কলকাতা, 7 এপ্রিল: একটা সময়ে রব উঠেছিল বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত ৷ ধীরে ধীরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেটেছে সেই খরা ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিজিৎ সেন বা নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান', 'প্রজাপতি' বা 'হামি'-র মতো ছবি প্রেক্ষাগৃহে টেনেছে দর্শক ৷ শুধু তাই নয়, 'প্রজাপতি' সিনেমা প্রেক্ষাগৃহে অতিক্রান্ত করে ফেলেছে 100 দিন-ও ৷ এই পরিস্থিতিতে দর্শকরা যে বাংলা ছবি মুখী হয়েছেন তা বলাই যায় ৷ আর নতুনদের পাশে সবসময় এসে দাঁড়ান অনেক তারকাই ৷ এই যেমন অভিনেতা দেব-জিৎ ৷ শুক্রবার মুক্তি পেয়েছে সৌভিক দে পরিচালিত বাংলা ছবি 'বরফি'। নবীন পরিচালক সৌভিকের এটি তৃতীয় ছবি। কৌশিক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, চান্দ্রেয়ী ঘোষের মতো দক্ষ এবং নামজাদা অভিনেতারা অভিনয় করেছেন এই ছবিতে । 7 এপ্রিল সাড়ম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৌভিকের 'বরফি' ৷ আর এই ছবিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন স্বয়ং অভিনেতা দেব ।
-
#Borfi আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইলো পুরো টীম এর জন্য। #KaushikSen @ChandreyeeGhos4 @AmiKamaleswar @arithrough @guha_arnav @MsFilms18
— Dev (@idevadhikari) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Borfi আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইলো পুরো টীম এর জন্য। #KaushikSen @ChandreyeeGhos4 @AmiKamaleswar @arithrough @guha_arnav @MsFilms18
— Dev (@idevadhikari) April 7, 2023#Borfi আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইলো পুরো টীম এর জন্য। #KaushikSen @ChandreyeeGhos4 @AmiKamaleswar @arithrough @guha_arnav @MsFilms18
— Dev (@idevadhikari) April 7, 2023
শুধুমাত্র নিজের ছবি নয়, অন্য পরিচালক, অভিনেতা-অভিনেত্রীর ছবিও নিজের সোশাল মাধ্যমে প্রচার করতে দেখা গিয়েছে অভিনেতাকে দেবকে ৷ যাতে দর্শকরা সেই ছবি দেখতে হলমুখী হন, যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হয়, সেই কারণে নানা সময়, নানা ছবির প্রচার সোশাল মাধ্যমে করে থাকেন অভিনেতা ৷ শুক্রবারও 'বরফি' মুক্তি পাওয়ার পরে অভিনেতা দেব তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "বরফি শুক্রবার মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে । অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য ।" আর এতে বেজায় খুশি পরিচালক সৌভিক । পাশাপাশি জিতের প্রযোজনা সংস্থা থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে পরিচালক সৌভিককে ৷ সূত্রের খবর, দেব এবং জিৎ-কে নিয়েও সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন পরিচালক সৌভিক । দু'জনকে একসঙ্গে এক ছবিতে নিয়ে আসতে চান তিনি । গল্পও রেডি । এবার শোনানোর অপেক্ষা তাঁদের দুজনকে ।
-
All the very best to the team of #Borfi #KaushikSen @ChandreyeeGhos4 @AmiKamaleswar @arithrough @guha_arnav @MsFilms18 pic.twitter.com/02Pu0EJgx5
— Jeetz Filmworks (@JeetzFilmworks) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All the very best to the team of #Borfi #KaushikSen @ChandreyeeGhos4 @AmiKamaleswar @arithrough @guha_arnav @MsFilms18 pic.twitter.com/02Pu0EJgx5
— Jeetz Filmworks (@JeetzFilmworks) April 7, 2023All the very best to the team of #Borfi #KaushikSen @ChandreyeeGhos4 @AmiKamaleswar @arithrough @guha_arnav @MsFilms18 pic.twitter.com/02Pu0EJgx5
— Jeetz Filmworks (@JeetzFilmworks) April 7, 2023
আরও পড়ুন: রহস্য এবার ক্যাফেতে, আসছে 'ক্যাফে ওয়াল'
প্রসঙ্গত, বেশ অনেকগুলো প্রেক্ষাগৃহেই মুক্তি পেয়েছে 'বরফি' । ছবির কাহিনী শুরু হয়েছে কিছুটা এইরকম ৷ শহরে একের পর এক মন্ত্রীরা খুন হচ্ছেন । পুলিশ, প্রশাসন কিনারা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ৷ অপরাধী ধরা পড়ছেন না ৷ আতঙ্কিত আমজনতা ৷ খুনের উদ্দেশ্য নিয়ে তদন্ত পুলিশের ? অন্যদিকে, স্কুলের প্রিন্সিপাল বরফি, তাঁর ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলীর মধ্যে তৈরি হওয়া সম্পর্ক মেনে নিতে পারছেন না । কেন মেনে নিতে পারছেন না ? এর সঙ্গে খুনের কী সম্পর্ক ? খুনি কে ? প্রশ্ন অনেক, তবে তার উত্তর জানতে হলে শেষ অবধি হলে বসে দেখতে হবে বরফি ৷