হায়দরাবাদ, 19 এপ্রিল: সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর মুক্তির আগেই মুক্তি পেল সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মার নতুন ছবি 'রাসলান'-এর পোস্টার ৷ ক্যাতায়ন শিবপুরি পরিচালিত এই ছবিতে আয়ুষকে দেখা গিয়েছে গিটার হাতে ৷ আয়ুষের এটি চতুর্থ ছবি ৷ এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে জগপতি বাবু, সুশ্রিলী মিশ্র, বিদ্য়া মালাবাদের মতো অভিনেতা অভিনেত্রীর ৷
বুধবার ছবির প্রথম মোশন পোস্টার নামে এনেছেন নির্মাতারা ৷ নির্মাতাদের দাবি অ্য়াকশনে ভরপুর এক মজাদার ছবি হতে চলেছে 'রাসলান' ৷ আয়ুষ নিজেও শেয়ার করেছেন ছবির পোস্টার ৷ তিনি লিখেছেন, 'নাম আর পরিচয় দুটোই রাসলান ৷ আসছি শোরগোল ফেলে দিতে ৷ এবার গিটারও বাজবে আর গুলিও চলবে ৷' এর আগে সলমনের হাত ধরেই ছবির জগতে আগমন হয়েছিল আয়ুষের ৷ সলমন প্রযোজিত 'লভযাত্রী' ছবির হাত ধরেই পর্দায় অভিষেক করেন তিনি ৷
এরপর 'অন্তিম' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে ৷ প্রসঙ্গত এটিও ছিল ভাইজানেরই প্রযোজনা ৷ সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতেও কাজ করার কথা ছিল অভিনেতার ৷ তবে অনেকের মতে এই ছবির চিত্রনাট্যে বারবার যে বদল এনেছিলেন নির্মাতারা সেই কারণেই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন আয়ুষ ৷ এও সামনে এসেছিল যে শেহনাজ গিলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তবে সেসব এখন অতীত ৷ সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তি পেতে চলেছে 21 এপ্রিল ৷ তার ঠিক আগেই সামনে এল আয়ুষের নয়া এই ছবির পোস্টার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ছবিটি পর্দায় আসতে চলেছে বলে জানা গিয়েছে ৷ বর্তমানে চলেছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ৷ এই ছবির প্রযোজনার দায়ভার নিয়েছেন কেকে রাধামোহন ৷ ছবিটির মুক্তির তারিখ এখনও সামনে আনেননি নির্মাতারা ৷ বরুণ ধাওয়ান থেকে শুরু করে আরও অনেকেই পছন্দ করেছেন পোস্টারটি ৷