ETV Bharat / entertainment

William Friedkin Passes Away: 'দ্য এক্সরসিস্ট' খ্যাত অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত

'The Exorcist' director William Friedkin dies: হলিউডের পরিচালক উইলিয়াম ফ্রিডকিন সোমবার লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ হরর ও পুলিশ থ্রিলারকে সমৃদ্ধ করেছিল তাঁর ঘরানা ৷ 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' ও 'দ্য এক্সরসিস্ট' তাঁকে এনে দেয় অস্কারের সম্মান ৷

author img

By

Published : Aug 8, 2023, 3:12 PM IST

William Friedkin Passes Away
উইলিয়াম ফ্রিডকিন

লস অ্যাঞ্জেলেস, 8 অগস্ট: 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' এবং 'দ্য এক্সরসিস্ট'-এর অস্কার বিজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিনের জীবনাবসান ৷ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডিন তথা ফ্রিডকিনের স্ত্রী শেরি ল্যান্সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু স্টিফেন গ্যালোওয়ে । কিফার সাদারল্যান্ড অভিনীত তাঁর শেষ ফিল্ম 'দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শিয়াল'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ।

1970-এর দশকে হ্যাল অ্যাশবি, ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং পিটার বোগডানোভিচের সঙ্গে একটি তরুণ, সাহসী চলচ্চিত্র নির্মাতা গোষ্ঠীর সদস্য হিসাবে এ-তালিকার খ্যাতি অর্জন করেন ফ্রিডকিন । হরর ও পুলিশ থ্রিলার ক্ষেত্রকে সমৃদ্ধ করেছিলেন তিনি ৷ তিনি টেলিভিশনে, বিশেষ করে ডকুমেন্টারি ফিল্মে, সম্পাদনার একটি অত্যাধুনিক শৈলীর সঙ্গে তাঁর অভিজ্ঞতাকে একত্রিত করে ছবিগুলিকে এক অন্য মাত্রা দিতেন ৷

ডকুমেন্টারি স্টাইলে তৈরি হয়েছিল দ্য ফ্রেঞ্চ কানেকশন এবং ফিল্মের সবচেয়ে বিখ্যাত গাড়ি তাড়া করার দৃশ্যগুলির মধ্যে এটি অন্যতম । চলচ্চিত্রটি সেরা ছবি, পরিচালক এবং অভিনেতা (জিন হ্যাকম্যান) সহ বেশ কয়েকটি অস্কার জিতেছে ৷

'দ্য ফ্রেঞ্চ কানেকশন' সমালোচকদের প্রশংসা অর্জনের পর, 1973 সালে মুক্তিপ্রাপ্ত 'দ্য এক্সরসিস্ট' গ্লোবাল বক্স অফিসে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং 'দ্য গডফাদার'-এর সঙ্গে সিনেমার ব্লকবাস্টার যুগের সূচনা করতে সাহায্য করে । উইলিয়াম পিটার ব্লাটির বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয় 'দ্য এক্সরসিস্ট' থ্রিলার ৷ সেরা পরিচালক বিভাগে, এটি ফ্রিডকিনকে দ্বিতীয় অস্কারের মনোনয়ন দেয় ।

আরও পড়ুন: প্রয়াত 'বম্বে ডাইং ম্যান', মুম্বইয়ে জীবনাবসান নেতাজির ভাইপো অর্ধেন্দু বসুর

ফ্রিডকিন শিকাগোতে ডাব্লুজিএন মেলরুমে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ৷ যেখানে তিনি দ্রুত টেলিভিশন প্রোগ্রাম এবং ডকুমেন্টারি পরিচালনার জন্য কাজ শুরু করেন । সেই প্রারম্ভিক বছরগুলিতে, তিনি 1962 সালের ডকুমেন্টারি 'দ্য পিপল ভার্সেস পল ক্রাম্প' সহ প্রায় 2,000টি টিভি প্রোগ্রাম পরিচালনা করেছেন বলে দাবি করেছিলেন ৷ তিনি সান ফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন গেট পুরস্কার পান ৷

শিকাগোর বাসিন্দা ফ্রিডকিন সেন হাই স্কুলে পড়াশোনা করেছেন ৷ পড়াশোনার ক্ষেত্রে বেশ সংগ্রাম করতে হলেও তাঁর বাস্কেটবল দক্ষতাকে পেশাদার স্তরে এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি । কিন্তু যেহেতু ছয় ফিটের বেশি লম্বা ছিলেন না, তাই তিনি সাংবাদিকতা করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে ভ্যারাইটি ।

বছরের পর বছর পরিচালক হিসেবে তথ্যচিত্রে কাজ করেছেন ৷ তাঁকে দেখাও গিয়েছে বহু তথ্যচিত্রে ৷ যার মধ্যে রয়েছে 'এ ডিকেড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স' এবং 'পিওর সিনেমা: থ্রু দ্য আইজ অফ দ্য মাস্টার'। তাঁর বিয়ে হয় লেসলি-অ্যান ডাউন, জিন মোরেউ, নিউজরিডার কেলি ল্যাঞ্জ ও শেরি ল্যান্সিংয়ের সঙ্গে । তাঁর দুই পুত্র এবং চতুর্থ স্ত্রীকে রেখে গেলেন উইলিয়াম ফ্রিডকিন ।

লস অ্যাঞ্জেলেস, 8 অগস্ট: 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' এবং 'দ্য এক্সরসিস্ট'-এর অস্কার বিজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিনের জীবনাবসান ৷ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডিন তথা ফ্রিডকিনের স্ত্রী শেরি ল্যান্সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু স্টিফেন গ্যালোওয়ে । কিফার সাদারল্যান্ড অভিনীত তাঁর শেষ ফিল্ম 'দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শিয়াল'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ।

1970-এর দশকে হ্যাল অ্যাশবি, ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং পিটার বোগডানোভিচের সঙ্গে একটি তরুণ, সাহসী চলচ্চিত্র নির্মাতা গোষ্ঠীর সদস্য হিসাবে এ-তালিকার খ্যাতি অর্জন করেন ফ্রিডকিন । হরর ও পুলিশ থ্রিলার ক্ষেত্রকে সমৃদ্ধ করেছিলেন তিনি ৷ তিনি টেলিভিশনে, বিশেষ করে ডকুমেন্টারি ফিল্মে, সম্পাদনার একটি অত্যাধুনিক শৈলীর সঙ্গে তাঁর অভিজ্ঞতাকে একত্রিত করে ছবিগুলিকে এক অন্য মাত্রা দিতেন ৷

ডকুমেন্টারি স্টাইলে তৈরি হয়েছিল দ্য ফ্রেঞ্চ কানেকশন এবং ফিল্মের সবচেয়ে বিখ্যাত গাড়ি তাড়া করার দৃশ্যগুলির মধ্যে এটি অন্যতম । চলচ্চিত্রটি সেরা ছবি, পরিচালক এবং অভিনেতা (জিন হ্যাকম্যান) সহ বেশ কয়েকটি অস্কার জিতেছে ৷

'দ্য ফ্রেঞ্চ কানেকশন' সমালোচকদের প্রশংসা অর্জনের পর, 1973 সালে মুক্তিপ্রাপ্ত 'দ্য এক্সরসিস্ট' গ্লোবাল বক্স অফিসে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং 'দ্য গডফাদার'-এর সঙ্গে সিনেমার ব্লকবাস্টার যুগের সূচনা করতে সাহায্য করে । উইলিয়াম পিটার ব্লাটির বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয় 'দ্য এক্সরসিস্ট' থ্রিলার ৷ সেরা পরিচালক বিভাগে, এটি ফ্রিডকিনকে দ্বিতীয় অস্কারের মনোনয়ন দেয় ।

আরও পড়ুন: প্রয়াত 'বম্বে ডাইং ম্যান', মুম্বইয়ে জীবনাবসান নেতাজির ভাইপো অর্ধেন্দু বসুর

ফ্রিডকিন শিকাগোতে ডাব্লুজিএন মেলরুমে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ৷ যেখানে তিনি দ্রুত টেলিভিশন প্রোগ্রাম এবং ডকুমেন্টারি পরিচালনার জন্য কাজ শুরু করেন । সেই প্রারম্ভিক বছরগুলিতে, তিনি 1962 সালের ডকুমেন্টারি 'দ্য পিপল ভার্সেস পল ক্রাম্প' সহ প্রায় 2,000টি টিভি প্রোগ্রাম পরিচালনা করেছেন বলে দাবি করেছিলেন ৷ তিনি সান ফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন গেট পুরস্কার পান ৷

শিকাগোর বাসিন্দা ফ্রিডকিন সেন হাই স্কুলে পড়াশোনা করেছেন ৷ পড়াশোনার ক্ষেত্রে বেশ সংগ্রাম করতে হলেও তাঁর বাস্কেটবল দক্ষতাকে পেশাদার স্তরে এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি । কিন্তু যেহেতু ছয় ফিটের বেশি লম্বা ছিলেন না, তাই তিনি সাংবাদিকতা করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে ভ্যারাইটি ।

বছরের পর বছর পরিচালক হিসেবে তথ্যচিত্রে কাজ করেছেন ৷ তাঁকে দেখাও গিয়েছে বহু তথ্যচিত্রে ৷ যার মধ্যে রয়েছে 'এ ডিকেড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স' এবং 'পিওর সিনেমা: থ্রু দ্য আইজ অফ দ্য মাস্টার'। তাঁর বিয়ে হয় লেসলি-অ্যান ডাউন, জিন মোরেউ, নিউজরিডার কেলি ল্যাঞ্জ ও শেরি ল্যান্সিংয়ের সঙ্গে । তাঁর দুই পুত্র এবং চতুর্থ স্ত্রীকে রেখে গেলেন উইলিয়াম ফ্রিডকিন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.