ETV Bharat / elections

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর; গুলি, বোমাবাজি - loksabha election

ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় । চলছে বোমাবাজি । বন্দুক, পিস্তল সহ ধারালো অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা । জখম তৃণমূল কংগ্রেস ও BJP সমর্থকরা ।

ভোট পরবর্তী হিংসা
author img

By

Published : Apr 30, 2019, 12:09 PM IST

দুর্গাপুর, 30 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা । অন্ডালের সিদুলি ও শালবাগান নিশানহাট এলাকায় চলে বোমাবাজি । ঘটনায় আহত তৃণমূল কংগ্রেস ও BJP-র কয়েকজন কর্মী-সমর্থক ।

অন্ডালের সিদুলির 5 নম্বর এলাকায় স্থানীয় BJP কর্মীরা এলাকার তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ । ভোজালি, বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ করা হয় । চলে বোমাবাজিও । ঘটনাস্থানে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । ঘটনায় আহত হয়েছে 5 জন । তাদের মধ্যে তিনজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি ।

দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা

পাশাপাশি দুর্গাপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শালবাগান নিশানহাট এলাকাতেও চলে বোমাবাজি । অভিযোগ, তৃণমূল নেতা বিদ্যুৎ মণ্ডল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে । এই ওয়ার্ডে অতুল বাগদির নেতৃত্বে যারা BJP করেছিল তাদের বাড়িতে চলে বোমাবাজি । বন্দুক, পিস্তল সহ ধারালো নিয়ে এলোপাথারি আক্রমণ চালানো হয় । ঘটনায় প্রায় 4-5 জন গুরুতর আহত । অতুল বাগদির অবস্থা আশঙ্কাজনক বলে জানান BJP নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় । রাতেই আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

দুর্গাপুর, 30 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা । অন্ডালের সিদুলি ও শালবাগান নিশানহাট এলাকায় চলে বোমাবাজি । ঘটনায় আহত তৃণমূল কংগ্রেস ও BJP-র কয়েকজন কর্মী-সমর্থক ।

অন্ডালের সিদুলির 5 নম্বর এলাকায় স্থানীয় BJP কর্মীরা এলাকার তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ । ভোজালি, বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ করা হয় । চলে বোমাবাজিও । ঘটনাস্থানে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । ঘটনায় আহত হয়েছে 5 জন । তাদের মধ্যে তিনজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি ।

দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা

পাশাপাশি দুর্গাপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শালবাগান নিশানহাট এলাকাতেও চলে বোমাবাজি । অভিযোগ, তৃণমূল নেতা বিদ্যুৎ মণ্ডল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে । এই ওয়ার্ডে অতুল বাগদির নেতৃত্বে যারা BJP করেছিল তাদের বাড়িতে চলে বোমাবাজি । বন্দুক, পিস্তল সহ ধারালো নিয়ে এলোপাথারি আক্রমণ চালানো হয় । ঘটনায় প্রায় 4-5 জন গুরুতর আহত । অতুল বাগদির অবস্থা আশঙ্কাজনক বলে জানান BJP নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় । রাতেই আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

Intro:ভোট-পরবর্তী হিংসাই উত্তপ্ত অন্ডালের সিদুলির 5 নম্বর এলাকা ।গতকাল রাত 11 টা নাগাদ এই এলাকায় ব্যাপক বোমাবাজি চলে। অভিযোগ এই এলাকার তৃণমূল কর্মীদের মারধর করা হয়। অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী ও নেতৃত্বের দিকে ।এরা ধারালো ভোজালি,বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ চালায় টিএমসি কর্মীদের ওপর বলে অভিযোগ। এই ঘটনায় আহত পাঁচজন।তাদের মধ্যে তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি ।রাতেই অন্ডাল থানার পুলিশ আসে। ভোট পরবর্তী হিংসায় দুর্গাপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকার শালবাগান নিশানহাট এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূল নেতা বিদ্যুৎ মন্ডল ও তার সঙ্গী দের বিরুদ্ধে। অভিযোগ এই ওয়ার্ডে অতুল বাগদির নেতৃত্বে যারা বিজেপি করছিল তাদের বাড়িতে চলে ব্যাপক বোমাবাজি। বন্দুক, পিস্তল সহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালানো হয় বিজেপি কর্মীদের ওপর। এই ঘটনায় প্রায় 4-5 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত। তাদের মধ্যে ওই এলাকায় বিজেপির নেতৃত্ব দেওয়া অতুল বাগদির অবস্থা আশঙ্কাজনক বলে জানায় বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। রাতেই আহতদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ভোট পরবর্তী হিংসায় জর্জরিত দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা। এখন দেখার প্রশাসন কতটা শক্ত হাতে মোকাবিলা করতে পারে ভোট পরবর্তী হিংসা বন্ধে।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.