ETV Bharat / entertainment

Parambrata Chattopadhyay: ভিনরাজ্যে গিয়ে নাকি কলকাতার পাত্রীকে বিয়ে করলেন পরম, টলি হার্টথ্রবকে নিয়ে জোর গুঞ্জন নেটপাড়ায় - বিয়ের গুঞ্জন পরমব্রতর

'বিয়ে বিভ্রাট'-এর মুক্তির আগেই পরমব্রতর বিয়ের গুঞ্জন। তিনি নাকি বিয়ে করছেন ! রবিবার রাত থেকেই সোশাল মিডিয়ায় চলল পরম বিয়ের চর্চা ।

Etv Bharat
সামাজিক মাধ্যমে বিয়ের গুঞ্জন পরমব্রতর
author img

By

Published : Jul 10, 2023, 8:16 PM IST

কলকাতা, 10 জুলাই: চুপিসারে বিয়ে করেছেন পরমব্রতম চট্টোপাধ্যায় ৷ পাত্রী কে? পাত্রী নাকি, সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ৷ রবিবার রাত থেকে সোশাল মিডিয়ায় গুঞ্জন এমনটাই ৷ অবশেষে পরমব্রতর 'সিঙ্গল', 'ব্যাচেলর' বদনাম ঘুচল, মতামত নেটিজেনদের ৷

টলিউডে চার্মিং বয় পরমব্রত চট্টোপাধ্যায় এখন বঙ্গনারীর হৃদয়হরণ করতে সক্ষম রাখে ৷ এহেন অভিনেতা এখনও পর্যন্ত সিঙ্গল ৷ সম্পর্কের রসায়ন তৈরি হয়েছে অনেকের সঙ্গেই ৷ কিন্তু সঠিক জীবনসাথী তিনি নাকি, এখনও খুঁজেই পাননি । এহেন অভিনেতার বিয়ের খবর যদি সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করে, তাবলে অবশ্যই প্রশ্ন উঠবে পাত্রীটি কে?

অন্যদিকে, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজিত, রাজা চন্দ পরিচালিত বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট'-এর ট্রেলার ৷ বিয়ে নিয়ে যিনি এত বিভ্রাটের মধ্যে রয়েছেন তিনি যদি সত্যিই জীবনে থিতু হন, তাহলে এর থেকে ভালো খবর আর কীইবা হতে পারে ৷ অভিনেতা পরমব্রত বর্তমানে রয়েছেন মুম্বইয়ে ৷ সেখান থেকেই খবর, কলকাতায় নয়, মুম্বইতেই লোকচক্ষুর অন্তরালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউডের ব্যাচেলর প্রিন্স ৷

এই প্রসঙ্গে তাঁর সঙ্গে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টাও করা হয় ৷ কিন্তু তিনি ব্যস্ত থাকার দরুণ সত্য়িটা জানা যায়নি ৷ তবে সূত্রের খবর, এই ধরনের খবরে এতটুকু চিন্তিত নন অভিনেতা ৷ বরং বেশ মজাই পাচ্ছেন ৷ তিনি নাকি ঘনিষ্ঠমহলে এও বলেছেন, সিঙ্গল আছেন বলেই যত গুজব উঠেছে । তিনি নাকি যে শহরেই যান, সেখানেই একটা করে বিয়ে করে আসেন । ফলে পরমব্রতর বিয়ে করেছেন এই কথা কতটা সত্যি, তার উত্তর দেবে সময় । আপাতত, এই ধরনের গুঞ্জন যে আদতে তাঁর পরবর্তী ছবির প্রচারটা দিব্য সেরে ফেলেছে, তা বলাই যায় ।

আরও পড়ুন: মিস দাস এবার মিসেস সমাদ্দার ! চারহাত এক হল শ্রুতি-স্বর্ণেন্দুর

প্রসঙ্গত, অনুপম রায়ের সঙ্গে পিয়ার ঘর ভেঙেছে বছর কয়েক আগেই। এরপরেই শোনা গিয়েছিল, বিয়ে ভাঙার কার ছিলেন পরমব্রত। অনুপম-ঘরণির সঙ্গে নাকি প্রেমে জড়িয়ে পরেছিলেন তিনি । যদিও এই নিয়ে কেউই কখনও মুখ খোলেননি । অন্যদিকে, নেদারল্যান্ডবাসী বান্ধবী ইকার সঙ্গেও তিনি সম্পর্কে ছিলেন বেশ কিছুদিন । তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি । অবশেষে কে হবেন পরমের মনের মানুষ, সেই দিকে তাকিয়ে অনুরাগীরাও ।

কলকাতা, 10 জুলাই: চুপিসারে বিয়ে করেছেন পরমব্রতম চট্টোপাধ্যায় ৷ পাত্রী কে? পাত্রী নাকি, সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ৷ রবিবার রাত থেকে সোশাল মিডিয়ায় গুঞ্জন এমনটাই ৷ অবশেষে পরমব্রতর 'সিঙ্গল', 'ব্যাচেলর' বদনাম ঘুচল, মতামত নেটিজেনদের ৷

টলিউডে চার্মিং বয় পরমব্রত চট্টোপাধ্যায় এখন বঙ্গনারীর হৃদয়হরণ করতে সক্ষম রাখে ৷ এহেন অভিনেতা এখনও পর্যন্ত সিঙ্গল ৷ সম্পর্কের রসায়ন তৈরি হয়েছে অনেকের সঙ্গেই ৷ কিন্তু সঠিক জীবনসাথী তিনি নাকি, এখনও খুঁজেই পাননি । এহেন অভিনেতার বিয়ের খবর যদি সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করে, তাবলে অবশ্যই প্রশ্ন উঠবে পাত্রীটি কে?

অন্যদিকে, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজিত, রাজা চন্দ পরিচালিত বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট'-এর ট্রেলার ৷ বিয়ে নিয়ে যিনি এত বিভ্রাটের মধ্যে রয়েছেন তিনি যদি সত্যিই জীবনে থিতু হন, তাহলে এর থেকে ভালো খবর আর কীইবা হতে পারে ৷ অভিনেতা পরমব্রত বর্তমানে রয়েছেন মুম্বইয়ে ৷ সেখান থেকেই খবর, কলকাতায় নয়, মুম্বইতেই লোকচক্ষুর অন্তরালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউডের ব্যাচেলর প্রিন্স ৷

এই প্রসঙ্গে তাঁর সঙ্গে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টাও করা হয় ৷ কিন্তু তিনি ব্যস্ত থাকার দরুণ সত্য়িটা জানা যায়নি ৷ তবে সূত্রের খবর, এই ধরনের খবরে এতটুকু চিন্তিত নন অভিনেতা ৷ বরং বেশ মজাই পাচ্ছেন ৷ তিনি নাকি ঘনিষ্ঠমহলে এও বলেছেন, সিঙ্গল আছেন বলেই যত গুজব উঠেছে । তিনি নাকি যে শহরেই যান, সেখানেই একটা করে বিয়ে করে আসেন । ফলে পরমব্রতর বিয়ে করেছেন এই কথা কতটা সত্যি, তার উত্তর দেবে সময় । আপাতত, এই ধরনের গুঞ্জন যে আদতে তাঁর পরবর্তী ছবির প্রচারটা দিব্য সেরে ফেলেছে, তা বলাই যায় ।

আরও পড়ুন: মিস দাস এবার মিসেস সমাদ্দার ! চারহাত এক হল শ্রুতি-স্বর্ণেন্দুর

প্রসঙ্গত, অনুপম রায়ের সঙ্গে পিয়ার ঘর ভেঙেছে বছর কয়েক আগেই। এরপরেই শোনা গিয়েছিল, বিয়ে ভাঙার কার ছিলেন পরমব্রত। অনুপম-ঘরণির সঙ্গে নাকি প্রেমে জড়িয়ে পরেছিলেন তিনি । যদিও এই নিয়ে কেউই কখনও মুখ খোলেননি । অন্যদিকে, নেদারল্যান্ডবাসী বান্ধবী ইকার সঙ্গেও তিনি সম্পর্কে ছিলেন বেশ কিছুদিন । তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি । অবশেষে কে হবেন পরমের মনের মানুষ, সেই দিকে তাকিয়ে অনুরাগীরাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.