কলকাতা, 11 মে : বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর পর এবার তমলুকের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । আবার মাঝরাতে কমিশনের অফিসের সামনে অবস্থান BJP প্রার্থীর । আমরণ অনশনে বসেছেন সিদ্ধার্থ । অভিযোগ, তমলুকে লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে জেলা পুলিশ । এর বিহিত চান তিনি ।
তমলুকের BJP প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনে বারবার পুলিশের সন্ত্রাসের কথা জানিয়েছেন । কাজের কাজ হয়নি । তাই রাত বিরেতেই ছুটে এসেছেন । দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত এর প্রতিকার না হচ্ছে ততক্ষণ চালিয়ে যাবেন আমরণ অনশন ।
সিদ্ধার্থর অভিযোগ, কেউ BJP-র পতাকা তুললে তাঁর বাড়িতে প্রচুর সংখ্যক পুলিশ চলে আসছে । সঙ্গে জলপাই উর্দি পরে আসছে সিভিক ভলান্টিয়ররাও। তারা ব্যাপক মারধর করছে । বাড়িঘর ভাঙচুর করছে । ভয় দেখাচ্ছে । অত্যাচারের হাত থেকে বাদ যাননি গর্ভবতী মহিলারাও ।" তিনি আরও বলেন, "এক গাড়ি আহত সমর্থক এই অনশন কর্মসূচিতে যোগ দেবেন। যতক্ষণ পর্যন্ত না পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব ।"