ETV Bharat / entertainment

Death of Nitesh Pandey: হোটেল থেকে উদ্ধার 'অনুপমা' খ্যাত অভিনেতা নীতেশের দেহ - Death of Nitesh Pandey

মহারাষ্ট্রের নাসিকের একটি হোটেল থেকে জনপ্রিয় টেলি অভিনেতা নীতেশ পাণ্ডের দেহ উদ্ধার হল ৷ প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্য়ু হয়েছে অভিনেতার ৷

Death of Nitesh Pandey
হোটেল থেকে উদ্ধার অভিনেতা নীতেশের মৃতদেহ
author img

By

Published : May 24, 2023, 11:40 AM IST

কলকাতা, 24 মে: গতকাল বৈভবী উপাধ্য়ায়কে হারানোর শোক কাটতে না কাটতেই আরও একবার বিনোদন জগতে নামল শোকের ছায়া ৷ প্রয়াত হলেন জনপ্রিয় টেলি অভিনেতা নীতেশ পাণ্ডে ৷ মহারাষ্ট্রের নাসিকের একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদযন্ত্র বিকল হওয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার ৷ নাসিকের ইগাতপুরি এই হোটেলে ইতিমধ্য়েই পৌঁছেছে পুলিশ ৷ মৃত্য়ুর সঠিক কারণ জানতে অবশ্য় ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই ৷ তবে পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে ৷

ইতিমধ্য়েই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ ৷ এছাড়া অভিনেতার ঘনিষ্টদেরও সঙ্গেও কথা বলা হয়েছ ৷ হৃদরোগই একমাত্র কারণ না কি আরও কোনও ঘটনা রয়েছে এর মধ্য়ে তা এখনও নিশ্চিত নয় ৷ মূলত 'অনুপমা' ধারাবাহিকে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল ৷ ধারাবাহিকে তাঁর চরিত্রটির নাম ছিল ধীরজ কুমার ৷ এছাড়া 'ওম শান্তি ওম', 'বধাই দো'-র মতো ছবিতেই কাজ করেছেন তিনি ৷ তাঁর মৃ্ত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া ৷

নীতেশের জন্ম হয় উত্তরাখণ্ডের আলমোড়ার ৷ সেখানেই কেটেছিল তাঁর ছেলেবেলা ৷ এরপর 1990 সালে অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি ৷ নাটক দিয়েই কর্মজীবন শুরু করেন ৷ এরপর ধীরে ধীরে তিনি পা রাখেন ছোটপর্দায় ৷ তাঁর ঝুলিতে রয়েছে 'দূর্গেশ নন্দিনী', 'মঞ্জিলে আপনি আপনি','জুস্তজু'-এর মতো একাধিক ধারাবাহিক ৷

বড় পর্দাতেও তিনি একইরকম জনপ্রিয় ছিলেন ৷ পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় করেছেন একাধিক ছবিতে ৷ শাহরুখের 'ওম শান্তি ওম' ছবিতে তিনি অভিনয় করেছিলেন ওমের সহকারীর ভূমিকায় ৷ এছাড়া 'খোসলা কা ঘোসলা', 'রেঙ্গুন', 'মাদারি','শাদি কি সাইড এফেক্টস', 'দাবাং 2'-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে ৷ 2003 সালে বৈবাহিক জীবনে পা রাখেন নীতেশ ৷ অশ্বিনী কলসেকরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা ৷

আরও পড়ুন: এবার কি সারা নিমরতের সঙ্গে জুটি বাঁধবেন অক্ষয়? তুঙ্গে জল্পনা

কলকাতা, 24 মে: গতকাল বৈভবী উপাধ্য়ায়কে হারানোর শোক কাটতে না কাটতেই আরও একবার বিনোদন জগতে নামল শোকের ছায়া ৷ প্রয়াত হলেন জনপ্রিয় টেলি অভিনেতা নীতেশ পাণ্ডে ৷ মহারাষ্ট্রের নাসিকের একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদযন্ত্র বিকল হওয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার ৷ নাসিকের ইগাতপুরি এই হোটেলে ইতিমধ্য়েই পৌঁছেছে পুলিশ ৷ মৃত্য়ুর সঠিক কারণ জানতে অবশ্য় ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই ৷ তবে পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে ৷

ইতিমধ্য়েই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ ৷ এছাড়া অভিনেতার ঘনিষ্টদেরও সঙ্গেও কথা বলা হয়েছ ৷ হৃদরোগই একমাত্র কারণ না কি আরও কোনও ঘটনা রয়েছে এর মধ্য়ে তা এখনও নিশ্চিত নয় ৷ মূলত 'অনুপমা' ধারাবাহিকে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল ৷ ধারাবাহিকে তাঁর চরিত্রটির নাম ছিল ধীরজ কুমার ৷ এছাড়া 'ওম শান্তি ওম', 'বধাই দো'-র মতো ছবিতেই কাজ করেছেন তিনি ৷ তাঁর মৃ্ত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া ৷

নীতেশের জন্ম হয় উত্তরাখণ্ডের আলমোড়ার ৷ সেখানেই কেটেছিল তাঁর ছেলেবেলা ৷ এরপর 1990 সালে অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি ৷ নাটক দিয়েই কর্মজীবন শুরু করেন ৷ এরপর ধীরে ধীরে তিনি পা রাখেন ছোটপর্দায় ৷ তাঁর ঝুলিতে রয়েছে 'দূর্গেশ নন্দিনী', 'মঞ্জিলে আপনি আপনি','জুস্তজু'-এর মতো একাধিক ধারাবাহিক ৷

বড় পর্দাতেও তিনি একইরকম জনপ্রিয় ছিলেন ৷ পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় করেছেন একাধিক ছবিতে ৷ শাহরুখের 'ওম শান্তি ওম' ছবিতে তিনি অভিনয় করেছিলেন ওমের সহকারীর ভূমিকায় ৷ এছাড়া 'খোসলা কা ঘোসলা', 'রেঙ্গুন', 'মাদারি','শাদি কি সাইড এফেক্টস', 'দাবাং 2'-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে ৷ 2003 সালে বৈবাহিক জীবনে পা রাখেন নীতেশ ৷ অশ্বিনী কলসেকরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা ৷

আরও পড়ুন: এবার কি সারা নিমরতের সঙ্গে জুটি বাঁধবেন অক্ষয়? তুঙ্গে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.