ETV Bharat / elections

সুচিত্রা সেন বলেছিলেন, তাঁর মৃত্যুর পর যা করার আমি করব : মমতা

মমতা বলেন, "মৃত্যুর কয়েকদিন আগে মুনমুনকে বলেছিল, তুমি মমতাকে ডেকে নিয়ে এস । "

মমতা বন্দ্যোপাধ্যায় ও মুনমুন সেন
author img

By

Published : Apr 26, 2019, 10:38 PM IST

Updated : Apr 27, 2019, 12:43 AM IST

আসানসোল, 26 এপ্রিল : 2014 সালে মারা গেছেন তিনি । তারপর দেশে একটি লোকসভা ভোট হয়েছে । আরও একটি লোকসভা নির্বাচন চলছে । ইতিমধ্যে গঙ্গার বুক দিয়ে অনেক জল বয়ে গেছে । কিন্তু, মৃত্যুর পাঁচ বছর পরও ভোটের মরশুমে এখনও প্রবলভাবে প্রাসঙ্গিক সুচিত্রা সেন আবেগ । আর সেই আবেগের পালে হাওয়া দিয়েই "তারকা" আসানসোল কেন্দ্র থেকে বাজিমাত করতে চাইছেন সুচিত্রা তনয়া মুনমুন। আর সেই সুচিত্রা সেন্টিমেন্টকে হাতিয়ার করে "কঠিন" ভোট বৈতরণী পার করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

আজ আসানসোলে দলীয় প্রার্থী মুনমুন সেনের সমর্থনে পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা করেন মমতা । সেখানে তিনি বলেন , "জানেন তো সুচিত্রাদেবী মৃত্যুর আগে ৩০ বছর কারও সঙ্গে দেখা করেননি । কিন্তু, মৃত্যুর কয়েকদিন আগে মুনমুনকে বলেছিল, তুমি মমতাকে ডেকে নিয়ে এস । সুচিত্রাদেবী বলে গেছিলেন, আমার মৃত্যুর পর যা করার মমতা করবে। আর কেউ কিছু করবে না । ও (মমতা) আমার পরিবারের একজন। "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাঁকুড়া থেকে 2014 সালে তৃণমূলের টিকিটে লড়েছিলেন মুনমুন । CPI(M)-র বাসুদেব আচারিয়াকে 98 হাজার 305 ভোটে পরাজিত করেন । এবার মমতা তাঁকে আসানসোলের টিকিট দিয়েছেন । যে আসনে গতবার BJP প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন । বাবুল এবার নিজের জেতা আসন থেকেই লড়ছেন । তাই প্রথম থেকেই বিনোদন জগতের আলো রয়েছে আসানসোল কেন্দ্রে । আর সেই কেন্দ্রে প্রচারের প্রথম থেকেই মুনমুন একাধিকবার নিজের মা'কে ভোটের প্রচারে এনেছেন । কখনও পোস্টার, আবার কখনও ব্যানারে। এমন কী একধাপ এগিয়ে মুনমুন বলেন, "আমাকে ভোট দিলে আমার মায়ের আত্মা শান্তি পাবে ।" তারপর আজ খোদ মমতা প্রচারে সুচিত্রা সেন্টিমেন্টকে হাতিয়ার করলেন ।

আসানসোল, 26 এপ্রিল : 2014 সালে মারা গেছেন তিনি । তারপর দেশে একটি লোকসভা ভোট হয়েছে । আরও একটি লোকসভা নির্বাচন চলছে । ইতিমধ্যে গঙ্গার বুক দিয়ে অনেক জল বয়ে গেছে । কিন্তু, মৃত্যুর পাঁচ বছর পরও ভোটের মরশুমে এখনও প্রবলভাবে প্রাসঙ্গিক সুচিত্রা সেন আবেগ । আর সেই আবেগের পালে হাওয়া দিয়েই "তারকা" আসানসোল কেন্দ্র থেকে বাজিমাত করতে চাইছেন সুচিত্রা তনয়া মুনমুন। আর সেই সুচিত্রা সেন্টিমেন্টকে হাতিয়ার করে "কঠিন" ভোট বৈতরণী পার করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

আজ আসানসোলে দলীয় প্রার্থী মুনমুন সেনের সমর্থনে পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা করেন মমতা । সেখানে তিনি বলেন , "জানেন তো সুচিত্রাদেবী মৃত্যুর আগে ৩০ বছর কারও সঙ্গে দেখা করেননি । কিন্তু, মৃত্যুর কয়েকদিন আগে মুনমুনকে বলেছিল, তুমি মমতাকে ডেকে নিয়ে এস । সুচিত্রাদেবী বলে গেছিলেন, আমার মৃত্যুর পর যা করার মমতা করবে। আর কেউ কিছু করবে না । ও (মমতা) আমার পরিবারের একজন। "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাঁকুড়া থেকে 2014 সালে তৃণমূলের টিকিটে লড়েছিলেন মুনমুন । CPI(M)-র বাসুদেব আচারিয়াকে 98 হাজার 305 ভোটে পরাজিত করেন । এবার মমতা তাঁকে আসানসোলের টিকিট দিয়েছেন । যে আসনে গতবার BJP প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন । বাবুল এবার নিজের জেতা আসন থেকেই লড়ছেন । তাই প্রথম থেকেই বিনোদন জগতের আলো রয়েছে আসানসোল কেন্দ্রে । আর সেই কেন্দ্রে প্রচারের প্রথম থেকেই মুনমুন একাধিকবার নিজের মা'কে ভোটের প্রচারে এনেছেন । কখনও পোস্টার, আবার কখনও ব্যানারে। এমন কী একধাপ এগিয়ে মুনমুন বলেন, "আমাকে ভোট দিলে আমার মায়ের আত্মা শান্তি পাবে ।" তারপর আজ খোদ মমতা প্রচারে সুচিত্রা সেন্টিমেন্টকে হাতিয়ার করলেন ।

Intro:দুর্গাপুরঃ সপ্তদশ লোকসভা নির্বাচনে মঙ্গলবার এই রাজ্যে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই এবারে প্রচার এর স্লোগান 42 এ 42 চাই। কিন্তু তাতে জল ঢাললেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল থেকে বিজয়ী গত বারের সাংসদ এবং এবারেও ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব। তিনি বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতার সমর্থনে একটি জনসভা শেষে সাংবাদিকদের সামনে উত্তর দিতে গিয়ে বলেন, ""আমি রাস্তায় নেমে দেখতে পাচ্ছি 38 টি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে।"" তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী কর্মী সবাই যখন 42 এ 42 চাই স্লোগান তুলেছে রাজ্য জুড়ে, তখন দেব সেই শ্লোগানে যেন জল ঢাললেন। ভারি ভারি প্রশ্ন শুনে দেবের উত্তর ছিল, ""এসব প্রশ্ন আমাকে করবেন না। আমি সেই পর্যায়ের রাজনীতিবিদ নই। যারা দুঁদে রাজনীতিবিদ তাদেরকে এই ধরনের প্রশ্ন করবেন। তবে আমি এটা জানি দাদা হোক কিংবা দিদি কেন্দ্রে যিনি থাকুন উন্নয়ন যেন শেষ কথা হয়। মানুষের জন্য কাজ করতে হবে। সে চৌকিদারি থাক আর দিদি থাক।" মঙ্গলবার সন্ধ্যায় পানাগড় বাজার মিত্র সংঘ ময়দানে দেব জনসভা করলেন । বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডঃ মমতাজ সংঘমিতার হয়ে প্রচার করেন, উপস্থিত ছিলেন প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতা, মন্ত্রী অরূপ বিশ্বাসসহ টিএমসি নেতারা । মন্ত্রী অরুপ বিশ্বাসও যখন এই রাজ্যে বিজেপি একটি আসনও পাবেনা বলে বক্তব্য দিচ্ছেন তখন দেব এর ধারণা 38 টি আসন তৃণমূল দখল করবে। দেব এর এই বক্তব্যকে ঘিরে যে বিতর্ক শুরু হবে তা স্পষ্ট।পশ্চিম বর্ধমান জেলার বিজেপি র সভাপতি লক্ষন ঘোড়ুই জানান, "ও সহজ সরল তাই ৪২ বলতে পারেনি।ও জানে ৩৮ টির চেয়েও অনেক কম আসন পাবে টিএমসি কিন্তু বেচারা ভয়ে বলতে পারেনি।""Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 27, 2019, 12:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.