কলকাতা, ৪ মার্চ : তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত-এর বক্তব্যকে স্বাগত জানালেন দমদমের সাংসদ সৌগত রায় । শিবসেনার তরফে তাদের জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউত এক বিবৃতিতে বাংলায় আসন্ন লড়াইয়ের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার আসল বাঘিনী বলে সম্বোধন করেন । তাঁরা এবারের বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছেন বলেও ইঙ্গিত আছে ওই বিবৃতিতে ।
বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে শিবসেনার তরফে বলা হয়েছে এবারের ভোটে পশ্চিমবঙ্গে কোন প্রার্থী দেবে না উদ্ধব ঠাকরের দল । বরং তারা মনে করছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই বিরোধীদের শক্ত করা উচিত । কারণ শিবসেনা মনে করে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রধান মুখ । কোনভাবেই তাকে দুর্বল করতে চাইছে না মহারাষ্ট্রের শাসক দল ।
আরও পড়ুন : পক্ষপাতের অভিযোগ তুলে সুদীপ জৈনের অপসারণ চাইল তৃণমূল
বাংলায় আসন্ন লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার জানিয়ে রাউত লিখেছেন, 'আমরা মমতা দিদির সাফল্য কামনা করি, আমরা বিশ্বাস করি তিনি বাংলার আসল বাঘিনী ।' তিনি আরও লেখেন, 'দলীয় সভাপতি উদ্ধব ঠাকরে সঙ্গে আলোচনার পরে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে এই রাজ্যে দিদি বনাম সমস্ত 'এম'-এর লড়াই। এখানে এম হল মিডিয়া পাওয়ার,মানি পাওয়ার, মাসেল পাওয়ার। যা এক তরফা ভাবে দিদির বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। আর সে কারণেই আমরা দিদির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি রাজ্যবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জয়ী করার জন্যও আহ্বান জানিয়েছেন। '
আরও পড়ুন : কাউন্সিলর-ব্লক সভাপতিদের দেওয়া নম্বরেই নির্ভর করছে বিধায়কদের টিকিটভাগ্য ?
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে আসন্ন নির্বাচনে শিবসেনার মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার সিদ্ধান্তকে স্বাগত জানালেন দমদমের সাংসদ সৌগত রায় । তিনি বলেন মহারাষ্ট্রের সিংহ শিবসেনা বাংলার বাঘিনীর লড়াইয়ে পাশে থাকার কথা বলেছেন তাদের ধন্যবাদ ।