ETV Bharat / elections

মাঝরাতে কমিশনের অফিসের সামনে অনশনে তমলুকের BJP প্রার্থী - bjp candidate strike

সিদ্ধার্থ নস্কর জানিয়েছেন, জেলা পুলিশ BJP কর্মী-সমর্থকদের উপর ব্যাপক অত্যাচার করছে। প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানিয়েও কাজ হয়নি। তাই অনশনের সিদ্ধান্ত।

কমিশনের সামনে অনশন BJP প্রার্থীর
author img

By

Published : May 11, 2019, 2:46 AM IST

কলকাতা, 11 মে : বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর পর এবার তমলুকের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । আবার মাঝরাতে কমিশনের অফিসের সামনে অবস্থান BJP প্রার্থীর । আমরণ অনশনে বসেছেন সিদ্ধার্থ । অভিযোগ, তমলুকে লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে জেলা পুলিশ । এর বিহিত চান তিনি ।

তমলুকের BJP প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনে বারবার পুলিশের সন্ত্রাসের কথা জানিয়েছেন । কাজের কাজ হয়নি । তাই রাত বিরেতেই ছুটে এসেছেন । দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত এর প্রতিকার না হচ্ছে ততক্ষণ চালিয়ে যাবেন আমরণ অনশন ।

সিদ্ধার্থর অভিযোগ, কেউ BJP-র পতাকা তুললে তাঁর বাড়িতে প্রচুর সংখ্যক পুলিশ চলে আসছে । সঙ্গে জলপাই উর্দি পরে আসছে সিভিক ভলান্টিয়ররাও। তারা ব্যাপক মারধর করছে । বাড়িঘর ভাঙচুর করছে । ভয় দেখাচ্ছে । অত্যাচারের হাত থেকে বাদ যাননি গর্ভবতী মহিলারাও ।" তিনি আরও বলেন, "এক গাড়ি আহত সমর্থক এই অনশন কর্মসূচিতে যোগ দেবেন। যতক্ষণ পর্যন্ত না পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব ।"

কলকাতা, 11 মে : বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর পর এবার তমলুকের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । আবার মাঝরাতে কমিশনের অফিসের সামনে অবস্থান BJP প্রার্থীর । আমরণ অনশনে বসেছেন সিদ্ধার্থ । অভিযোগ, তমলুকে লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে জেলা পুলিশ । এর বিহিত চান তিনি ।

তমলুকের BJP প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনে বারবার পুলিশের সন্ত্রাসের কথা জানিয়েছেন । কাজের কাজ হয়নি । তাই রাত বিরেতেই ছুটে এসেছেন । দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত এর প্রতিকার না হচ্ছে ততক্ষণ চালিয়ে যাবেন আমরণ অনশন ।

সিদ্ধার্থর অভিযোগ, কেউ BJP-র পতাকা তুললে তাঁর বাড়িতে প্রচুর সংখ্যক পুলিশ চলে আসছে । সঙ্গে জলপাই উর্দি পরে আসছে সিভিক ভলান্টিয়ররাও। তারা ব্যাপক মারধর করছে । বাড়িঘর ভাঙচুর করছে । ভয় দেখাচ্ছে । অত্যাচারের হাত থেকে বাদ যাননি গর্ভবতী মহিলারাও ।" তিনি আরও বলেন, "এক গাড়ি আহত সমর্থক এই অনশন কর্মসূচিতে যোগ দেবেন। যতক্ষণ পর্যন্ত না পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব ।"

Intro:কলকাতা, ১১ মে: বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর পর, এবার তমলুকের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর। আবার মাঝরাতে কমিশনের দুয়ারে বিজেপি প্রার্থী। ধরণা দিয়েছিলেন সৌমিত্র, আর আমরণ অনশনে বসেছেন সিদ্ধার্থ। অভিযোগ, তমলুকে লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে জেলা পুলিশ। তার বিহিত চান তিনি। Body:তমলুকের বিজেপি প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনে বারবার জানিয়েছেন পুলিশের সন্ত্রাসের কথা। কাজের কাজ হয়নি। তাই রাত বিরেতেই ছুটে এলেন। দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত এর প্রতিকার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন আমরণ অনশন।Conclusion:সিদ্ধার্থ বলেন, “ বিজেপির ঝান্ডা তুললে একশ-দেড়শ পুলিশ কিংবা অন্ততপক্ষে 50 জন পুলিশ তার বাড়িতে চলে যাচ্ছে। সঙ্গে জলপাই উর্দি পরে যাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। তারপর ব্যাপক মারধর করা হচ্ছে। এমনকি তাদের অত্যাচারের হাত থেকে বাদ যাননি গর্ভবতী মহিলারাও।" তিনি দাবি করেন, এক গাড়ি আহত সমর্থক এই অনশন কর্মসূচিতে যোগ দেবেন। যতক্ষণ পর্যন্ত না পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.