ETV Bharat / entertainment

Rukmini as Satyavati: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব - সত্যবতীর প্রথম ঝলক

মঙ্গলবার নিজের জন্মদিন উদযাপনে ব্যস্ত টলি সুন্দরী রুক্মিনী মৈত্র ৷ তাঁকে বিশেষ দিনে বিশেষ উপহার দিলেন অভিনেতা দেব ৷ সামনে আনলেন ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে সত্যবতীর প্রথম ঝলক ৷

Etv Bharat
দেবের ব্যোমকেশ ছবিতে সত্যবতীর প্রথম ঝলক
author img

By

Published : Jun 27, 2023, 3:51 PM IST

কলকাতা, 27 জুন: ভালোবাসার মানুষের স্পেশাল দিন আরও স্পেশাল করে তুলেছেন অভিনেতা দেব ৷ মঙ্গলবার রুক্মিনী মৈত্রর জন্মদিনে সামনে আনলেন তাঁর আসন্ন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিতে সত্যবতীর প্রথম লুক ৷ বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি শীঘ্রই মুক্তি পাবে ৷ তার আগে পর্দার ব্যোমকেশ সোশাল মিডিয়ায় তুলে ধরলেন তাঁর একমাত্র সত্যের নানা ঝলক ৷ যা দেখে মুগ্ধ অনুরাগীরা ৷

2017 সালে বড় পর্দায় একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন দেব-রুক্মিনী ৷ রাজ চক্রবর্তী পরিচালিত এবং দেব প্রযোজিত 'চ্যাম্প' সেতুবন্ধন গড়ে তুলেছিল দেব ও রুক্মিনীর মধ্যে ৷ সেই বছরেই আবারও কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'ককপিট' ছবিতে দর্শক পেয়েছিল এই যুগলকে ৷ এরপর একে একে 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ' ছবিতে দেব ও রুক্মিনীর রসায়ন শুধু বড় পর্দাতেই থেমে থাকেনি ৷ রিল থেকে রেই কেমিষ্ট্রি ধরা পড়েছে রিয়েল লাইফেও ৷

না, এখন আর কোনও লুকোচুরি নেই ৷ দেবের মন অনেকদিন আগেই কিডন্যাপ করে নিয়েছেন এই টলি সুন্দরী ৷ এবার এই জুটিকে দর্শক পেতে চলেছে ব্যোমকেশ-সত্যবতী চরিত্রে ৷ অনেক আগেই ব্যোমকেশ তথা দেবের লুক অনুরাগীদের সামনে এসেছে ৷ তবে অপেক্ষা ছিল, কেমন হবে ব্যোমকেশের সত্যের লুক ৷ মঙ্গলবার সেই প্রতীক্ষার অবসান শেষমেশ ঘটালেন স্বয়ং ব্যোমকেশ থুড়ি দেব ৷

রুক্মিনীর জন্মদিনে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন একের পর এক সত্যবতীর লুক ৷ প্রথম ছবিতে দেখা গিয়েছে, হালকা গোলাপি রঙের পাঞ্জাবী পড়ে সত্যবতীর দিকে তাকিয়ে রয়েছেন ব্যোমকেশ ৷ আর সত্যবতী এলেমেলো বিনুনীতে কালচে মেরুণ রঙের শাড়িতে আনমোনা ৷ কানে দুল, গলায় হার, হাতে শাঁখা-পলা ৷ ঠিক যেন গোধূলি বিকেলে কেউ শোনাচ্ছে ঘরে ফেরার গান ৷

দ্বিতীয় যে ছবিটি দেব শেয়ার করেছেন সেখানে সত্যবতী আটপৌঢ়ে শাড়ি পরে ব্যোমকেশের বাহুডোরে ধরা দিয়েছেন ৷ এলোকেশি সত্যবতীর চোখে যেন কিছু খোঁজার চেষ্টা সত্যসন্ধানীর ৷ এরইসঙ্গে শেয়ার করেছেন আরও দুটো ছবি ৷ নাহ, সেই ছবি পর্দার ব্যোমকেশ-সত্যবতীর নয় ৷ এই ছবি দেব-রুক্মিনীর একান্ত দিনযাপনের মুহূর্ত, যা নীল সমুদ্রের পাড়ে সোনালী সূর্যের আলোয় তৈরি করেছে এক মায়াবী ভালোবাসা ৷

আরও পড়ুন: 'সাবধান...সে ফিরছে', হাজির শাশ্বতর 'আবার প্রলয়' সিরিজের পোস্টার

টলিউডের এই জুটি এই ভাবেই হাসতে থাকুন, একে অপরের পাশে থাকুন ৷ রুক্মিনীর জন্মদিনে অনুরাগীদের প্রত্যাশা এমনই ৷ পাশাপাশি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এর সাফল্যও কামনা করলেন তারা ৷

কলকাতা, 27 জুন: ভালোবাসার মানুষের স্পেশাল দিন আরও স্পেশাল করে তুলেছেন অভিনেতা দেব ৷ মঙ্গলবার রুক্মিনী মৈত্রর জন্মদিনে সামনে আনলেন তাঁর আসন্ন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিতে সত্যবতীর প্রথম লুক ৷ বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি শীঘ্রই মুক্তি পাবে ৷ তার আগে পর্দার ব্যোমকেশ সোশাল মিডিয়ায় তুলে ধরলেন তাঁর একমাত্র সত্যের নানা ঝলক ৷ যা দেখে মুগ্ধ অনুরাগীরা ৷

2017 সালে বড় পর্দায় একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন দেব-রুক্মিনী ৷ রাজ চক্রবর্তী পরিচালিত এবং দেব প্রযোজিত 'চ্যাম্প' সেতুবন্ধন গড়ে তুলেছিল দেব ও রুক্মিনীর মধ্যে ৷ সেই বছরেই আবারও কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'ককপিট' ছবিতে দর্শক পেয়েছিল এই যুগলকে ৷ এরপর একে একে 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ' ছবিতে দেব ও রুক্মিনীর রসায়ন শুধু বড় পর্দাতেই থেমে থাকেনি ৷ রিল থেকে রেই কেমিষ্ট্রি ধরা পড়েছে রিয়েল লাইফেও ৷

না, এখন আর কোনও লুকোচুরি নেই ৷ দেবের মন অনেকদিন আগেই কিডন্যাপ করে নিয়েছেন এই টলি সুন্দরী ৷ এবার এই জুটিকে দর্শক পেতে চলেছে ব্যোমকেশ-সত্যবতী চরিত্রে ৷ অনেক আগেই ব্যোমকেশ তথা দেবের লুক অনুরাগীদের সামনে এসেছে ৷ তবে অপেক্ষা ছিল, কেমন হবে ব্যোমকেশের সত্যের লুক ৷ মঙ্গলবার সেই প্রতীক্ষার অবসান শেষমেশ ঘটালেন স্বয়ং ব্যোমকেশ থুড়ি দেব ৷

রুক্মিনীর জন্মদিনে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন একের পর এক সত্যবতীর লুক ৷ প্রথম ছবিতে দেখা গিয়েছে, হালকা গোলাপি রঙের পাঞ্জাবী পড়ে সত্যবতীর দিকে তাকিয়ে রয়েছেন ব্যোমকেশ ৷ আর সত্যবতী এলেমেলো বিনুনীতে কালচে মেরুণ রঙের শাড়িতে আনমোনা ৷ কানে দুল, গলায় হার, হাতে শাঁখা-পলা ৷ ঠিক যেন গোধূলি বিকেলে কেউ শোনাচ্ছে ঘরে ফেরার গান ৷

দ্বিতীয় যে ছবিটি দেব শেয়ার করেছেন সেখানে সত্যবতী আটপৌঢ়ে শাড়ি পরে ব্যোমকেশের বাহুডোরে ধরা দিয়েছেন ৷ এলোকেশি সত্যবতীর চোখে যেন কিছু খোঁজার চেষ্টা সত্যসন্ধানীর ৷ এরইসঙ্গে শেয়ার করেছেন আরও দুটো ছবি ৷ নাহ, সেই ছবি পর্দার ব্যোমকেশ-সত্যবতীর নয় ৷ এই ছবি দেব-রুক্মিনীর একান্ত দিনযাপনের মুহূর্ত, যা নীল সমুদ্রের পাড়ে সোনালী সূর্যের আলোয় তৈরি করেছে এক মায়াবী ভালোবাসা ৷

আরও পড়ুন: 'সাবধান...সে ফিরছে', হাজির শাশ্বতর 'আবার প্রলয়' সিরিজের পোস্টার

টলিউডের এই জুটি এই ভাবেই হাসতে থাকুন, একে অপরের পাশে থাকুন ৷ রুক্মিনীর জন্মদিনে অনুরাগীদের প্রত্যাশা এমনই ৷ পাশাপাশি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এর সাফল্যও কামনা করলেন তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.