লস অ্যাঞ্জেলস, 6 নভেম্বর: গায়ক-ব়্যাপার অ্যারন কার্টারের দেহ উদ্ধার হল তাঁর সাদার্ন ক্যালিফোর্নিয়ার বাড়ির বাথরুমে ৷ বাথটবের মধ্যে থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে (Popstar Aaron Carter Found Dead in Bathtub) ৷ স্বভাবতই তাঁর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷ শিল্পীর শোকের মুহূর্তে সকলের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে কেউ অ্যারন কার্টারের পরিবারকে বিরক্ত না করে ৷ কার্টারের পিআর সংস্থার তরফে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 34 বছর ৷
লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল 11টার সময় ল্যাঙ্কস্টার থেকে একটি মেডিক্যাল এমার্জেন্সির খবর পান তাঁরা ৷ যা লস অ্যাঞ্জেলস থেকে 112 কিলোমিটার দূরে একটি মরুশহর ৷ তিনি এও জানিয়েছেন, তিনি ওই বাড়িতে গিয়ে দেখেন, সেখানে বাথটবে একজন মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৷ কিন্তু প্রথমে তিনি বুঝতে পারেননি যে, ওই যুবক পপস্টার অ্যারন কার্টার ৷ তবে সেখানে তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করা হয়েছিল ৷ যদিও তাঁরা সফল হননি ৷
আরও পড়ুন: কবে শুটিং শুরু 'জি লে জারা'র ? জানালেন প্রিয়াঙ্কা
1997 সালে প্রথমবার অ্যারন কার্টার ‘ব্যাকস্ট্রিট বয়েজে’ (Backstreet Boys) আত্মপ্রকাশ করেন ৷ তাঁর দাদা নিক কার্টার (Nick Carter) এই ব্যান্ডের সদস্য ছিলেন ৷ তাঁরা ব্রিটনি স্পেয়ার্সের ওপেনিং অ্যাক্টে কাজ করতেন ৷ 'ব্যাকস্ট্রিট বয়েজ ট্যুর'-এ কাজ করার মাঝেই ব্যক্তিগত অ্যালবাম 'অ্যারনস পার্টি-কাম গেট ইট' প্রকাশ করেন ৷ যা ব্যাপক সাফল্য পেয়েছিল ৷ যে অ্যালবামের টাইটেল সং 'আই ওয়ান্ট ক্যান্ডি' ব্যাপক সাফল্য লাভ করে ৷ মূলত শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন অ্যারন ৷ বড় হয়ে গানের পাশাপাশি ব়্যাপ করতেন তিনি ৷