কলকাতা, 11 জুলাই: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের পুত্র তথা লেখক অভীক চন্দ । সোমবার রাতে তাঁর বাড়িতেই মৃত্যু হয় লেখকের ৷ মাত্র 51 বছর বয়সে তাঁর এই অকাল মৃত্যুর কারণ ফুসফুসে ভয়ংকর সংক্রমণ ৷ শুধু লেখালেখিই নয়, তিনি আরেকটি কারণেও বেশ পরিচিত মুখ ৷ একটি বহুজাতিক সংস্থায় বেশ উচ্চপদে আসীন ছিলেন তিনি ৷
করেছেন সাংবাদিকতার কাজও ৷ একসময় একটি ইংরেজি সংবাদপত্রের সংবাদকর্মী ছিলেন তিনি ৷ এরপর মূলত লেখালেখিই হয়ে ওঠে তাঁর জীবন ৷ তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে 'ফ্রম কমান্ড টু এমপ্যাথি: ইউজিং ইকিউ ইন দ্য এজ অফ ডিজরাপশন' এবং 'দারা শুকো: দ্য ম্যান হু উড বি কিং' । 2017 সালে প্রকাশিত হয় তাঁর 'ফ্রম কমান্ড টু এমপ্যাথি: ইউজিং ইকিউ ইন দ্য এজ অফ ডিজরাপশন' নামক বইটি ৷ অন্য়দিকে 2019 সালে প্রকাশ পায় 'দারা শুকো: দ্য ম্যান হু উড বি কিং' ৷ দু'টি বইই বেশ সমাদৃত হয় ৷
ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যেও সমান তীক্ষ্ণ ছিল তাঁর কলম । তাঁর বাংলা কবিতার সংকলন ‘যখন বিদেশে’-ও বেশ জনপ্রিয়। অভীকের হাত ধরে সম্প্রতি একটি স্টার্টআপ সংস্থাও গড়ে উঠেছিল । একইসঙ্গে মোটিভেশনাল স্পিকার হিসাবেও বেশকিছু অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে ৷ ছেলের অকালপ্রয়াণ খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না অভিনেতা ।
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, শুরু হল রাজকুমারের 'স্ত্রী 2' ছবির শুটিং
সম্প্রতি অভীক চন্দকে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ঘোষণা করা হয় । জানা গিয়েছে আগামী বছরেই একটা প্রোজেক্টের জন্য তাঁর সেখানে যাওয়ার কথা ছিল । সোমবারও ছেলের সঙ্গে রাতে কথা হয় অভিনেতার । আর তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন লেখক । বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফুসফুসে ভয়ংকর সংক্রমণের কারণেই এই অকালমৃত্যু অভীক চন্দর । ফুসফুসের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সেপটিসেমিয়া হয়ে যাওয়ার ফলে তাঁকে আর বাঁচানো যায়নি।