ETV Bharat / elections

মুড়ির প্যাকেট দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে - voters influenced

পুরুলিয়া জেলার জিতুজুড়ি গ্রামে ভোটারদের ছোলাভেজা ও মুড়ি দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল অনগ্রসর শ্রেণি ও রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডুর বিরুদ্ধে ।

অভিযোগ
author img

By

Published : May 12, 2019, 9:18 AM IST

Updated : May 12, 2019, 12:39 PM IST

পুরুলিয়া, 12 মে : ভোটাররা ভোট দিচ্ছেন । তারপর সঙ্গে সঙ্গে বুথের বাইরে তাঁদের ছোলাভেজা ও মুড়ির প্যাকেট ধরিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা । ভোটারদের ছোলাভেজা ও মুড়ি দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডুর বিরুদ্ধে । সঙ্গে আছেন তাঁর স্বামী তথা জেলা পরিষদের সদস্য গুরুপদ টুডু । নিজের গ্রামে মন্ত্রীর তত্ত্বাবধানে প্যাকেট দেওয়া হচ্ছে ভোটারদের ।

দেখুন ভিডিয়ো

ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এলেই ভোটারদের হাতে দেওয়া হচ্ছে প্যাকেট । প্যাকেটে রয়েছে মুড়ি, ছোলাভেজা । ভোটাররাও মুড়ি খেয়ে সানন্দে বাড়ি ফিরছেন । রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে এই দৃশ্য উঠে এসেছে পুরুলিয়া জেলার জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাদলাগড়া 243/202 বুথে ।

পুরুলিয়া, 12 মে : ভোটাররা ভোট দিচ্ছেন । তারপর সঙ্গে সঙ্গে বুথের বাইরে তাঁদের ছোলাভেজা ও মুড়ির প্যাকেট ধরিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা । ভোটারদের ছোলাভেজা ও মুড়ি দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডুর বিরুদ্ধে । সঙ্গে আছেন তাঁর স্বামী তথা জেলা পরিষদের সদস্য গুরুপদ টুডু । নিজের গ্রামে মন্ত্রীর তত্ত্বাবধানে প্যাকেট দেওয়া হচ্ছে ভোটারদের ।

দেখুন ভিডিয়ো

ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এলেই ভোটারদের হাতে দেওয়া হচ্ছে প্যাকেট । প্যাকেটে রয়েছে মুড়ি, ছোলাভেজা । ভোটাররাও মুড়ি খেয়ে সানন্দে বাড়ি ফিরছেন । রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে এই দৃশ্য উঠে এসেছে পুরুলিয়া জেলার জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাদলাগড়া 243/202 বুথে ।

sample description
Last Updated : May 12, 2019, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.