জাওয়াই (রাজস্থান), 30 ডিসেম্বর: বছরের শেষদিনগুলিতে রাজস্থানের জাওয়াইতে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)৷ তবে নতুন বছর শুরুর আগেই তাঁরা মুম্বই ফিরলেন ৷ শুক্রবার তাঁদের মরুশহরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন ভিকি ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বলিউডের এই অভিনেতা তুলে ধরেছেন তাঁর ও তাঁর বেটারহাফের রাজস্থান ডায়েরি ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা এবং ভিকি শীতের জ্যাকেট পরে স্টাইলিশ পোজ দিয়ে সেলফি তুলেছেন । দুজনকে অপূর্ব সূর্যাস্ত উপভোগ করতেও দেখা যায় । অপর একটি ছবিতে ভিকিকে তাঁর সামনে ক্যাকটাস রেখে শার্টলেস পোজ দিতে দেখা গিয়েছে । ছবিগুলি শেয়ার করে ভিকি ক্যাপশনে লিখেছেন, "খাম্মা ঘানি।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ভিকি এবং ক্যাটরিনার জীবনে একটি বিশেষ জায়গা রয়েছে রাজস্থানের ৷ গত বছর 9 ডিসেম্বর সেখানকার সওয়াই মাধোপুরের ফোর্ট বারবারার সিক্স সেন্স রিসোর্টে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷
আরও পড়ুন: মালদ্বীপে নতুন বন্ধু বানালেন ক্যাটরিনা, সামনে এল ভিডিয়ো
সম্প্রতি 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে ভিকির সঙ্গে তাঁর সম্পর্ক শুরুর কথা জানান ক্যাটরিনা । তিনি বলেন, "আমি ওর (ভিকি) সম্পর্কে খুব একটা জানতাম না । আমি শুধু ওর নাম শুনেছিলাম কিন্তু ওর সঙ্গে কখনও দেখা হয়নি । কিন্তু তারপর যখন আমি ওর সঙ্গে দেখা করি, তখন ও আমার মন জয় করে নেয় ৷" তাঁদের সম্পর্ক হওয়াটা একেবারেই অপ্রত্যাশিত ছিল বলে জানিয়ে অভিনেত্রী বলেন, "এটা আমার নিয়তি ছিল এবং এটা সত্যিই ছিল । এমন অনেকগুলি কাকতালীয় ঘটনা ছিল যে, একটা সময়ে এই সমস্তকেই অবাস্তব বলে মনে হয়েছিল ।"
ক্যাটরিনা আরও জানান যে, জন্মদিনে যখন তাঁর মন খারাপ লাগছিল, তখন তাঁকে আনন্দ দেওয়ার জন্য তাঁর গানে 45 মিনিট ধরে পারফর্ম করে দেখান ভিকি কৌশল ৷