ETV Bharat / entertainment

Madhu-Ira Wedding: মধু ও ইরার আজ বিয়ে, মেহেন্দিতে বসল তারকার হাট - মধু মান্তেনা

মধু মান্তেনা ও ইরা ত্রিবেদীর আজ বিয়ে ৷ তার আগে শনিবার হয়ে গেল মেহেন্দির অনুষ্ঠান ৷ সেখানে ঝলমলে পোশাকে হাজির হতে দেখা গেল বলিউডের বেশ কয়েকজন তারকাকে ৷

Madhu-Ira Wedding
Madhu-Ira Wedding
author img

By

Published : Jun 11, 2023, 11:27 AM IST

মুম্বই, 11 জুন: রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রখ্যাত প্রযোজক মধু মান্তেনা এবং লেখক তথা যোগ শিক্ষক ইরা ত্রিবেদী ৷ শনিবার ছিল মেহেন্দির অনুষ্ঠান ৷ সেখানেই দেখা মিলল বেশ কয়েকজন বি-টাউন তারকার ৷ অভিনেতা আমির খান থেকে হৃত্বিক রোশন, রাজকুমার রাও-সহ অনেকেই উপস্থিত ছিলেন মেহেন্দির অনুষ্ঠানে ৷

অনুষ্ঠানস্থলের বাইরে থাকা পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে আমির খানকে । 3 ইডিয়টসের অভিনেতার পরনে ছিল সাধারণ পোশাক ৷ নীল জিন্স এবং কালো জুতোর সঙ্গে একটি জলপাই সবুজ রঙের টি-শার্ট পরেছিলেন তিনি । তাঁর চোখে ছিল একটি রিডিং গ্লাস ৷ মধু মান্তেনা আমিরের অ্যাকশন থ্রিলার ফিল্ম গজনীর প্রযোজক ছিলেন ৷ 2008 সালে মুক্তি পায় সেই ছবি, সেখানে আমিরের বিপরীতে অভিনয় করেন আসিন ।

Madhu-Ira Wedding
আমির খান

মধুর মেহেন্দিতে হাজির ছিলেন অভিনেতা হৃতিক রোশনও ৷ তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক ৷ তিনি সাদা কুর্তা পায়জামার উপরে মেরুন নেহরু কোট পরেছিলেন । তাঁকেও পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে । তিনি ছাড়াও অভিনেতা রাজকুমার রাও তাঁর স্ত্রী পত্রলেখার সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানে হাজির হন । এই দম্পতি রুপোলি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন ৷ পত্রলেখাকে বেশ সুন্দর দেখাচ্ছিল ৷ তাঁর পরনে ছিল একটি রুপোলি এমব্রয়ডারি করা স্যুট ৷ সঙ্গে একটি পনিটেল আর ভারী মেকআপ ৷ তাঁর হাতে ছিল একটি সাদা পার্স ।

Madhu-Ira Wedding
হৃত্বিক রোশন

হবু দম্পতি প্রযোজক মধু মান্তেনা এবং ইরা ত্রিবেদীকেও পোজ দিতে দেখা গিয়েছে । মেহেন্দির অনুষ্ঠানের জন্য মান্তেনা একটি অফ-হোয়াইট কুর্তা পায়জামা পরেন ৷ আর গোলাপী লেহেঙ্গায় সেজেছিলেন ইরা ৷ সঙ্গে খোলা চুল ও ভারী গয়নায় মোহময়ী লাগছিল তাঁকে ৷

Madhu-Ira Wedding
মধু ও ইরা

আরও পড়ুন: 'বিয়ে বিভ্রাট ছবির কোনায় কোনায় প্রেম ছুটছে', জানালেন রাজা চন্দ

প্রযোজক নিখিল দ্বিবেদী তাঁর স্ত্রী গৌরী পণ্ডিতের সঙ্গে এসেছিলেন এই অনুষ্ঠানে ৷ তাঁরাও পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন । নিখিল অফ-হোয়াইট প্যান্টের সঙ্গে একটি সাদা টি-শার্ট পরেছিলেন ৷ আর তাঁর স্ত্রীকে হলুদ ঐতিহ্যবাহী পোশাকে বেশ মানিয়েছে ।

Madhu-Ira Wedding
মধু ও ইরার মেহেন্দিতে তারকার হাট

শোনা যাচ্ছে, ইসকন মন্দিরে গাঁটছড়া বাঁধবেন মধু ও ইরা । বিয়ের পর তাঁরা তাঁদের বন্ধু এবং চলচ্চিত্র শিল্পের সহকর্মীদের জন্য রিসেপশনের আয়োজন করবেন ৷ মধু এর আগে ফ্যাশন ডিজাইনার মাসাবাকে বিয়ে করেছিলেন । তাঁরা 2015 সালে বিয়ে করেন । তবে কয়েক বছর না কাটতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং 2019 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় । এরপর মাসাবা, অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে গত জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছেন ।

মাসাবার আগে অভিনেত্রী নন্দনা সেনের সঙ্গে সম্পর্ক ছিল মধুর ৷ তাঁর উল্লেখযোগ্য প্রযোজনাগুলির মধ্যে অন্যতম গজনী, আগলি এবং কুইন । জানা গিয়েছে, তিনি বর্তমানে মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে একটি ছবিতে কাজ করছেন যার পরিচালনা করবেন দঙ্গল পরিচালক নীতেশ তিওয়ারি ৷ ছবিটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে । অন্যদিকে, ইরা একজন লেখক ছাড়াও যোগব্যায়াম বিশেষজ্ঞ । তাঁর ইনস্টাগ্রাম ফিটনেস নিয়ে পোস্টে প্লাবিত হয় ।

মুম্বই, 11 জুন: রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রখ্যাত প্রযোজক মধু মান্তেনা এবং লেখক তথা যোগ শিক্ষক ইরা ত্রিবেদী ৷ শনিবার ছিল মেহেন্দির অনুষ্ঠান ৷ সেখানেই দেখা মিলল বেশ কয়েকজন বি-টাউন তারকার ৷ অভিনেতা আমির খান থেকে হৃত্বিক রোশন, রাজকুমার রাও-সহ অনেকেই উপস্থিত ছিলেন মেহেন্দির অনুষ্ঠানে ৷

অনুষ্ঠানস্থলের বাইরে থাকা পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে আমির খানকে । 3 ইডিয়টসের অভিনেতার পরনে ছিল সাধারণ পোশাক ৷ নীল জিন্স এবং কালো জুতোর সঙ্গে একটি জলপাই সবুজ রঙের টি-শার্ট পরেছিলেন তিনি । তাঁর চোখে ছিল একটি রিডিং গ্লাস ৷ মধু মান্তেনা আমিরের অ্যাকশন থ্রিলার ফিল্ম গজনীর প্রযোজক ছিলেন ৷ 2008 সালে মুক্তি পায় সেই ছবি, সেখানে আমিরের বিপরীতে অভিনয় করেন আসিন ।

Madhu-Ira Wedding
আমির খান

মধুর মেহেন্দিতে হাজির ছিলেন অভিনেতা হৃতিক রোশনও ৷ তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক ৷ তিনি সাদা কুর্তা পায়জামার উপরে মেরুন নেহরু কোট পরেছিলেন । তাঁকেও পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে । তিনি ছাড়াও অভিনেতা রাজকুমার রাও তাঁর স্ত্রী পত্রলেখার সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানে হাজির হন । এই দম্পতি রুপোলি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন ৷ পত্রলেখাকে বেশ সুন্দর দেখাচ্ছিল ৷ তাঁর পরনে ছিল একটি রুপোলি এমব্রয়ডারি করা স্যুট ৷ সঙ্গে একটি পনিটেল আর ভারী মেকআপ ৷ তাঁর হাতে ছিল একটি সাদা পার্স ।

Madhu-Ira Wedding
হৃত্বিক রোশন

হবু দম্পতি প্রযোজক মধু মান্তেনা এবং ইরা ত্রিবেদীকেও পোজ দিতে দেখা গিয়েছে । মেহেন্দির অনুষ্ঠানের জন্য মান্তেনা একটি অফ-হোয়াইট কুর্তা পায়জামা পরেন ৷ আর গোলাপী লেহেঙ্গায় সেজেছিলেন ইরা ৷ সঙ্গে খোলা চুল ও ভারী গয়নায় মোহময়ী লাগছিল তাঁকে ৷

Madhu-Ira Wedding
মধু ও ইরা

আরও পড়ুন: 'বিয়ে বিভ্রাট ছবির কোনায় কোনায় প্রেম ছুটছে', জানালেন রাজা চন্দ

প্রযোজক নিখিল দ্বিবেদী তাঁর স্ত্রী গৌরী পণ্ডিতের সঙ্গে এসেছিলেন এই অনুষ্ঠানে ৷ তাঁরাও পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন । নিখিল অফ-হোয়াইট প্যান্টের সঙ্গে একটি সাদা টি-শার্ট পরেছিলেন ৷ আর তাঁর স্ত্রীকে হলুদ ঐতিহ্যবাহী পোশাকে বেশ মানিয়েছে ।

Madhu-Ira Wedding
মধু ও ইরার মেহেন্দিতে তারকার হাট

শোনা যাচ্ছে, ইসকন মন্দিরে গাঁটছড়া বাঁধবেন মধু ও ইরা । বিয়ের পর তাঁরা তাঁদের বন্ধু এবং চলচ্চিত্র শিল্পের সহকর্মীদের জন্য রিসেপশনের আয়োজন করবেন ৷ মধু এর আগে ফ্যাশন ডিজাইনার মাসাবাকে বিয়ে করেছিলেন । তাঁরা 2015 সালে বিয়ে করেন । তবে কয়েক বছর না কাটতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং 2019 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় । এরপর মাসাবা, অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে গত জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছেন ।

মাসাবার আগে অভিনেত্রী নন্দনা সেনের সঙ্গে সম্পর্ক ছিল মধুর ৷ তাঁর উল্লেখযোগ্য প্রযোজনাগুলির মধ্যে অন্যতম গজনী, আগলি এবং কুইন । জানা গিয়েছে, তিনি বর্তমানে মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে একটি ছবিতে কাজ করছেন যার পরিচালনা করবেন দঙ্গল পরিচালক নীতেশ তিওয়ারি ৷ ছবিটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে । অন্যদিকে, ইরা একজন লেখক ছাড়াও যোগব্যায়াম বিশেষজ্ঞ । তাঁর ইনস্টাগ্রাম ফিটনেস নিয়ে পোস্টে প্লাবিত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.