ETV Bharat / elections

চলছে ছাপ্পা ভোট, ভাইরাল ভিডিয়ো - BJP

ভোটদানের ঘেরা অংশের উপর দিয়ে জরিপ করে নিলেন 'ঠিক জায়গায়' ভোট পড়ল কি না । শুধু তাই নয়, ভোটটা যে "টার্গেটেই" পড়েছে , তা নিশ্চিত হতে তবেই রেহাই মিলল ভোটারের ।

ভিডিয়ো থেকে সংগৃহীত ছবি
author img

By

Published : May 1, 2019, 11:23 PM IST

Updated : May 1, 2019, 11:41 PM IST

কেতুগ্রাম, 1 মে : বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা" । কেউ ভোট দিতে এলে তাঁকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ETV ভারত।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বোলপুরে ভোট ছিল । পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হলেও কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত । সেখানের খাঁজিকিউ এ. আজিম উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ হয় । প্রাথমিকভাবে স্কুলটির 104 ও 107 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । সেই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরানোও হয় । যদিও জেলাশাসক জানিয়েছিলেন, ছাপ্পা ভোট নয়, ভোটদানের গোপনীয়তা ভঙ্গের জন্য প্রিজ়াইডিং অফিসারকে সরানো হয়েছে ।

ভোটের পর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় । তাতে দেখা যায়, এক মহিলা ভোটদান কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন । খানিকটা ইস্ততত বোধ করছেন । তাঁর 'কষ্ট' দেখে এগিয়ে আসেন সাদা জামা ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি । মহিলার হয়ে ভোটটা দিয়ে দিলেন তিনি । কাজ 'হাসিল' করেই দরজার পাশে এগিয়ে গেলেন । আরও একজন ভোটার এলেন । মধ্য বয়স্ক এক পুরুষ । তাঁকে দেখিয়ে দিলেন কোথায় ভোটটা দিতে হবে । একটু পরে এলেন আরও একজন । গায়ে নীল-সাদা চেক জামা । এক বৃদ্ধাকে ধরে ধরে ভোটদান কক্ষে নিয়ে গেলেন । তারপর বৃদ্ধার হাত ধরে "টার্গেটে" ভোট দিয়ে দিলেন । পরে এক যুবক ভোট দিতে ঢুকলেন । ভোটদানের ঘেরা অংশের উপর দিয়ে জরিপ করে নিলেন 'ঠিক জায়গায়' ভোট পড়ল কি না । শুধু তাই নয়, ভোটটা যে "টার্গেটেই" পড়েছে , তা নিশ্চিত হতে তবেই রেহাই মিলল ভোটারের । এভাবেই "কড়া নজরে" বেশ কিছুক্ষণ ভোটদান চলল ।

দেখুন ভিডিয়ো

নীল-সাদা চেক জামার ভার লাঘব করতে এগিয়ে এলেন আরও একজন । গায়ে কমলা জামা । এক বৃদ্ধাকে নিয়ে গিয়ে ভোটকক্ষে ঢুকিয়ে তাঁর হয়ে ভোট দিয়ে দিলেন । "ঠিকভাবে" কাজ হাসিল হল কি না, সেদিকে তীক্ষ্ম নজর রাখলেন সেই চেক জামা পরিহিত ব্যক্তি । আর বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সামনেই ঘটেছে । কিন্তু, নিরুত্তাপ ছিলেন সেই জওয়ান । আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কী হল ?

কেতুগ্রাম, 1 মে : বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা" । কেউ ভোট দিতে এলে তাঁকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ETV ভারত।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বোলপুরে ভোট ছিল । পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হলেও কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত । সেখানের খাঁজিকিউ এ. আজিম উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ হয় । প্রাথমিকভাবে স্কুলটির 104 ও 107 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । সেই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরানোও হয় । যদিও জেলাশাসক জানিয়েছিলেন, ছাপ্পা ভোট নয়, ভোটদানের গোপনীয়তা ভঙ্গের জন্য প্রিজ়াইডিং অফিসারকে সরানো হয়েছে ।

ভোটের পর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় । তাতে দেখা যায়, এক মহিলা ভোটদান কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন । খানিকটা ইস্ততত বোধ করছেন । তাঁর 'কষ্ট' দেখে এগিয়ে আসেন সাদা জামা ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি । মহিলার হয়ে ভোটটা দিয়ে দিলেন তিনি । কাজ 'হাসিল' করেই দরজার পাশে এগিয়ে গেলেন । আরও একজন ভোটার এলেন । মধ্য বয়স্ক এক পুরুষ । তাঁকে দেখিয়ে দিলেন কোথায় ভোটটা দিতে হবে । একটু পরে এলেন আরও একজন । গায়ে নীল-সাদা চেক জামা । এক বৃদ্ধাকে ধরে ধরে ভোটদান কক্ষে নিয়ে গেলেন । তারপর বৃদ্ধার হাত ধরে "টার্গেটে" ভোট দিয়ে দিলেন । পরে এক যুবক ভোট দিতে ঢুকলেন । ভোটদানের ঘেরা অংশের উপর দিয়ে জরিপ করে নিলেন 'ঠিক জায়গায়' ভোট পড়ল কি না । শুধু তাই নয়, ভোটটা যে "টার্গেটেই" পড়েছে , তা নিশ্চিত হতে তবেই রেহাই মিলল ভোটারের । এভাবেই "কড়া নজরে" বেশ কিছুক্ষণ ভোটদান চলল ।

দেখুন ভিডিয়ো

নীল-সাদা চেক জামার ভার লাঘব করতে এগিয়ে এলেন আরও একজন । গায়ে কমলা জামা । এক বৃদ্ধাকে নিয়ে গিয়ে ভোটকক্ষে ঢুকিয়ে তাঁর হয়ে ভোট দিয়ে দিলেন । "ঠিকভাবে" কাজ হাসিল হল কি না, সেদিকে তীক্ষ্ম নজর রাখলেন সেই চেক জামা পরিহিত ব্যক্তি । আর বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সামনেই ঘটেছে । কিন্তু, নিরুত্তাপ ছিলেন সেই জওয়ান । আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কী হল ?

Intro:বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে হুমকি, ভাঙচুর অন্ডালের দক্ষিণখন্ড গ্রামে । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সৌমেন ব্যানা, অন্ডাল- ভোট পরবর্তী হিংসা অব্যাহত অন্ডাল এলাকায় । বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে অন্ডালের দক্ষিণ খন্ড গ্রামের ধর্মরাজ মন্দির এলাকায় এক বিজেপি সমর্থকের গাড়ি ও তার ব্যবসার ঠেলাগাড়ি দিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফ এ অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা স্বপন হাজরার দিকে । অভিযোগকারিণী গায়ত্রী গড়াই জানান অন্যায় ভাবে তাদের কে মারধর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ।ভেঙে দেওয়া হচ্ছে তাদের একমাত্র ব্যবসার আশ্রয় ঠেলাগাড়ি টি। তৃণমূলের লোকেরা এই অপবাদের তাদের উপর অত্যাচার চালাচ্ছে যে তারা নাকি বিজেপিকে ভোট দিয়েছেন । অথচ বিজেপিকে ভোট দেওয়ার কথা অস্বীকার করছেন গায়ত্রী দেবী ।
গায়ত্রী দেবীর মা রিতা গড়াই জানান,স্থানীয় তৃণমূলের লোকেরা দীর্ঘদিন ধরে তাদের ওপর নানানভাবে সমস্যার সৃষ্টি করছেন। ঘরের সামনে রাখতে দেওয়া হচ্ছে না তাদের ঠেলাগাড়ি টি, ছোটখাটো তেলেভাজার ব্যবসা করে চলে তার সংসার । সেটিও গত চার মাস ধরে করতে দিচ্ছে না তৃণমূলের নেতারা বলে অভিযোগ করেন তিনি ।
অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা স্বপন হাজরা তাদের সব অভিযোগ অস্বীকার করেছেন । স্বপন বাবু বলেন ওইসব এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই তৃণমূলের কোন লোকই এই কাজ করেনি সব অভিযোগ মিথ্যা ।Body:কপিConclusion:কপি
Last Updated : May 1, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.