ETV Bharat / elections

ক্ষমতায় এলে রাফালের তদন্ত হবে, সবাই শাস্তি পাবে; রাহুল গান্ধি - bjp

ফাইল ফোটো
author img

By

Published : Apr 10, 2019, 4:58 PM IST

Updated : Apr 10, 2019, 5:38 PM IST

2019-04-10 16:25:07

রায়গঞ্জ, 10 এপ্রিল : নির্বাচনী প্রচারে উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসভা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে সভা করলেন তিনি। কিছুক্ষণ আগেই চোপড়ায় জনসভা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP, CPI(M)-র পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি।

রাহুল গান্ধি বলেন : 

  • আপনাদের AIIMS -র দাবিও ভেবে দেখা হবে
  • ভাষণ চলাকালীন সভামঞ্চের পাশ থেকে AIIMS -র দাবি ওঠে
  • আমরা ন্যায় যোজনা দেব
  • কংগ্রেস ক্ষমতায় এসে সবার শিক্ষার ব্যবস্থা করবে, কারণ এটা সরকারের কাজ
  • মোদি সবকিছুর বেসরকারিকরণ করে রেখেছেন
  • ক্ষমতায় এসে এবার আমরা স্বাস্থ্যের অধিকার দেব। সর্বত্র চিকিৎসার পরিষেবা দেওয়া হবে
  • মোদি একটি অনিল আম্বানির আর একটি গরিবের হিন্দুস্থান বানাতে চান
  • নীরব মোদি, বিজয় মাল্য সব চোরের পকেট থেকে টাকা নিয়ে আপনাদের দেব
  • কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি
  • ক্ষমতায় এলে রাফালের তদন্ত হবে
  • কংগ্রেস BJP-র সঙ্গে কোনওদিন জোট করেনি, কিন্তু দিদি করেছে
  • চৌকিদার আজকাল ভয় পাচ্ছে, ভাবছে তদন্ত হলে জেলে যাবে 
  • রাফালের প্রসঙ্গ কে তুলেছে
  • ক্ষমতায় আসার পর তিন রাজ্যে মাত্র দু'দিনেই কৃষকদের সব ঋণ মকুব করা হয়েছে
  • মমতা কৃষকদের ঋণ মকুব করেছে কি ? 
  • চৌকিদারের চেহারা শুকিয়ে গেছে। তিনি দেশের চোখে চোখ মেলাতে পারছেন না
  • আপনি অনিল আম্বানির চৌকিদারি করুন আমি গরিবদের সাহায্য করব
  • মোদি যদি চোরদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে আমরাও গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারি
  • কংগ্রেস 20 শতাংশ গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 72,000 টাকা দেবে
  • চৌকিদার যেখানে যায় শুধু মিথ্যা কথা বলে
  • পাঁচবছরে মোদি প্রধানমন্ত্রী হয়ে 15 লাখ দেওয়ার কথা বলেছিলেন। আপনারা পেয়েছেন ? 
  • বক্তব্য রাখছেন দীপা দাশমুন্সি
  • 5 টা 08 মিনিট : সভামঞ্চে উঠলেন রাহুল গান্ধি
  • 5 টা 06 মিনিট : করণদিঘিতে পৌঁছালেন রাহুল গান্ধি
  • 4 টা 57 মিনিট : এখনও জনসভায় পৌঁছাননি রাহুল গান্ধি
  • পানীয় জলের সমস্যা দেখা গেছে
  • বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সমর্থকরা
  • জেলা নেতৃত্ব বারবার সভামঞ্চ থেকে উত্তেজিত সমর্থকদের শান্ত করার চেষ্টা করছেন

2019-04-10 16:25:07

রায়গঞ্জ, 10 এপ্রিল : নির্বাচনী প্রচারে উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসভা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে সভা করলেন তিনি। কিছুক্ষণ আগেই চোপড়ায় জনসভা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP, CPI(M)-র পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি।

রাহুল গান্ধি বলেন : 

  • আপনাদের AIIMS -র দাবিও ভেবে দেখা হবে
  • ভাষণ চলাকালীন সভামঞ্চের পাশ থেকে AIIMS -র দাবি ওঠে
  • আমরা ন্যায় যোজনা দেব
  • কংগ্রেস ক্ষমতায় এসে সবার শিক্ষার ব্যবস্থা করবে, কারণ এটা সরকারের কাজ
  • মোদি সবকিছুর বেসরকারিকরণ করে রেখেছেন
  • ক্ষমতায় এসে এবার আমরা স্বাস্থ্যের অধিকার দেব। সর্বত্র চিকিৎসার পরিষেবা দেওয়া হবে
  • মোদি একটি অনিল আম্বানির আর একটি গরিবের হিন্দুস্থান বানাতে চান
  • নীরব মোদি, বিজয় মাল্য সব চোরের পকেট থেকে টাকা নিয়ে আপনাদের দেব
  • কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি
  • ক্ষমতায় এলে রাফালের তদন্ত হবে
  • কংগ্রেস BJP-র সঙ্গে কোনওদিন জোট করেনি, কিন্তু দিদি করেছে
  • চৌকিদার আজকাল ভয় পাচ্ছে, ভাবছে তদন্ত হলে জেলে যাবে 
  • রাফালের প্রসঙ্গ কে তুলেছে
  • ক্ষমতায় আসার পর তিন রাজ্যে মাত্র দু'দিনেই কৃষকদের সব ঋণ মকুব করা হয়েছে
  • মমতা কৃষকদের ঋণ মকুব করেছে কি ? 
  • চৌকিদারের চেহারা শুকিয়ে গেছে। তিনি দেশের চোখে চোখ মেলাতে পারছেন না
  • আপনি অনিল আম্বানির চৌকিদারি করুন আমি গরিবদের সাহায্য করব
  • মোদি যদি চোরদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে আমরাও গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারি
  • কংগ্রেস 20 শতাংশ গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 72,000 টাকা দেবে
  • চৌকিদার যেখানে যায় শুধু মিথ্যা কথা বলে
  • পাঁচবছরে মোদি প্রধানমন্ত্রী হয়ে 15 লাখ দেওয়ার কথা বলেছিলেন। আপনারা পেয়েছেন ? 
  • বক্তব্য রাখছেন দীপা দাশমুন্সি
  • 5 টা 08 মিনিট : সভামঞ্চে উঠলেন রাহুল গান্ধি
  • 5 টা 06 মিনিট : করণদিঘিতে পৌঁছালেন রাহুল গান্ধি
  • 4 টা 57 মিনিট : এখনও জনসভায় পৌঁছাননি রাহুল গান্ধি
  • পানীয় জলের সমস্যা দেখা গেছে
  • বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সমর্থকরা
  • জেলা নেতৃত্ব বারবার সভামঞ্চ থেকে উত্তেজিত সমর্থকদের শান্ত করার চেষ্টা করছেন
sample description
Last Updated : Apr 10, 2019, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.