ETV Bharat / entertainment

Ghoomer Trailer: এবার এক হাতে বাইশ গজ জয়ের গল্প, হাজির অভিষেক-বিগ বি’র 'ঘুমর' ছবির ট্রেলার - Ghoomer Trailer

সামনে এল অভিষেক বচ্চনের নতুন ছবি 'ঘুমর'-এর ট্রেলার ৷ অভিষেককে এখানে দেখা গিয়েছে একজন কোচের ভূমিকায় ৷

Ghoomer Trailer
অভিষেক বচ্চনের ঘুমর ছবির ট্রেলার মুক্তি
author img

By

Published : Aug 4, 2023, 6:07 PM IST

হায়দরাবাদ, 4 অগস্ট: শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের মৃত্যুর খবর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের নতুন ছবির ট্রেলার মুক্তির তারিখ বদল করেন অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চন ৷ অভিষেকের 'ঘুমর' এবং অক্ষয়ের 'ওএমজি 2' দু'টি ছবির ট্রেলারই প্রকাশ্য়ে আসার কথা ছিল বৃহস্পতিবার ৷ তার বদলে শুক্রবার দর্শকের প্রতীক্ষার অবসান ঘটল ৷ সামনে এল 'ঘুমর' ছবির ঝলক ৷ আর বাল্কি পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক মহিলা ক্রিকেটারের সংগ্রামের কাহিনি ৷ ছবিতে দেখা গেল বিগ বি’কেও ৷

মহিলা ক্রিকেট নিয়ে এমনিতেই ভারতে কিছুটা সমস্যা রয়েছে ৷ প্রাচীনপন্থী চিন্তাভাবনার সঙ্গে দিন-রাত লড়াই করে তবে উঠে আসতে হয়েছে মিতালী রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়াদের ৷ এখন অবশ্য সচেতনতা কিছুটা বেড়েছে ৷ ব্যাট-বলের এই লড়াইয়ে মেয়েদেরও যে সমান অধিকার রয়েছে তা বলাই বাহুল্য ৷ এবার সেই কাহিনিকেই পর্দায় তুলে আনবেন শাবানা আজমি, অভিষেক বচ্চন, সায়ামি কর এবং অঙ্গদ বেদিরা ৷

কিন্তু এই ছবিতে যে মেয়েটির কাহিনি উঠে আসবে তার আরও একটি বড় সমস্যা রয়েছে ৷ তার ডান হাতটি নেই ৷ একটা মাত্র হাত যার সম্বল সে কি দেশের জন্য ক্রিকেট খেলতে পারে ? ব্যাটটাই বা সে ধরবে কি করে ? এখানেই অভিষেকের গলায় ভেসে আসে ছবির ট্যাগলাইন ‘‘জীবন সবসময় লজিক দিয়ে চলে না ৷ কখনও কখনও ম্যাজিকও ঘটে ৷’’ একসময় নবাব পতৌদি এক চোখেই সামলেছিলেন কঠিন পেস বোলিং ৷ এবার তেমনই শপথ নিতে দেখা যাবে এই ছবির নায়িকাকেও ৷

আরও পড়ুন: 'জিন্দেগী এক সফর হ্যায় সুহানা', জন্মদিনে ফিরে দেখা কিশোর কুমারের সেরা 10টি গান

'জীবন যখন মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তখন সে দরজা খোলার চেষ্টা করতে নেই বরং তা ভেঙে ফেলতে হয় ৷' ঠিক এই চেতনা থেকেই উঠে আসে এই ছবির কাহিনি ৷ ট্রেলারে দেখা যায় ডান হাত হারানো এই মেয়েটির বাঁ হাতি স্পিন বোলার হয়ে ওঠার এক দুরন্ত লড়াই ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 18 অগস্ট ৷

হায়দরাবাদ, 4 অগস্ট: শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের মৃত্যুর খবর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের নতুন ছবির ট্রেলার মুক্তির তারিখ বদল করেন অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চন ৷ অভিষেকের 'ঘুমর' এবং অক্ষয়ের 'ওএমজি 2' দু'টি ছবির ট্রেলারই প্রকাশ্য়ে আসার কথা ছিল বৃহস্পতিবার ৷ তার বদলে শুক্রবার দর্শকের প্রতীক্ষার অবসান ঘটল ৷ সামনে এল 'ঘুমর' ছবির ঝলক ৷ আর বাল্কি পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক মহিলা ক্রিকেটারের সংগ্রামের কাহিনি ৷ ছবিতে দেখা গেল বিগ বি’কেও ৷

মহিলা ক্রিকেট নিয়ে এমনিতেই ভারতে কিছুটা সমস্যা রয়েছে ৷ প্রাচীনপন্থী চিন্তাভাবনার সঙ্গে দিন-রাত লড়াই করে তবে উঠে আসতে হয়েছে মিতালী রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়াদের ৷ এখন অবশ্য সচেতনতা কিছুটা বেড়েছে ৷ ব্যাট-বলের এই লড়াইয়ে মেয়েদেরও যে সমান অধিকার রয়েছে তা বলাই বাহুল্য ৷ এবার সেই কাহিনিকেই পর্দায় তুলে আনবেন শাবানা আজমি, অভিষেক বচ্চন, সায়ামি কর এবং অঙ্গদ বেদিরা ৷

কিন্তু এই ছবিতে যে মেয়েটির কাহিনি উঠে আসবে তার আরও একটি বড় সমস্যা রয়েছে ৷ তার ডান হাতটি নেই ৷ একটা মাত্র হাত যার সম্বল সে কি দেশের জন্য ক্রিকেট খেলতে পারে ? ব্যাটটাই বা সে ধরবে কি করে ? এখানেই অভিষেকের গলায় ভেসে আসে ছবির ট্যাগলাইন ‘‘জীবন সবসময় লজিক দিয়ে চলে না ৷ কখনও কখনও ম্যাজিকও ঘটে ৷’’ একসময় নবাব পতৌদি এক চোখেই সামলেছিলেন কঠিন পেস বোলিং ৷ এবার তেমনই শপথ নিতে দেখা যাবে এই ছবির নায়িকাকেও ৷

আরও পড়ুন: 'জিন্দেগী এক সফর হ্যায় সুহানা', জন্মদিনে ফিরে দেখা কিশোর কুমারের সেরা 10টি গান

'জীবন যখন মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তখন সে দরজা খোলার চেষ্টা করতে নেই বরং তা ভেঙে ফেলতে হয় ৷' ঠিক এই চেতনা থেকেই উঠে আসে এই ছবির কাহিনি ৷ ট্রেলারে দেখা যায় ডান হাত হারানো এই মেয়েটির বাঁ হাতি স্পিন বোলার হয়ে ওঠার এক দুরন্ত লড়াই ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 18 অগস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.