন সায়ন ঘোষের বোন ৷ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 50 লক্ষ টাকা । অনুরাগীদের কাছে সাহায্যের আবেদন জানালেন অভিনেতা (Actor Sayan Ghosh Seeks Help form The Netizen)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 31, 2022, 10:33 AM IST

কলকাতা, 31 অক্টোবর: বাংলা বিনোদন দুনিয়ার এখন একটি জনপ্রিয় নাম সায়ন ঘোষ(Sayan Ghosh) । দর্শককে কমেডির বাঁধনে বাঁধতে তিনি সিদ্ধহস্ত । বলা বাহুল্য, তাঁর রসবোধের প্রেমে পাগল রেডিয়োর শ্রোতা থেকে পর্দার দর্শক- সকলেই । এহেন সায়নের জীবনে এখন মহাসংকট । সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা । এই কঠিন সময়ে অনুরাগীদের কাছ থেকে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন ‘রেস্ট ইন প্রেম’ খ্যাত অভিনেতা (Actor Sayan Ghosh Seeks Help form The Netizen)।

সায়নের বোন ব্লাড ক্যানসারে আক্রান্ত (Sister of Sayan is Suffering From Blood Cancer)। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে তাঁর । চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 50 লক্ষ টাকা । আর তাই সামাজিক মাধ্যমে ভক্তদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইলেন অভিনেতা । পাশাপাশি 'ও পজিটিভ' (O+) গ্রুপের রক্তদাতাদেরও এগিয়ে আসতে অনুরোধ করলেন তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেতা নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে লিখেছেন,"আমার বোন চন্দ্রসেনা কোণার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছে । ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্থিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য 50 লাখের বেশি টাকার প্রয়োজন । আর প্রয়োজন প্রচুর ও পজিটিভ ব্লাড ডোনার । আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক 'ও পজিটিভ' রক্তদাতারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন । আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন ।"

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি আমির খানের মা

এই পোস্টের সঙ্গে তিনি আর্থিক সাহায্যের জন্য নিজের অ্যাপ-এর নম্বরও জানিয়েছেন । তাঁর পোস্ট দেখে অনেকেই সাড়া দিয়েছেন ৷ অভিনেতার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন অনেকেই ৷ সায়নের বোনের দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা । অনেকেই রক্ত দিতেও ইচ্ছা প্রকাশ করেছেন ।

কলকাতা, 31 অক্টোবর: বাংলা বিনোদন দুনিয়ার এখন একটি জনপ্রিয় নাম সায়ন ঘোষ(Sayan Ghosh) । দর্শককে কমেডির বাঁধনে বাঁধতে তিনি সিদ্ধহস্ত । বলা বাহুল্য, তাঁর রসবোধের প্রেমে পাগল রেডিয়োর শ্রোতা থেকে পর্দার দর্শক- সকলেই । এহেন সায়নের জীবনে এখন মহাসংকট । সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা । এই কঠিন সময়ে অনুরাগীদের কাছ থেকে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন ‘রেস্ট ইন প্রেম’ খ্যাত অভিনেতা (Actor Sayan Ghosh Seeks Help form The Netizen)।

সায়নের বোন ব্লাড ক্যানসারে আক্রান্ত (Sister of Sayan is Suffering From Blood Cancer)। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে তাঁর । চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 50 লক্ষ টাকা । আর তাই সামাজিক মাধ্যমে ভক্তদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইলেন অভিনেতা । পাশাপাশি 'ও পজিটিভ' (O+) গ্রুপের রক্তদাতাদেরও এগিয়ে আসতে অনুরোধ করলেন তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেতা নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে লিখেছেন,"আমার বোন চন্দ্রসেনা কোণার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছে । ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্থিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য 50 লাখের বেশি টাকার প্রয়োজন । আর প্রয়োজন প্রচুর ও পজিটিভ ব্লাড ডোনার । আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক 'ও পজিটিভ' রক্তদাতারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন । আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন ।"

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি আমির খানের মা

এই পোস্টের সঙ্গে তিনি আর্থিক সাহায্যের জন্য নিজের অ্যাপ-এর নম্বরও জানিয়েছেন । তাঁর পোস্ট দেখে অনেকেই সাড়া দিয়েছেন ৷ অভিনেতার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন অনেকেই ৷ সায়নের বোনের দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা । অনেকেই রক্ত দিতেও ইচ্ছা প্রকাশ করেছেন ।

For All Latest Updates

TAGGED:

Sayan Ghosh
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.