ETV Bharat / elections

বৃহস্পতিবারও ৬ বার কথা হয়েছে অর্ণবের সঙ্গে : অনিশা - evm

নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের স্ত্রী অনিশা যশের কাতর আবেদন, "স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ।"

অনিশা
author img

By

Published : Apr 20, 2019, 11:23 AM IST

কৃষ্ণনগর, ২০ এপ্রিল : "স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ।" কাতর আবেদন নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের স্ত্রী অনিশা যশের । বৃহস্পতিবার কর্মরত অবস্থায় নির্বাচন সংক্রান্ত কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান EVM এবং VVPAT-র নদিয়া জেলার দায়িত্বে থাকা অফিসার অর্ণব রায় । 40 ঘণ্টা অতিক্রান্ত হলেও খোঁজ পাওয়া যায়নি তাঁর ।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী অনিশা । তিনি বলেন, "প্রশাসনের আরও একটু তৎপর হওয়া দরকার ।" তিনি আরও বলেন, "আমার স্বামীর কোনও ডিপ্রেশান ছিল না । যেদিন নিখোঁজ হন সেদিনও স্বামীর সঙ্গে ৬ বার ফোনে কথা হয়েছে । কিন্তু কী কারণে হঠাৎ নিখোঁজ হয়ে গেল সে বিষয়েও আমি কিছু বুঝতে পারছি না ।"

পাশপাশি তিনি বলেন, "আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি কোনও গুজব ছড়াবেন না । ও ডিপ্রেশনে ভুগছিল না । সুস্থ ছিল । তিনদিন হয়ে গেলেও ওর কোনও খোঁজ পাইনি ।"

কৃষ্ণনগর, ২০ এপ্রিল : "স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ।" কাতর আবেদন নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের স্ত্রী অনিশা যশের । বৃহস্পতিবার কর্মরত অবস্থায় নির্বাচন সংক্রান্ত কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান EVM এবং VVPAT-র নদিয়া জেলার দায়িত্বে থাকা অফিসার অর্ণব রায় । 40 ঘণ্টা অতিক্রান্ত হলেও খোঁজ পাওয়া যায়নি তাঁর ।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী অনিশা । তিনি বলেন, "প্রশাসনের আরও একটু তৎপর হওয়া দরকার ।" তিনি আরও বলেন, "আমার স্বামীর কোনও ডিপ্রেশান ছিল না । যেদিন নিখোঁজ হন সেদিনও স্বামীর সঙ্গে ৬ বার ফোনে কথা হয়েছে । কিন্তু কী কারণে হঠাৎ নিখোঁজ হয়ে গেল সে বিষয়েও আমি কিছু বুঝতে পারছি না ।"

পাশপাশি তিনি বলেন, "আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি কোনও গুজব ছড়াবেন না । ও ডিপ্রেশনে ভুগছিল না । সুস্থ ছিল । তিনদিন হয়ে গেলেও ওর কোনও খোঁজ পাইনি ।"

Intro:আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। কাতর আবেদন নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের স্ত্রী অনিশা যশের।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কর্মরত অবস্থায় হঠাৎ নির্বাচন সংক্রান্ত কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ইভিএম এবং ভিভি পেটের নদীয়াজেলা দায়িত্ব থাকা অফিসার অর্ণব রায়। 40 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো কোন যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। যা নিয়ে কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী। তিনি বলেন, প্রশাসনকে আরো একটু তৎপর হওয়া দরকার। এর পাশাপাশি তিনি বলেন, আমার স্বামীর কোন ডিপ্রেশান ছিল না। যেদিন নিখোঁজ হন সেদিনও স্বামীর সঙ্গে 6 বার ফোনে কথা হয়েছে। কিন্তু কি কারণে হঠাৎ নিখোঁজ হয়ে গেল সে বিষয়েও আমি কিছু বুঝতে পারছি না।Body:NADIA ARNAB ROYConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.