ETV Bharat / elections

রাজ্যে তিন কেন্দ্রে ভোট, সব বুথে নেই কেন্দ্রীয় বাহিনী

দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। 80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে

দার্জিলিঙে ভোটকর্মীরা
author img

By

Published : Apr 17, 2019, 11:23 PM IST

কলকাতা, 17 এপ্রিল : দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে রাজ্যের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলি হল - দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। প্রথম দফার মতোই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না। 80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। বাকি 20 শতাংশ বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ওয়েবকাস্টিং, ভিডিয়ো ক্যামেরা ও CCTV-র নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মাইক্রো অবজ়ারভাররাও থাকছেন।

তিনটি কেন্দ্র মিলিয়ে 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রাথমিকভাবে ঠিক ছিল, 194 কম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। শেষপর্যন্ত 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ ও নন-আর্মড পুলিশের সংখ্যা যথাক্রমে 8892 ও 4089 জন। 13 হাজারের বেশি লাঠিধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, স্ট্রংরুমের পাহারায় থাকবে 6 কম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এক নজরে দার্জিলিং লোকসভা কেন্দ্র

  • মোট ভোটার - 16 লাখ 564 জন
  • পুরুষ ভোটার - 8 লাখ 7 হাজার 118 জন
  • মহিলা ভোটার - 7 লাখ 93 হাজার 425 জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার - 21 জন
  • সার্ভিস ভোটার - 10 হাজার 753 জন
  • মোট প্রার্থী - 16 জন
  • মোট বুথ - 1899 টি
  • কেন্দ্রীয় বাহিনী - 66 কম্পানি
  • 300টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
  • 54 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার
  • VVPAT সংখ্যা - 2 হাজার 638 টি

এক নজরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

  • মোট ভোটার - 17 লাখ 31 হাজার 834 জন
  • পুরুষ ভোটার - 8 লাখ 85 হাজার 453 জন
  • মহিলা ভোটার - 8 লাখ 46 হাজার 363 জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার - 18 জন
  • সার্ভিস ভোটার - 3 হাজার 630 জন
  • মোট প্রার্থী - 12 জন
  • মোট বুথ - 1868 টি
  • কেন্দ্রীয় বাহিনী - 49 কম্পানি
  • 245টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
  • 50 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার
  • VVPAT সংখ্যা - 2 হাজার 436 টি

এক নজরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র

  • মোট ভোটার - 15 লাখ 99 হাজার 948 জন
  • পুরুষ ভোটার - 8 লাখ 30 হাজার 316 জন
  • মহিলা ভোটার - 7 লাখ 69 হাজার 584 জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার - 48 জন
  • সার্ভিস ভোটার - 1 হাজার 272 জন
  • মোট প্রার্থী - 14 জন
  • মোট বুথ - 1623 টি
  • কেন্দ্রীয় বাহিনী - 64 কম্পানি
  • 312টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
  • 56 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার থাকবে
  • VVPAT সংখ্যা - 2 হাজার 143 টি

2014 সালের লোকসভা ভোটে জয়ী প্রার্থী :

  • দার্জিলিং : সুরিন্দর সিং আলুওয়ালিয়া (BJP)। জয়ের ব্যবধান - 1 লাখ 97 হাজার 239 ভোট
  • জলপাইগুড়ি : বিজয়চন্দ্র বর্মণ (তৃণমূল কংগ্রেস)। জয়ের ব্যবধান - 69 হাজার 606 ভোট
  • রায়গঞ্জ : মহম্মদ সেলিম (CPI-M)। জয়ের ব্যবধান - 1 হাজার 634 ভোট

2019 সালের লোকসভা ভোটের প্রার্থী পরিচয় :

1) দার্জিলিং :

  • অমর সিং রাই (তৃণমূল কংগ্রেস)
  • রাজু সিং বিস্ত (BJP)
  • সমন পাঠক (CPI-M)
  • শংকর মালাকার (কংগ্রেস)

2) জলপাইগুড়ি :

  • বিজয়চন্দ্র বর্মণ (তৃণমূল কংগ্রেস)
  • জয়ন্ত কুমার রায় (BJP)
  • ভগীরথ চন্দ্র রায় (CPI-M)
  • মণিকুমার দারনাল (কংগ্রেস)

3) রায়গঞ্জ :

  • কানহাইয়ালাল আগরওয়াল (তৃণমূল কংগ্রেস)
  • দেবশ্রী চৌধুরি (BJP)
  • মহম্মদ সেলিম (CPI-M)
  • দীপা দাশমুন্সি (কংগ্রেস)

কলকাতা, 17 এপ্রিল : দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে রাজ্যের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলি হল - দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। প্রথম দফার মতোই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না। 80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। বাকি 20 শতাংশ বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ওয়েবকাস্টিং, ভিডিয়ো ক্যামেরা ও CCTV-র নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মাইক্রো অবজ়ারভাররাও থাকছেন।

তিনটি কেন্দ্র মিলিয়ে 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রাথমিকভাবে ঠিক ছিল, 194 কম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। শেষপর্যন্ত 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ ও নন-আর্মড পুলিশের সংখ্যা যথাক্রমে 8892 ও 4089 জন। 13 হাজারের বেশি লাঠিধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, স্ট্রংরুমের পাহারায় থাকবে 6 কম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এক নজরে দার্জিলিং লোকসভা কেন্দ্র

  • মোট ভোটার - 16 লাখ 564 জন
  • পুরুষ ভোটার - 8 লাখ 7 হাজার 118 জন
  • মহিলা ভোটার - 7 লাখ 93 হাজার 425 জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার - 21 জন
  • সার্ভিস ভোটার - 10 হাজার 753 জন
  • মোট প্রার্থী - 16 জন
  • মোট বুথ - 1899 টি
  • কেন্দ্রীয় বাহিনী - 66 কম্পানি
  • 300টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
  • 54 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার
  • VVPAT সংখ্যা - 2 হাজার 638 টি

এক নজরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

  • মোট ভোটার - 17 লাখ 31 হাজার 834 জন
  • পুরুষ ভোটার - 8 লাখ 85 হাজার 453 জন
  • মহিলা ভোটার - 8 লাখ 46 হাজার 363 জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার - 18 জন
  • সার্ভিস ভোটার - 3 হাজার 630 জন
  • মোট প্রার্থী - 12 জন
  • মোট বুথ - 1868 টি
  • কেন্দ্রীয় বাহিনী - 49 কম্পানি
  • 245টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
  • 50 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার
  • VVPAT সংখ্যা - 2 হাজার 436 টি

এক নজরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র

  • মোট ভোটার - 15 লাখ 99 হাজার 948 জন
  • পুরুষ ভোটার - 8 লাখ 30 হাজার 316 জন
  • মহিলা ভোটার - 7 লাখ 69 হাজার 584 জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার - 48 জন
  • সার্ভিস ভোটার - 1 হাজার 272 জন
  • মোট প্রার্থী - 14 জন
  • মোট বুথ - 1623 টি
  • কেন্দ্রীয় বাহিনী - 64 কম্পানি
  • 312টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
  • 56 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার থাকবে
  • VVPAT সংখ্যা - 2 হাজার 143 টি

2014 সালের লোকসভা ভোটে জয়ী প্রার্থী :

  • দার্জিলিং : সুরিন্দর সিং আলুওয়ালিয়া (BJP)। জয়ের ব্যবধান - 1 লাখ 97 হাজার 239 ভোট
  • জলপাইগুড়ি : বিজয়চন্দ্র বর্মণ (তৃণমূল কংগ্রেস)। জয়ের ব্যবধান - 69 হাজার 606 ভোট
  • রায়গঞ্জ : মহম্মদ সেলিম (CPI-M)। জয়ের ব্যবধান - 1 হাজার 634 ভোট

2019 সালের লোকসভা ভোটের প্রার্থী পরিচয় :

1) দার্জিলিং :

  • অমর সিং রাই (তৃণমূল কংগ্রেস)
  • রাজু সিং বিস্ত (BJP)
  • সমন পাঠক (CPI-M)
  • শংকর মালাকার (কংগ্রেস)

2) জলপাইগুড়ি :

  • বিজয়চন্দ্র বর্মণ (তৃণমূল কংগ্রেস)
  • জয়ন্ত কুমার রায় (BJP)
  • ভগীরথ চন্দ্র রায় (CPI-M)
  • মণিকুমার দারনাল (কংগ্রেস)

3) রায়গঞ্জ :

  • কানহাইয়ালাল আগরওয়াল (তৃণমূল কংগ্রেস)
  • দেবশ্রী চৌধুরি (BJP)
  • মহম্মদ সেলিম (CPI-M)
  • দীপা দাশমুন্সি (কংগ্রেস)
Intro:
16-04-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ " মমতা ও জামায়েত ইসলামের চুক্তি বা হাত মেলানোর কারণে পরিকল্পিত ভাবে এই বাংলাদেশের অভিনেতাদের তৃণমূলের প্রচারে আনা হয়েছে। শেষ যাত্রায় তৃণমূল কে বাচানোর জন্য। তাই এই ঘটনায় আমি NIA তদন্তের দাবী করছি" আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেণ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।



রাহুল সিনহার বক্তব্য, "বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের হয়ে প্রচার নামে। এই ঘটনায় জামায়েত ইসলামের যোগ আছে। আমরা যদি এই ঘটনা চেপে যেতাম। তা হলে এক সপ্তাহের মধ্যে সারা বাংলায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে বাংলাদেশের অভিনেতা ও অভিনেত্রীদের প্রভাবিত করতে নেমে যেতও। রাষ্ট্রের এই নির্বাচণ কে অন্য পথে চালিত করত। এই ঘটনা একটা তদন্ত হওয়া দরকার। বাংলাদেশী অভিনেত্রী এর প্রচারের ঘটনা মমতা ও জামাত এর আতাত আছে"



নির্বাচণ কমিশনের উচিত এই জাতিয় রাজনৈতিক অনুপ্রবেশকারি। যারা রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। আর যারা এদের এখানে নিয়ে এসে তাদের প্রচারের কাজে লাগাচ্ছে। তারা আরও দোষী। তারা রাষ্ট্রদোহীতা করা। রাষ্ট্রের বিরোধীতা করার জন্য তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার বলে জানান রাহুল সিনহা।


এদিন সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা অভিযোগ করেন" রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু তৃণমূলের মুখপত্র হিসাবে কাজ করছে। তার কাছে কোনও অভিযোগ জানালে তিনি কোনও পদক্ষেপ নেন না" Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.